দিল্লি, 27 ডিসেম্বর : কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে নতুন করে কৃষি আইন নিয়ে সরকার পক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিল সিঙ্ঘু সীমান্ত আন্দোলনরত কৃষকরা ৷ মঙ্গলবার (29 ডিসেম্বর) বৈঠকের প্রস্তাব দিল তারা ৷ তবে, নতুন কৃষি আইন বাতিল ও এমএসপি-র দাবি থেকে তারা সরছে না, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷
সংযুক্ত কিষাণ মোর্চার (এসকেএম) বৈঠকে সরকারের সঙ্গে আরেক দফা বৈঠকের সিদ্ধান্ত হয় ৷ কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে মোট 40টি কৃষক সংগঠন মিলে গড়া হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) ৷ যারা গত এক মাস ধরে দিল্লির সীমান্তের বিভিন্ন জায়গায় একটানা আন্দোলন চালাচ্ছে ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকদের উদ্দেশে ভাষণে বলেন, সরকার যে কোনও বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান চায় ৷ এমনকী সরকারের ঘোর সমালোচকের সঙ্গেও কথা বলতে রাজি আছে সরকার ৷ যদি কৃষি আইন নিয়ে তথ্যভিত্তিক ও যুক্তিসংগত কথা বলতে চায় কেউ ৷ কিন্তু বিরোধীরা কেন্দ্র-কৃষক আলোচনা ভেস্তে দিতে চাইছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী ৷ উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও আন্দোলনরত কৃষকদের উদ্দেশে বার্তা দেন, আলোচনায় সমাস্যার সমাধান করুন ৷
আরও পড়ুন: কৃষক নেতা রাকেশ টিকাইতকে খুনের হুমকি দিয়ে ফোন, মঙ্গলবার কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক কেন্দ্রের
কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগরওয়াল জানিয়েছেন, "আগামী 29 ডিসেম্বরে সকাল 11টা নাগাদ কৃষক-কেন্দ্র বৈঠক হবে ৷ যেখানে উভয়পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ৷"
আরও পড়ুন: ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের, সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে কৃষক সংগঠনগুলি
ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেন, "বল এখন আমাদের কোর্টে, যখন কেন্দ্র আমাদের কাছে 29 ডিসেম্বরের আলোচনার প্রস্তাব পাঠিয়েছে ৷"
এদিকে আগামী 30 ডিসেম্বরে কুন্ডলি-মানেসর-পালওয়াল হাইওয়েতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে একটি কৃষক সংগঠন ৷ কৃষক নেতা দর্শন পাল বলেন, দিল্লি-সহ ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ আসুন ৷ কৃষক আন্দোলনে অংশগ্রহণ করে নতুন বছর উদযাপন করুন ৷