ETV Bharat / bharat

INS Ranvir Explosion : আইএনএস রণবীরে বিস্ফোরণ, মৃত 3 নৌসেনা

মুম্বইয়ের নেভি ডকইয়ার্ডে আইএনএস রণবীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ (Explosion in INS Ranvir) ৷ মৃত্যু হয়েছে 3 নৌসেনার ৷ জখম হয়েছেন 11 জন ৷

3 sailors dead in INS Ranvir blast
আইএনএস রণবীরে বিস্ফোরণ
author img

By

Published : Jan 18, 2022, 9:56 PM IST

মুম্বই, 18 জানুয়ারি : মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে আইএনএস রণবীরে বিস্ফোরণ (Explosion in INS Ranvir) ৷ দুর্ঘটনায় তিনজন নৌসেনার মৃত্যু হয়েছে ৷ আরও 11 জন জখম হয়েছেন ৷ তাঁদের স্থানীয় নৌসেনা হাসপাতালে চিকিৎসা চলছে ৷

নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ৷ আইএনএস রণবীরের ভিতরের একটি কামরায় বিস্ফোরণটি ঘটে ৷ তাতে 3 জন নৌসেনা প্রাণ হারিয়েছেন ৷ জখম হয়েছেন আরও 11 জন নাবিক ৷ তাঁরা স্থানীয় নৌসেনা হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জাহাজের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । বড় ধরনের কোনও ক্ষতি ঘটেনি ৷

ইস্টার্ন নেভাল কম্যান্ড আইএনএস রণবীরকে ক্রস কোস্ট অপারেশনে মোতায়েন করেছিল ৷ শীঘ্রই তার বন্দরে ফিরে আসার কথা ছিল । এদিনের এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ড গঠিত হয়েছে ৷

  • In an unfortunate incident today at Naval Dockyard Mumbai, 3 naval personnel lost their lives in an explosion in an internal compartment onboard INS Ranvir. Responding immediately, the ship's crew brought the situation under control. There is no major material damage. pic.twitter.com/c9wJUieCCj

    — ANI (@ANI) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Most wanted Salim Gazi dies : করাচিতে মারা গেল মুম্বই বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সেলিম গাজি

মুম্বই, 18 জানুয়ারি : মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে আইএনএস রণবীরে বিস্ফোরণ (Explosion in INS Ranvir) ৷ দুর্ঘটনায় তিনজন নৌসেনার মৃত্যু হয়েছে ৷ আরও 11 জন জখম হয়েছেন ৷ তাঁদের স্থানীয় নৌসেনা হাসপাতালে চিকিৎসা চলছে ৷

নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ৷ আইএনএস রণবীরের ভিতরের একটি কামরায় বিস্ফোরণটি ঘটে ৷ তাতে 3 জন নৌসেনা প্রাণ হারিয়েছেন ৷ জখম হয়েছেন আরও 11 জন নাবিক ৷ তাঁরা স্থানীয় নৌসেনা হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জাহাজের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । বড় ধরনের কোনও ক্ষতি ঘটেনি ৷

ইস্টার্ন নেভাল কম্যান্ড আইএনএস রণবীরকে ক্রস কোস্ট অপারেশনে মোতায়েন করেছিল ৷ শীঘ্রই তার বন্দরে ফিরে আসার কথা ছিল । এদিনের এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ড গঠিত হয়েছে ৷

  • In an unfortunate incident today at Naval Dockyard Mumbai, 3 naval personnel lost their lives in an explosion in an internal compartment onboard INS Ranvir. Responding immediately, the ship's crew brought the situation under control. There is no major material damage. pic.twitter.com/c9wJUieCCj

    — ANI (@ANI) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Most wanted Salim Gazi dies : করাচিতে মারা গেল মুম্বই বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সেলিম গাজি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.