ETV Bharat / bharat

Wrestlers protest: কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এবার সরকারকে চূড়ান্ত সময়সীমা খাপ পঞ্চায়েত ও কৃষক নেতাদের - দিল্লিতে কুস্তিগীরদের ধরনা

দিল্লিতে ভারতীয় কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে এবার এগিয়ে এল একাধিক কৃষক সংগঠন ও খাপ পঞ্চায়েত ৷ রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে 21 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 7, 2023, 10:36 PM IST

Updated : May 7, 2023, 10:53 PM IST

নয়াদিল্লি, 7 মে: নতুন মোড় নিল দিল্লির যন্তর-মন্তরে ভারতীয় কুস্তিগীরদের চলমান আন্দোলন ৷ সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে তাঁর গ্রেফতারির দাবিতে ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের আন্দোলনের পাশে এসে দাঁড়ালেন খাপ পঞ্চায়েত নেতৃত্ব এবং কৃষক নেতারা ৷ রবিবার আন্দোলনস্থলে গিয়ে সরাসরি প্রতিবাদরত কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন এই নেতারা ৷ যা এই আন্দোলনে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে ৷

রবিবার খাপ পঞ্চায়েত নেতৃত্ব ও কৃষক নেতাদের 31 জনের একটি প্রতিনিধি দল দিল্লির যন্তরে-মন্তরে যায় ৷ সেখানে গিয়ে মঞ্চে উঠে কুস্তি ফেডারেশনের প্রধানের গ্রেফতারির দাবি জানিয়ে এসেছেন এই প্রতিনিধি দলের সদস্যরা ৷ একইসঙ্গে তাঁদের হুঁশিয়ারি, 21 মে-র মধ্যে ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করা না-হলে তাঁরা বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন ৷ আন্দোলনকারীদের তরফে ভিনেশ ফোগত এদিন দাবি করেছেন, তাঁদের আন্দোলন কৃষক নেতারা হাইজ্যাক করে নেননি ৷ যদিও এদিন এই আন্দোলনকারীদের মঞ্চ থেকে ভাষণ দিয়েছেন ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত, খাপ মহম 24 সংগঠনের নেতা মেহের সিং ও সংযুক্ত কিষাণ মোর্চার বলদেব সিং শীর্ষা ৷

উল্লেখ্য, কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে 2 বছর আগে দিল্লির উপকণ্ঠে যে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল তার অন্যতম মুখ ছিলেন রাকেশ টিকায়েত ৷ সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানারেই সেই আন্দোলন সংগঠিত হয় ৷ 13 মাসের দীর্ঘ সেই কৃষক আন্দোলনের চাপে নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷ তাঁরা যে কুস্তিগীরদের এই আন্দোলনে তাঁদের পাশে রয়েছেন এদিন তা স্পষ্ট করে দিয়েছেন টিকায়েত ৷ রবিবার তিনি বলেন, "খাপ পঞ্চায়েত ও সংযুক্ত কিষাণ মোর্চার বহু নেতা এদিন এখানে এসেছেন ৷ আমরা ঠিক করেছি প্রতিটি খাপ পঞ্চায়েত থেকে সদস্যরা একদিন করে এখানে এসে এই প্রতিবাদে যোগ দেবেন ৷ সারাদিন এখানে থেকে সন্ধেবেলায় তাঁরা ফিরে যাবেন ৷" কুস্তিগীরদের বিভিন্ন সংগঠন এই আন্দোলনের পাশে রয়েছে বলে তিনি জানান ৷ টিকায়েত আরও জানিয়েছেন, 21 মে তাঁদের পরবর্তী বৈঠক রয়েছে, তার মধ্যে যদি সরকার কোনও পদক্ষেপ না-করে তাহলে ওই বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

কৃষক ও খাপ পঞ্চায়েতের নেতারা জানিয়েছেন, কুস্তিগীররা কোনও সমস্যার মুখে পড়লে গোটা দেশ তাঁদের পাশে এসে দাঁড়াবে ৷ এদিন যন্তর মন্তরের ওই ধরনাস্থলে ব়্যাফ ও প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ খাপ পঞ্চায়েতের নেতৃত্বের তরফে এদিন কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকার যেন তাদের ধৈর্যের পরীক্ষা না-নেয় ৷ ব্রিজভূষণ শরণ সিং গ্রেফতার না-হলে বড় আন্দোলন গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন তাঁরা ৷ সরকার ব্যবস্থা না-নিলে তাঁরা পরবর্তীতে আরও বড় সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রতিবাদরত কুস্তিগীররাও ৷

