ETV Bharat / bharat

কাল দেশজুড়ে ‘রেল রোকো’ কৃষকদের - রেল রোকো

নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে বৃহস্পতিবার রেল রোকো কর্মসূচি পালন করবেন কৃষকরা ৷ বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত দেশজুড়ে এই কর্মসূচি পালিত হবে ৷ বুধবার একথা জানান কৃষক নেতা রাকেশ টিকায়েত ৷

Farmers to hold 'rail roko' on Thursday : Rakesh Tikait
লক্ষ্মীবারে দেশজুড়ে ‘রেল রোকো’ কৃষকদের
author img

By

Published : Feb 17, 2021, 7:29 PM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার দেশজুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি পালন করবেন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত চাষিরা ৷ বুধবার একথা জানান ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত ৷

টিকায়েত জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রেল অবরোধ করবেন আন্দোলনরত কৃষকরা ৷ তাঁর অভিযোগ, মহামারী পরবর্তীকালে এখনও পর্যন্ত ট্রেনের সংখ্য়া যথেষ্ট পরিমাণে বাড়ায়নি কেন্দ্র ৷ এতে মানুষের সমস্য়া বাড়লেও সরকারের কোনও হেলদোল নেই ৷

সংযুক্ত কিষান মোর্চার ডাকা এই কর্মসূচিতে বিভিন্ন গ্রামের বাসিন্দারাও অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন টিকায়েত ৷

আরও পড়ুন: বাংলায় কিষান মহাপঞ্চায়েত হবে, ঘোষণা রাকেশ টিকায়েতের

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সীমানায় মাসের পর মাস ধরনা চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ পাশাপাশ, আংশিক চাক্কাজ্য়াম-সহ অন্যান্য় কর্মসূচিও পালন করছেন তাঁরা ৷

দিল্লি, 17 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার দেশজুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি পালন করবেন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত চাষিরা ৷ বুধবার একথা জানান ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত ৷

টিকায়েত জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রেল অবরোধ করবেন আন্দোলনরত কৃষকরা ৷ তাঁর অভিযোগ, মহামারী পরবর্তীকালে এখনও পর্যন্ত ট্রেনের সংখ্য়া যথেষ্ট পরিমাণে বাড়ায়নি কেন্দ্র ৷ এতে মানুষের সমস্য়া বাড়লেও সরকারের কোনও হেলদোল নেই ৷

সংযুক্ত কিষান মোর্চার ডাকা এই কর্মসূচিতে বিভিন্ন গ্রামের বাসিন্দারাও অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন টিকায়েত ৷

আরও পড়ুন: বাংলায় কিষান মহাপঞ্চায়েত হবে, ঘোষণা রাকেশ টিকায়েতের

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সীমানায় মাসের পর মাস ধরনা চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ পাশাপাশ, আংশিক চাক্কাজ্য়াম-সহ অন্যান্য় কর্মসূচিও পালন করছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.