ETV Bharat / bharat

আন্দোলনের চার মাস পূর্তিতে ভারত বনধ কৃষকদের, ব্যাহত রেল পরিষেবা - ভারত বনধ

আন্দোলনের চার মাস পূর্তি উপলক্ষে আজ ভারত বনধ পালন করছেন কৃষকরা ৷ দিল্লি সীমানায় তাঁদের আন্দোলন শুরু হয়েছিল 26 নভেম্বর ৷ বনধের জেরে আজ ব্যাহত হয়েছে রেল পরিষেবা ৷

Farmers Bharat Bandh begins; rail, road transport likely to be affected
আন্দোলনের চার মাস পূর্তিতে ভারত বনধ কৃষকদের, ব্যাহত রেল পরিষেবা
author img

By

Published : Mar 26, 2021, 10:31 AM IST

নয়াদিল্লি, 26 মার্চ: নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমানায় কৃষকদের আন্দোলনের চার মাস পূর্ণ হল । সেই উপলক্ষে আজ ভারত বনধ পালন করছেন কৃষকরা ৷ রেল ও সড়ক অবরোধে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা ৷ বিক্ষোভের জেরে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ৷ দেরিতে চলছে আরও কয়েকটি ট্রেন ৷

সকাল 6টা থেকে শুরু হয়েছে বনধ, চলবে সন্ধে 6টা পর্যন্ত ৷ আজ সকালে আন্দোলনের তিন উপকেন্দ্রের একটি স্থল গাজ়িপুর সীমানায় জাতীয় সড়ক 9 অবরোধ করেন আন্দোলনরত কৃষকরা ৷ পঞ্জাব ও হরিয়ানার 32টি জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা ৷ বিক্ষোভের জেরে আম্বালা ও ফিরোজ়পুর ডিভিশনে রেল চলাচল ব্যাহত হয়েছে ৷ 31 টি ট্রেন দেরিতে চলছে ৷ বাতিল করা হয়েছে 4টি শতাব্দী এক্সপ্রেস ৷

সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, রাজধানীতেই বনধ পালিত হচ্ছে ৷ তবে কৃষকদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন মোর্চার নেতা দর্শন পাল ৷ কোনওভাবেই আন্দোলন যেন হিংসার রূপ ধারণ না-করে, সেই নিয়ে সতর্ক করেছেন তিনি ৷ তিনি জানান, সবজি ও দুধের সরবরাহ বন্ধ করে দিয়েছেন বিক্ষোভরত কৃষকরা ৷ বিক্ষোভকারীদের আটকাতে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে রেখেছে ৷

আরও পড়ুন: কৃষি আইন কি মোদির বন্ধুদের স্বার্থে, প্রশ্ন প্রিয়াঙ্কার

যদিও কনৎেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে জানানো হয়েছে, এই দিন তারা সব দোকানপাট খোলা রাখবে ৷ তারা বনধে অংশ নিচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ৷

গত বছর 26 নভেম্বর সিংঘু, গাজ়িপুর ও টিকরি সীমানায় কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা ৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই প্রসঙ্গে দফায় দফায় আলোচনায় বসা হলেও তা থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি ৷

নয়াদিল্লি, 26 মার্চ: নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমানায় কৃষকদের আন্দোলনের চার মাস পূর্ণ হল । সেই উপলক্ষে আজ ভারত বনধ পালন করছেন কৃষকরা ৷ রেল ও সড়ক অবরোধে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা ৷ বিক্ষোভের জেরে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ৷ দেরিতে চলছে আরও কয়েকটি ট্রেন ৷

সকাল 6টা থেকে শুরু হয়েছে বনধ, চলবে সন্ধে 6টা পর্যন্ত ৷ আজ সকালে আন্দোলনের তিন উপকেন্দ্রের একটি স্থল গাজ়িপুর সীমানায় জাতীয় সড়ক 9 অবরোধ করেন আন্দোলনরত কৃষকরা ৷ পঞ্জাব ও হরিয়ানার 32টি জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা ৷ বিক্ষোভের জেরে আম্বালা ও ফিরোজ়পুর ডিভিশনে রেল চলাচল ব্যাহত হয়েছে ৷ 31 টি ট্রেন দেরিতে চলছে ৷ বাতিল করা হয়েছে 4টি শতাব্দী এক্সপ্রেস ৷

সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, রাজধানীতেই বনধ পালিত হচ্ছে ৷ তবে কৃষকদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন মোর্চার নেতা দর্শন পাল ৷ কোনওভাবেই আন্দোলন যেন হিংসার রূপ ধারণ না-করে, সেই নিয়ে সতর্ক করেছেন তিনি ৷ তিনি জানান, সবজি ও দুধের সরবরাহ বন্ধ করে দিয়েছেন বিক্ষোভরত কৃষকরা ৷ বিক্ষোভকারীদের আটকাতে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে রেখেছে ৷

আরও পড়ুন: কৃষি আইন কি মোদির বন্ধুদের স্বার্থে, প্রশ্ন প্রিয়াঙ্কার

যদিও কনৎেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে জানানো হয়েছে, এই দিন তারা সব দোকানপাট খোলা রাখবে ৷ তারা বনধে অংশ নিচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ৷

গত বছর 26 নভেম্বর সিংঘু, গাজ়িপুর ও টিকরি সীমানায় কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা ৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই প্রসঙ্গে দফায় দফায় আলোচনায় বসা হলেও তা থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.