ETV Bharat / bharat

Horrific Incident in Gujarat: সুদিনের আশায় শিশু কন্যাকে 'বলিদান' পরিবারের - Family sacrifices minor daughter in Gujarat

জেলার পুলিশসুপার মনোহরসিন জাদেজা জানিয়েছেন, গ্রামবাসীদের দাবি ওই শিশুর মৃত্যুর নেপথ্যে পরিবারের ভূমিকা থাকতে পারে । এরপরই পুলিশ চিতাভষ্ম থেকে নমুনা সংগ্রহের কাজ করেছে (Family allegedly sacrificed daughter for growth )।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 13, 2022, 11:35 AM IST

Updated : Oct 13, 2022, 12:38 PM IST

সুদিনের আশায় শিশুকন্যাকে 'বলিদান' দিল পরিবার ! গুজরাটের গির সোমনাথ জেলার একটি গ্রামে এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে অভিযোগ (Family allegedly sacrificed daughter for growth)। ধারাগির মানে সেই গ্রামের বাসিন্দারাই পুলিশকে খবর দেন । এরপর ফরেনসিক বিশেষরজ্ঞরা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহের কাজ করেন । স্থানীয়দের থেকে পুলিশ জানতে পেরেছে নবরাত্রির সময় অষ্টমীর দিন ওই পরিবার তাদের কন্যা সন্তানকে হত্যা করেছে । পরে তার শেষকৃত্যও করা হয়েছে এই অভিযোগ কতটা সত্য তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

জেলার পুলিশসুপার মনোহরসিন জাদেজা জানিয়েছেন, গ্রামবাসীদের দাবি ওই শিশুর মৃত্যুর নেপথ্যে পরিবারের ভূমিকা থাকতে পারে । এরপরই পুলিশ চিতাভষ্ম থেকে নমুনা সংগ্রহের কাজ করেছে । পাশাপাশি মেয়েটির বাবা বারবার নিজের বয়ান বদল করছেন । আরও কয়েকটি রিপোর্ট পেলে তদন্তের কাজ ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: শাপমোচন ! 10 বছরের বয়সের অভিযোগ, 53 বছরে মিলল আইনি মুক্তি

জানা গিয়েছে ওই মেয়েটি 6 মাস আগে পর্যন্ত সুরাতে পড়াশুনো করত । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাকে স্কুল থেকে ছাড়িয়ে গ্রামে নিয়ে আসা হয় । এরপরই অক্টোবর মাসের শুরুতে এই ভয়াবহ ঘটনা ঘটে বলে অভিযোগ । একটি সূত্র পুলিশকে জানিয়েছে হত্যার পর চারদিন নাকি মেয়েটির দেহ আগলে বসেছিল পরিবার । তাদের আশা ছিল তার দেহে আবারও প্রাণের সঞ্চার হবে । শেষমেশ এই ধরনের কিছু না হওয়ায় গোপনে শেষকৃত্য করে পরিবার । সম্পূর্ণ বিষয়টিী খতিয়ে দেখছে পুলিশ

সুদিনের আশায় শিশুকন্যাকে 'বলিদান' দিল পরিবার ! গুজরাটের গির সোমনাথ জেলার একটি গ্রামে এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে অভিযোগ (Family allegedly sacrificed daughter for growth)। ধারাগির মানে সেই গ্রামের বাসিন্দারাই পুলিশকে খবর দেন । এরপর ফরেনসিক বিশেষরজ্ঞরা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহের কাজ করেন । স্থানীয়দের থেকে পুলিশ জানতে পেরেছে নবরাত্রির সময় অষ্টমীর দিন ওই পরিবার তাদের কন্যা সন্তানকে হত্যা করেছে । পরে তার শেষকৃত্যও করা হয়েছে এই অভিযোগ কতটা সত্য তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

জেলার পুলিশসুপার মনোহরসিন জাদেজা জানিয়েছেন, গ্রামবাসীদের দাবি ওই শিশুর মৃত্যুর নেপথ্যে পরিবারের ভূমিকা থাকতে পারে । এরপরই পুলিশ চিতাভষ্ম থেকে নমুনা সংগ্রহের কাজ করেছে । পাশাপাশি মেয়েটির বাবা বারবার নিজের বয়ান বদল করছেন । আরও কয়েকটি রিপোর্ট পেলে তদন্তের কাজ ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: শাপমোচন ! 10 বছরের বয়সের অভিযোগ, 53 বছরে মিলল আইনি মুক্তি

জানা গিয়েছে ওই মেয়েটি 6 মাস আগে পর্যন্ত সুরাতে পড়াশুনো করত । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাকে স্কুল থেকে ছাড়িয়ে গ্রামে নিয়ে আসা হয় । এরপরই অক্টোবর মাসের শুরুতে এই ভয়াবহ ঘটনা ঘটে বলে অভিযোগ । একটি সূত্র পুলিশকে জানিয়েছে হত্যার পর চারদিন নাকি মেয়েটির দেহ আগলে বসেছিল পরিবার । তাদের আশা ছিল তার দেহে আবারও প্রাণের সঞ্চার হবে । শেষমেশ এই ধরনের কিছু না হওয়ায় গোপনে শেষকৃত্য করে পরিবার । সম্পূর্ণ বিষয়টিী খতিয়ে দেখছে পুলিশ

Last Updated : Oct 13, 2022, 12:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.