ETV Bharat / bharat

Rajiv Gandhi Birthday: 79তম জন্মবার্ষিকীতে রাজীব স্মরণ মোদির, শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার - রাজীব গান্ধির জন্মদিন

Tribute To Rajiv Gandhi On His 79th Birth Anniversary: 79তম জন্মবার্ষিকীতে রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের অন্যান্য নেতারা ৷

Rajiv Gandhi Birthday
রাজীব গান্ধিকে 79তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন
author img

By

Published : Aug 20, 2023, 11:26 AM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 79 তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ ছাড়াও সোনিয়া গান্ধি-সহ রাজীব গান্ধির গোটা পরিবার ও কংগ্রেসের নেতারা প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকালে টুইটে রাজীব গান্ধির উদ্দেশে শ্রদ্ধা জানান ৷ প্রধানমন্ত্রী লেখেন, "জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধিকে আমার শ্রদ্ধাঞ্জলি ।"

  • On his birth anniversary, my tributes to former PM Shri Rajiv Gandhi Ji.

    — Narendra Modi (@narendramodi) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি নয়াদিল্লির 'বীরভূমি'-তে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ।

  • देश के पूर्व प्रधानमंत्री स्व. श्री राजीव गांधी जी की जयंती पर श्रीमती सोनिया गांधी जी ने वीरभूमि पहुंचकर उन्हें श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/yyHDF7Ju7A

    — Congress (@INCIndia) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ও তাঁর স্বামী রবার্ট বঢরাও ৷

  • देश के पूर्व प्रधानमंत्री स्व. श्री राजीव गांधी जी की जयंती पर @priyankagandhi जी ने वीरभूमि जाकर उन्हें भावभीनी श्रद्धांजलि अर्पित की।

    आज पूरा देश आधुनिक भारत के प्रणेता को याद कर रहा है। pic.twitter.com/A36LbZeV0l

    — Congress (@INCIndia) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ দলের নেতা ও কর্মীরাও আজ বীরভূমির বাইরে রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানিয়েছেন ।

  • आज पूर्व प्रधानमंत्री स्व. श्री राजीव गांधी जी की जयंती है। कांग्रेस अध्यक्ष श्री @kharge ने वीरभूमि पहुंचकर उन्हें श्रद्धांजलि दी।

    आधुनिक भारत के निर्माण में राजीव गांधी जी का योगदान हमेशा याद किया जाएगा। pic.twitter.com/DEBD8NWYVk

    — Congress (@INCIndia) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লাদাখ সফরে বাইকার বেশে রাহুল, স্মরণ করলেন বাবাকে

চারদিনের লাদাখ সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তিনি সেখান থেকেই তাঁর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে স্মরণ করেন । সেখানে বাবার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ৷ একটি ভিডিয়ো পোস্ট করে তিনি টুইটে লেখেন, "পাপা, ভারতের জন্য তুমি যে স্বপ্নগুলি দেখেছিলে, তা এই অমূল্য স্মৃতিতে দেখানো হয়েছে । তোমার দেখানো পথই আমার পথ - প্রতিটি ভারতীয়ের সংগ্রাম এবং স্বপ্ন বোঝা, মাদার ইন্ডিয়ার কণ্ঠস্বর শোনা ৷"

  • पापा, आपकी आंखों में भारत के लिए जो सपने थे, इन अनमोल यादों से छलकते हैं।

    आपके निशान मेरा रास्ता हैं - हर हिंदुस्तानी के संघर्षों और सपनों को समझ रहा हूं, भारत मां की आवाज़ सुन रहा हूं। pic.twitter.com/VqkbxoPP7l

    — Rahul Gandhi (@RahulGandhi) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 79তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্যাংগং লেকের তীরে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় । রাহুল গান্ধি 20 অগস্ট তাঁর বাবার জন্মদিন উদযাপন করতে গতকাল লাদাখের প্যাংগং লেকে বাইকে চড়েন ।

  • पूर्व प्रधानमंत्री स्व. श्री राजीव गांधी जी की जयंती पर लद्दाख के पैंगोंग त्सो झील के तट पर प्रार्थना सभा आयोजित की गई। यहां @RahulGandhi जी ने उन्हें भावपूर्ण श्रद्धांजलि अर्पित की।

    📍 मान, पैंगोंग त्सो, लद्दाख pic.twitter.com/JblthupaDk

    — Congress (@INCIndia) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজীব গান্ধি তাঁর মা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার পর 1984 সালে কংগ্রেসের দায়িত্ব নেন । তিনি 40 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ 1984 সালের অক্টোবরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন । 1989 সালের 2 ডিসেম্বর পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।