আরও পড়ুন: দিল্লিতে 'দ্য কেরালা স্টোরি' করমুক্ত করার দাবিতে কেজরিকে চিঠি বিজেপি নেতার

নয়াদিল্লি, 7 মে: নতুন মোড় নিল দিল্লির যন্তর-মন্তরে ভারতীয় কুস্তিগীরদের চলমান আন্দোলন ৷ সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে তাঁর গ্রেফতারির দাবিতে ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের আন্দোলনের পাশে এসে দাঁড়ালেন খাপ পঞ্চায়েত নেতৃত্ব এবং কৃষক নেতারা ৷ রবিবার আন্দোলনস্থলে গিয়ে সরাসরি প্রতিবাদরত কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন এই নেতারা ৷ যা এই আন্দোলনে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে ৷

রবিবার খাপ পঞ্চায়েত নেতৃত্ব ও কৃষক নেতাদের 31 জনের একটি প্রতিনিধি দল দিল্লির যন্তরে-মন্তরে যায় ৷ সেখানে গিয়ে মঞ্চে উঠে কুস্তি ফেডারেশনের প্রধানের গ্রেফতারির দাবি জানিয়ে এসেছেন এই প্রতিনিধি দলের সদস্যরা ৷ একইসঙ্গে তাঁদের হুঁশিয়ারি, 21 মে-র মধ্যে ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করা না-হলে তাঁরা বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন ৷ আন্দোলনকারীদের তরফে ভিনেশ ফোগত এদিন দাবি করেছেন, তাঁদের আন্দোলন কৃষক নেতারা হাইজ্যাক করে নেননি ৷ যদিও এদিন এই আন্দোলনকারীদের মঞ্চ থেকে ভাষণ দিয়েছেন ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত, খাপ মহম 24 সংগঠনের নেতা মেহের সিং ও সংযুক্ত কিষাণ মোর্চার বলদেব সিং শীর্ষা ৷

উল্লেখ্য, কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে 2 বছর আগে দিল্লির উপকণ্ঠে যে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল তার অন্যতম মুখ ছিলেন রাকেশ টিকায়েত ৷ সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানারেই সেই আন্দোলন সংগঠিত হয় ৷ 13 মাসের দীর্ঘ সেই কৃষক আন্দোলনের চাপে নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷ তাঁরা যে কুস্তিগীরদের এই আন্দোলনে তাঁদের পাশে রয়েছেন এদিন তা স্পষ্ট করে দিয়েছেন টিকায়েত ৷ রবিবার তিনি বলেন, "খাপ পঞ্চায়েত ও সংযুক্ত কিষাণ মোর্চার বহু নেতা এদিন এখানে এসেছেন ৷ আমরা ঠিক করেছি প্রতিটি খাপ পঞ্চায়েত থেকে সদস্যরা একদিন করে এখানে এসে এই প্রতিবাদে যোগ দেবেন ৷ সারাদিন এখানে থেকে সন্ধেবেলায় তাঁরা ফিরে যাবেন ৷" কুস্তিগীরদের বিভিন্ন সংগঠন এই আন্দোলনের পাশে রয়েছে বলে তিনি জানান ৷ টিকায়েত আরও জানিয়েছেন, 21 মে তাঁদের পরবর্তী বৈঠক রয়েছে, তার মধ্যে যদি সরকার কোনও পদক্ষেপ না-করে তাহলে ওই বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

কৃষক ও খাপ পঞ্চায়েতের নেতারা জানিয়েছেন, কুস্তিগীররা কোনও সমস্যার মুখে পড়লে গোটা দেশ তাঁদের পাশে এসে দাঁড়াবে ৷ এদিন যন্তর মন্তরের ওই ধরনাস্থলে ব়্যাফ ও প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ খাপ পঞ্চায়েতের নেতৃত্বের তরফে এদিন কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকার যেন তাদের ধৈর্যের পরীক্ষা না-নেয় ৷ ব্রিজভূষণ শরণ সিং গ্রেফতার না-হলে বড় আন্দোলন গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন তাঁরা ৷ সরকার ব্যবস্থা না-নিলে তাঁরা পরবর্তীতে আরও বড় সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রতিবাদরত কুস্তিগীররাও ৷

আরও পড়ুন: দিল্লিতে 'দ্য কেরালা স্টোরি' করমুক্ত করার দাবিতে কেজরিকে চিঠি বিজেপি নেতার

Last Updated : May 7, 2023, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.