পাটনা, 3 ডিসেম্বর: পাটনায় আবাসান দফতরের সেন্ট্রাল ডিভিশনের এক ইঞ্জিনিয়ারকে 2 লক্ষ টাকা নগদ ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করল ভিজিল্যান্স ব্যুরো (Executive Engineer Arrests for Taking Bribe) ৷ পাশাপাশি, ওই ইঞ্জিনিয়ারের একটি ফ্ল্যাটে হানা দিয়ে দু’ব্যাগ ভর্তি নগদ টাকা উদ্ধার করেছে আধিকারিকরা ৷ মনে করা হচ্ছে, ওই ব্যাগে আনুমানিক 2 কোটি টাকা নগদ রয়েছে ৷ সেই সঙ্গে ওই ফ্ল্যাট থেকে আলাদাভাবে নগদ 20 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ভিজিল্যান্স ব্যুরো (Vigilance Bureau)-র আধিকারিকরা ৷ ধৃত ইঞ্জিনিয়ারের নাম সঞ্জিত কুমার ৷
সূত্রে খবর, ওই অভিযুক্ত ইঞ্জিনিয়ার নির্মাণ সংক্রান্ত কাগজপত্র পাস করিয়ে দিতে এক ঠিকাদারে থেকে 6 লক্ষ টাকা ঘুষ চান ৷ শেষে তা 2 লক্ষ টাকায় গিয়ে দাঁড়ায় ৷ জানা গিয়েছে, এর পরেই ভিজিল্যান্স বিভাগের আধিকারিকরা জালপাতে ৷ ঘুষ নেওয়ার সময় হাতেনাতে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে ভিজিল্যান্সের আধিকারিকরা ৷ তাঁকে গ্রেফতারের পর একটি আবাসনে হানা দেয় আধিকারিকরা ৷ সেখানে তল্লাশিতে নগদ 20 লক্ষ টাকা এবং 500 ও 2000 টাকার নোটে ভরা দু’টি ব্যাগ উদ্ধার হয় ৷ আজ সেই বিপুল পরিমাণ টাকা মেশিনে গোনা হবে ৷ অনুমান করা হচ্ছে, ওই দু’টি ব্যাগে প্রায় 2 কোটি বা তারও বেশি নগদ টাকা রয়েছে ৷
আরও পড়ুন: ঘুষ না দেওয়ায় মেলেনি বিদ্যুৎ পরিষেবা, বিক্ষোভ মুর্শিদাবাদে
এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা জানতে গ্রেফতার হওয়া ইঞ্জিনিয়ারকে জেরা শুরু করেছে ভিজিল্যান্সের আধিকারিকরা ৷ পাশাপাশি, সঞ্জিত কুমার নামে ওই ইঞ্জিনিয়ার আর কাদের থেকে ঘুষ নিয়েছেন, তাও জানার চেষ্টা চলছে ৷