ETV Bharat / bharat

কোভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের রিপোর্ট নিয়ে আজই বিশেষজ্ঞ কমিটির বৈঠক - Vaccine latest news

কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে কী তথ্য উঠে এল, সেই রিপোর্ট ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই কে জমা দিয়েছে ভারত বায়োটেক ৷ তার পরই এই বৈঠক হতে চলেছে ৷

expert panel meets today to discuss on covaxin phase 3 trial data
কোভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের রিপোর্ট নিয়ে আজই বিশেষজ্ঞ কমিটির বৈঠক
author img

By

Published : Jun 22, 2021, 3:47 PM IST

নয়াদিল্লি, 22 জুন : কোভ্যাকসিনের (Covaxin) তৃতীয় দফার ট্রায়াল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই (DCGI) এর কাছে জমা দিল ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ এই নিয়ে আজ, মঙ্গলবারই ডিসিজিআই-এর এসইসি বা সাবজেক্ট এক্সপার্ট কমিটির বৈঠকে বসার কথা ৷ তবে কোনও স্বীকৃত জার্নালে এই তথ্য পুরোপুরি প্রকাশিত হয়নি এখনও ৷

এদিকে বুধবার কোভ্যাকসিন আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে ৷ ওই বৈঠক হবে ভারত বায়োটেক এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার (World Health Organization) একটি কমিটির সঙ্গে ৷ যার নাম ইন্টারন্যাশনাল এমারজেন্সি ইউজ লিস্টিং বা ইইউএল (EUL) ৷ মূলত, ভ্যাকসিনকে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে কোভ্যাকসিনের ছাড়পত্রের জন্যই ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : 3 মাস পর দৈনিক সংক্রমণ 50 হাজারের নীচে, কমল মৃত্যুও

জানা গিয়েছে, যে বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে ভারত বায়োটেককে এই নিয়ে আবেদন করতে হবে ৷ সেটার জন্য কী কী নিয়ম আছে, সেটা আগে থেকে জেনে নিতেই এই বৈঠকের আয়োজন ৷

বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) থেকে এই ছাড়পত্র আদায় করতে পারলে ভারত বায়োটেক তাদের তৈরি কোভ্যাকসিন বিদেশে রফতানি করতে পারবে ৷ আবার ভারতে যাঁরা কোভ্যাকসিন নিয়েছেন, তাঁরা সহজে বিদেশে যেতে পারবেন ৷ কারণ, বিশ্বস্বাস্থ্য সংস্থা ছাড়পত্র দেয়নি বলে এখনও পর্যন্ত বিদেশের সরকারগুলি কোভ্যাকসিন আপত্তি বজায় রেখেছে ৷

আরও পড়ুন : করোনা নিয়ে কেন্দ্রকে সাহায্য করতে শ্বেতপত্র প্রকাশ কংগ্রেসের

গত মার্চে ভারত বায়োটেক কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালের প্রাথমিক তথ্য প্রকাশ করেছিল ৷ সেখানে দেখা গিয়েছিল যে ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া হয়ে গেলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোভ্যাকসিন 81 শতাংশ কাজ করে ৷ আর হাসপাতালে ভর্তির ঝুঁকিও 100 শতাংশ কমিয়ে দিতে পারে ৷

এদিকে কোভ্যাকসিনের আরও একটি ট্রায়াল ইতিমধ্যে শুরু হয়েছে ৷ এই ট্রায়াল চলছে 2 থেকে 18 বছর বয়সীদের উপর ৷ কারণ, করোনার (Covid-19) তৃতীয় দফার সংক্রমণে শিশুদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : দু'হাজারের নীচে নামল সংক্রমণ, কমল মৃত্যুও

নয়াদিল্লি, 22 জুন : কোভ্যাকসিনের (Covaxin) তৃতীয় দফার ট্রায়াল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই (DCGI) এর কাছে জমা দিল ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ এই নিয়ে আজ, মঙ্গলবারই ডিসিজিআই-এর এসইসি বা সাবজেক্ট এক্সপার্ট কমিটির বৈঠকে বসার কথা ৷ তবে কোনও স্বীকৃত জার্নালে এই তথ্য পুরোপুরি প্রকাশিত হয়নি এখনও ৷

এদিকে বুধবার কোভ্যাকসিন আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে ৷ ওই বৈঠক হবে ভারত বায়োটেক এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার (World Health Organization) একটি কমিটির সঙ্গে ৷ যার নাম ইন্টারন্যাশনাল এমারজেন্সি ইউজ লিস্টিং বা ইইউএল (EUL) ৷ মূলত, ভ্যাকসিনকে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে কোভ্যাকসিনের ছাড়পত্রের জন্যই ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : 3 মাস পর দৈনিক সংক্রমণ 50 হাজারের নীচে, কমল মৃত্যুও

জানা গিয়েছে, যে বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে ভারত বায়োটেককে এই নিয়ে আবেদন করতে হবে ৷ সেটার জন্য কী কী নিয়ম আছে, সেটা আগে থেকে জেনে নিতেই এই বৈঠকের আয়োজন ৷

বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) থেকে এই ছাড়পত্র আদায় করতে পারলে ভারত বায়োটেক তাদের তৈরি কোভ্যাকসিন বিদেশে রফতানি করতে পারবে ৷ আবার ভারতে যাঁরা কোভ্যাকসিন নিয়েছেন, তাঁরা সহজে বিদেশে যেতে পারবেন ৷ কারণ, বিশ্বস্বাস্থ্য সংস্থা ছাড়পত্র দেয়নি বলে এখনও পর্যন্ত বিদেশের সরকারগুলি কোভ্যাকসিন আপত্তি বজায় রেখেছে ৷

আরও পড়ুন : করোনা নিয়ে কেন্দ্রকে সাহায্য করতে শ্বেতপত্র প্রকাশ কংগ্রেসের

গত মার্চে ভারত বায়োটেক কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালের প্রাথমিক তথ্য প্রকাশ করেছিল ৷ সেখানে দেখা গিয়েছিল যে ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া হয়ে গেলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোভ্যাকসিন 81 শতাংশ কাজ করে ৷ আর হাসপাতালে ভর্তির ঝুঁকিও 100 শতাংশ কমিয়ে দিতে পারে ৷

এদিকে কোভ্যাকসিনের আরও একটি ট্রায়াল ইতিমধ্যে শুরু হয়েছে ৷ এই ট্রায়াল চলছে 2 থেকে 18 বছর বয়সীদের উপর ৷ কারণ, করোনার (Covid-19) তৃতীয় দফার সংক্রমণে শিশুদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : দু'হাজারের নীচে নামল সংক্রমণ, কমল মৃত্যুও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.