ETV Bharat / bharat

জট খুলল না ১১তম বৈঠকেও, কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা - কেন্দ্র কৃষক বৈঠক

কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে কৃষকদের একাদশতম বৈঠকেও জট খুলল না। একদিকে নয়া তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্তে তাঁরা অনড় বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা। আবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকার যাবতীয় প্রস্তাব দিয়ে ফেলেছে। এই নিয়ে পরবর্তী কোনও বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি।

farmers-stir-centre-farmers-to-hold-11th-round-of-talks-today
জট খুলল না ১১তম বৈঠকেও, কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা
author img

By

Published : Jan 22, 2021, 2:17 PM IST

Updated : Jan 22, 2021, 6:38 PM IST

দিল্লি, 22 জানুয়ারি: কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে কৃষকদের একাদশতম বৈঠকেও জট খুলল না। একদিকে নয়া তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্তে তাঁরা অনড় বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা। আবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকার যাবতীয় প্রস্তাব দিয়ে ফেলেছে। তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নিন কৃষকরা। এই নিয়ে পরবর্তী কোনও বৈঠকের দিনক্ষণ আজ ঠিক হয়নি।

নয়া তিন কৃষি আইন নিয়ে জট খুলতে আজ বিক্ষোভরত কৃষকদের সঙ্গে একাদশ দফার বৈঠকে বসে কেন্দ্রীয় সরকার। যদিও আগের বৈঠকে কেন্দ্রের দেওয়া প্রস্তাব বৃহস্পতিবারই খারিজ করে দিয়েছিলেন কৃষকরা। কেন্দ্র 18 মাসের জন্য নয়া কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। প্রাথমিকভাবে সুর নরম করলেও, পরে নিজেদের মধ্যে আলোচনার পর বিক্ষোভরত কৃষকরা জানিয়ে দেন, কেন্দ্রের সেই প্রস্তাবেও তাঁরা রাজি নন। 18 মাসের জন্য নয়, কৃষি আইন সম্পূর্ণ রদ করা হলে তবেই উঠবে আন্দোলন। তবে সরকারের তরফে এ দিনের বৈঠকের পর জানানো হয়েছে, ''আমরা কৃষকদের প্রস্তাব দিয়েছি। তার থেকে ভালো কোনও প্রস্তাব তাঁদের কাছে থাকলে তাঁরা আমাদের তা জানান।'' কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, ''কেন্দ্রীয় সরকার ফের কৃষকদের সঙ্গে বৈঠকের জন্য তৈরি রয়েছে।''

শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। যদিও কৃষকদের দাবি, বৈঠকের সময় দীর্ঘ হলেও দু পক্ষ মুখোমুখি বসেছিল মাত্র ৩০ মিনিটের জন্য। বৈঠকের আগেই বৃহস্পতিবার সংযুক্ত কিষান মোর্চা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, 'সংযুক্ত কিষান মোর্চার পূর্ণ জেনারেল বডির মিটিং-এ কেন্দ্রের দেওয়া প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। তিনটি কৃষি আইন সম্পূর্ণ বাতিল ও সব কৃষকের জন্য রেমুনারেটিভ MSP নিশ্চিত করতে নয়া আইন আনার দাবিই সামনে রাখা হয়েছে।'

আরও পড়ুন: কৃষি আইন নিয়ে কমিটি রিপোর্ট দেবে, সিদ্ধান্ত নয় : সুপ্রিম কোর্ট

দশম বৈঠকে নয়া তিন কৃষি আইন দেড় বছরের জন্য স্থগিত রাখা ও এ বিষয়ে জট খুলতে একটি যুগ্ম কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। তবে আইন স্থগিত রাখার শর্ত হিসেবে আন্দোলন তোলার কথাও বলা হয়েছিল। সেই প্রস্তাব খারিজ করে দিয়ে আইন সম্পূর্ণ বাতিলের দাবিতেই অনড় রয়েছেন কৃষকরা।

দিল্লি, 22 জানুয়ারি: কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে কৃষকদের একাদশতম বৈঠকেও জট খুলল না। একদিকে নয়া তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্তে তাঁরা অনড় বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা। আবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকার যাবতীয় প্রস্তাব দিয়ে ফেলেছে। তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নিন কৃষকরা। এই নিয়ে পরবর্তী কোনও বৈঠকের দিনক্ষণ আজ ঠিক হয়নি।

নয়া তিন কৃষি আইন নিয়ে জট খুলতে আজ বিক্ষোভরত কৃষকদের সঙ্গে একাদশ দফার বৈঠকে বসে কেন্দ্রীয় সরকার। যদিও আগের বৈঠকে কেন্দ্রের দেওয়া প্রস্তাব বৃহস্পতিবারই খারিজ করে দিয়েছিলেন কৃষকরা। কেন্দ্র 18 মাসের জন্য নয়া কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। প্রাথমিকভাবে সুর নরম করলেও, পরে নিজেদের মধ্যে আলোচনার পর বিক্ষোভরত কৃষকরা জানিয়ে দেন, কেন্দ্রের সেই প্রস্তাবেও তাঁরা রাজি নন। 18 মাসের জন্য নয়, কৃষি আইন সম্পূর্ণ রদ করা হলে তবেই উঠবে আন্দোলন। তবে সরকারের তরফে এ দিনের বৈঠকের পর জানানো হয়েছে, ''আমরা কৃষকদের প্রস্তাব দিয়েছি। তার থেকে ভালো কোনও প্রস্তাব তাঁদের কাছে থাকলে তাঁরা আমাদের তা জানান।'' কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, ''কেন্দ্রীয় সরকার ফের কৃষকদের সঙ্গে বৈঠকের জন্য তৈরি রয়েছে।''

শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। যদিও কৃষকদের দাবি, বৈঠকের সময় দীর্ঘ হলেও দু পক্ষ মুখোমুখি বসেছিল মাত্র ৩০ মিনিটের জন্য। বৈঠকের আগেই বৃহস্পতিবার সংযুক্ত কিষান মোর্চা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, 'সংযুক্ত কিষান মোর্চার পূর্ণ জেনারেল বডির মিটিং-এ কেন্দ্রের দেওয়া প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। তিনটি কৃষি আইন সম্পূর্ণ বাতিল ও সব কৃষকের জন্য রেমুনারেটিভ MSP নিশ্চিত করতে নয়া আইন আনার দাবিই সামনে রাখা হয়েছে।'

আরও পড়ুন: কৃষি আইন নিয়ে কমিটি রিপোর্ট দেবে, সিদ্ধান্ত নয় : সুপ্রিম কোর্ট

দশম বৈঠকে নয়া তিন কৃষি আইন দেড় বছরের জন্য স্থগিত রাখা ও এ বিষয়ে জট খুলতে একটি যুগ্ম কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। তবে আইন স্থগিত রাখার শর্ত হিসেবে আন্দোলন তোলার কথাও বলা হয়েছিল। সেই প্রস্তাব খারিজ করে দিয়ে আইন সম্পূর্ণ বাতিলের দাবিতেই অনড় রয়েছেন কৃষকরা।

Last Updated : Jan 22, 2021, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.