ETV Bharat / bharat

Farmers Protest Against Lathicharge: কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ক্ষোভের আগুন বিহারে - পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ

কৃষকদের (Farmers create ruckus in Buxar) উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ক্ষোভের আগুনে জ্বলছে বিহারের বক্সার (Farmers Protest Against Lathicharge)৷ গতকাল রাতে কৃষকদের বাড়িতে ঢুকে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ ৷

Farmers Protest ETV Bharat
কৃষকদের বিক্ষোভ
author img

By

Published : Jan 11, 2023, 2:25 PM IST

বক্সার, 11 জানুয়ারি: পুলিশের বিরুদ্ধে বর্বরতার অভিযোগে কৃষক বিক্ষোভে (Farmers Protest Against Lathicharge) উত্তপ্ত হয়ে উঠল বিহার ৷ বক্সারের চৌসা ব্লকের বানারপুরে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিবাদের সরব হন কৃষকরা ৷ গতকাল রাত 12টায় ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনরত কৃষকদের বাড়িতে ঢুকে পুলিশ বর্বরোচিত ভাবে মারধর করে বলে অভিযোগ ।

সেই ঘটনার পর উত্তেজিত হয়ে ওঠে জেলার কৃষকেরা ৷ ক্ষুব্ধ হয়ে তাঁরা পুলিশের গাড়ি ও এসজেভিএন-এর গেটে আগুন ধরিয়ে দেন । পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় ৷ উত্তেজিত কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশও প্রায় 6 রাউন্ড গুলি ছোড়ে । গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী (Farmers create ruckus in Buxar)৷

কৃষকদের দাবি কী ?

কৃষকরা জানিয়েছেন যে, 2010-11 সালেরও আগে তাপবিদ্যুৎ কেন্দ্রের (Thermal Power Plant Land Dispute) জন্য চৌসায় তাঁদের জমি অধিগ্রহণ করেছিল এসজেভিএন । ওই সময় তাঁদের 2010-11 অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয় । এরপর 2022 সালে কোম্পানিটি কৃষকদের জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করলে কৃষকরা বর্তমান হার অনুযায়ী জমির ক্ষতিপূরণ দাবি করেন, যা দিতে রাজি হয়নি এই কোম্পানি । এর বিরুদ্ধে গত দুই মাস ধরে আন্দোলন করছেন কৃষকরা । এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে পুলিশ আন্দোলনরত কৃষকদের বাড়িতে ঢুকে নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ লাঠির ঘায়ে বেশকয়েকজন গুরুতর আহত হন ।

আরও পড়ুন: হকারদের অবরোধ ! গাংপুরে দীর্ঘক্ষণ আটকে রাজধানী, একাধিক লোকাল ট্রেন

আহত এক কৃষক জানিয়েছেন, "আমরা গত 2 মাস ধরে বর্তমান দর অনুযায়ী জমি অধিগ্রহণের জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করছি ৷ কিন্তু ওই কোম্পানি পুরনো হারে ক্ষতিপূরণ দিয়ে জোরপূর্বক জমি অধিগ্রহণ করছে । আমাদের আন্দোলন দমন করতে পুলিশ আমাদের মারধর করছে । এমনকি বাড়িতে ঢুকে শিশুদের উপরও লাঠি চালানো হয়েছে । আমাদের কী দোষ যে, পুলিশ আমাদের এত নির্মমভাবে পেটাল !"

বক্সার, 11 জানুয়ারি: পুলিশের বিরুদ্ধে বর্বরতার অভিযোগে কৃষক বিক্ষোভে (Farmers Protest Against Lathicharge) উত্তপ্ত হয়ে উঠল বিহার ৷ বক্সারের চৌসা ব্লকের বানারপুরে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিবাদের সরব হন কৃষকরা ৷ গতকাল রাত 12টায় ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনরত কৃষকদের বাড়িতে ঢুকে পুলিশ বর্বরোচিত ভাবে মারধর করে বলে অভিযোগ ।

সেই ঘটনার পর উত্তেজিত হয়ে ওঠে জেলার কৃষকেরা ৷ ক্ষুব্ধ হয়ে তাঁরা পুলিশের গাড়ি ও এসজেভিএন-এর গেটে আগুন ধরিয়ে দেন । পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় ৷ উত্তেজিত কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশও প্রায় 6 রাউন্ড গুলি ছোড়ে । গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী (Farmers create ruckus in Buxar)৷

কৃষকদের দাবি কী ?

কৃষকরা জানিয়েছেন যে, 2010-11 সালেরও আগে তাপবিদ্যুৎ কেন্দ্রের (Thermal Power Plant Land Dispute) জন্য চৌসায় তাঁদের জমি অধিগ্রহণ করেছিল এসজেভিএন । ওই সময় তাঁদের 2010-11 অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয় । এরপর 2022 সালে কোম্পানিটি কৃষকদের জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করলে কৃষকরা বর্তমান হার অনুযায়ী জমির ক্ষতিপূরণ দাবি করেন, যা দিতে রাজি হয়নি এই কোম্পানি । এর বিরুদ্ধে গত দুই মাস ধরে আন্দোলন করছেন কৃষকরা । এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে পুলিশ আন্দোলনরত কৃষকদের বাড়িতে ঢুকে নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ লাঠির ঘায়ে বেশকয়েকজন গুরুতর আহত হন ।

আরও পড়ুন: হকারদের অবরোধ ! গাংপুরে দীর্ঘক্ষণ আটকে রাজধানী, একাধিক লোকাল ট্রেন

আহত এক কৃষক জানিয়েছেন, "আমরা গত 2 মাস ধরে বর্তমান দর অনুযায়ী জমি অধিগ্রহণের জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করছি ৷ কিন্তু ওই কোম্পানি পুরনো হারে ক্ষতিপূরণ দিয়ে জোরপূর্বক জমি অধিগ্রহণ করছে । আমাদের আন্দোলন দমন করতে পুলিশ আমাদের মারধর করছে । এমনকি বাড়িতে ঢুকে শিশুদের উপরও লাঠি চালানো হয়েছে । আমাদের কী দোষ যে, পুলিশ আমাদের এত নির্মমভাবে পেটাল !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.