রাজীব গান্ধি 1991 সালের 21 মে তাঁর প্রয়াণ ঘটে ৷ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী সমাবেশে এলটিটিই আত্মঘাতী বোমা হামলাকারীর হাতে তাঁর জীবনাবসান হয় ৷

নয়াদিল্লি, 20 অগস্ট: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 79 তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ ছাড়াও সোনিয়া গান্ধি-সহ রাজীব গান্ধির গোটা পরিবার ও কংগ্রেসের নেতারা প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকালে টুইটে রাজীব গান্ধির উদ্দেশে শ্রদ্ধা জানান ৷ প্রধানমন্ত্রী লেখেন, "জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধিকে আমার শ্রদ্ধাঞ্জলি ।"

  • On his birth anniversary, my tributes to former PM Shri Rajiv Gandhi Ji.

    — Narendra Modi (@narendramodi) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি নয়াদিল্লির 'বীরভূমি'-তে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ।

  • देश के पूर्व प्रधानमंत्री स्व. श्री राजीव गांधी जी की जयंती पर श्रीमती सोनिया गांधी जी ने वीरभूमि पहुंचकर उन्हें श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/yyHDF7Ju7A

    — Congress (@INCIndia) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ও তাঁর স্বামী রবার্ট বঢরাও ৷

  • देश के पूर्व प्रधानमंत्री स्व. श्री राजीव गांधी जी की जयंती पर @priyankagandhi जी ने वीरभूमि जाकर उन्हें भावभीनी श्रद्धांजलि अर्पित की।

    आज पूरा देश आधुनिक भारत के प्रणेता को याद कर रहा है। pic.twitter.com/A36LbZeV0l

    — Congress (@INCIndia) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ দলের নেতা ও কর্মীরাও আজ বীরভূমির বাইরে রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানিয়েছেন ।

  • आज पूर्व प्रधानमंत्री स्व. श्री राजीव गांधी जी की जयंती है। कांग्रेस अध्यक्ष श्री @kharge ने वीरभूमि पहुंचकर उन्हें श्रद्धांजलि दी।

    आधुनिक भारत के निर्माण में राजीव गांधी जी का योगदान हमेशा याद किया जाएगा। pic.twitter.com/DEBD8NWYVk

    — Congress (@INCIndia) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লাদাখ সফরে বাইকার বেশে রাহুল, স্মরণ করলেন বাবাকে

চারদিনের লাদাখ সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তিনি সেখান থেকেই তাঁর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে স্মরণ করেন । সেখানে বাবার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ৷ একটি ভিডিয়ো পোস্ট করে তিনি টুইটে লেখেন, "পাপা, ভারতের জন্য তুমি যে স্বপ্নগুলি দেখেছিলে, তা এই অমূল্য স্মৃতিতে দেখানো হয়েছে । তোমার দেখানো পথই আমার পথ - প্রতিটি ভারতীয়ের সংগ্রাম এবং স্বপ্ন বোঝা, মাদার ইন্ডিয়ার কণ্ঠস্বর শোনা ৷"

  • पापा, आपकी आंखों में भारत के लिए जो सपने थे, इन अनमोल यादों से छलकते हैं।

    आपके निशान मेरा रास्ता हैं - हर हिंदुस्तानी के संघर्षों और सपनों को समझ रहा हूं, भारत मां की आवाज़ सुन रहा हूं। pic.twitter.com/VqkbxoPP7l

    — Rahul Gandhi (@RahulGandhi) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 79তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্যাংগং লেকের তীরে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় । রাহুল গান্ধি 20 অগস্ট তাঁর বাবার জন্মদিন উদযাপন করতে গতকাল লাদাখের প্যাংগং লেকে বাইকে চড়েন ।

  • पूर्व प्रधानमंत्री स्व. श्री राजीव गांधी जी की जयंती पर लद्दाख के पैंगोंग त्सो झील के तट पर प्रार्थना सभा आयोजित की गई। यहां @RahulGandhi जी ने उन्हें भावपूर्ण श्रद्धांजलि अर्पित की।

    📍 मान, पैंगोंग त्सो, लद्दाख pic.twitter.com/JblthupaDk

    — Congress (@INCIndia) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজীব গান্ধি তাঁর মা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার পর 1984 সালে কংগ্রেসের দায়িত্ব নেন । তিনি 40 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ 1984 সালের অক্টোবরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন । 1989 সালের 2 ডিসেম্বর পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।

রাজীব গান্ধি 1991 সালের 21 মে তাঁর প্রয়াণ ঘটে ৷ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী সমাবেশে এলটিটিই আত্মঘাতী বোমা হামলাকারীর হাতে তাঁর জীবনাবসান হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.