নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: মাসখানেক আগে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) কর্তৃপক্ষ ঘোষণা করেছে বিদ্যুৎ সরবরাহ ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের ৷ এই বিষয়ে এবং ডিভিসি'র অন্যান্য পরিকল্পনা বিষয়ে ইটিভি ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানালেন সংস্থার চেয়ারম্যান রাম নরেশ সিং (DVC chairman Ram Naresh Singh) ৷ তিনি জানিয়েছেন সংস্থার কাজের পরিধি বাড়লে ও সম্প্রসারণ হলে আরও কর্মসংস্থানও তৈরি হবে (exclusive interview of DVC chairman) ৷
তবে ডিভিসি'র সদর দফতর ঝাড়খণ্ডে সরানোর বিষয়ে মুখ খুলতে চাননি তিনি ৷ চলতি বছরের 7 জুলাই 75তম প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে ডিভিসি'র ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং ৷ সেই কথা উল্লেখ করে ডিভিসি চেয়ারম্যন জানিয়েছেন, বেশকিছু ছোট প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার ফলে প্রশিক্ষিত কর্মী ও শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ৷
আরও পড়ুন: ভারতের সবথেকে লাভজনক সিমেন্ট উৎপাদক হতে প্রস্তুত আদানি গোষ্ঠী
শক্তিক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের আত্মনির্ভর হওয়া প্রসঙ্গে ডিভিসি চেয়ারম্যান বলেন, "বাংলার দুঃখ বলে পরিচিত দামোদর নদের ধ্বংসাত্মক প্রভাব নিয়ন্ত্রণ করতে ও বিদ্যুৎ উৎপাদন করতেই ডিভিসি তৈরি হয় ৷" জলবিদ্যুৎ উৎপাদনে বাংলা ঝাড়খণ্ডের থেকে এগিয়ে রয়েছে বলেও তিনি জানান ৷
ডিভিসি (Damodar Valley Corporation) সেচের জল নিয়ন্ত্রণ ছাড়াও বহু শিল্পক্ষেত্র ও পৌরসভা এলাকায় পানীয় জলের জোগান দেয় বলেও এদিন মনে করিয়ে দিয়েছেন ডিভিসি চেয়ারম্যান ৷ কর্মসংস্থান প্রসঙ্গে তাঁর মন্তব্য, "আগামিদিনে ডিভিসি'তে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ৷ আগামী বছর প্রচুর ইঞ্জিনিয়র ও ডিপ্লোমাধারীদের কাজের সুযোগ তৈরি হবে ৷"
এছাড়াও জমি অধিগ্রহণ ইস্যু, জলবিদ্যুৎ উৎপাদন, নতুন সম্ভাবনা, রাজ্যগুলির পাওনা বিষয়েও কথা বলেছেন তিনি ৷ রাজ্যকে প্রাধান্য দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "ডিভিসি পশ্চিমবঙ্গকেও সমান গুরুত্ব দেয় ৷ কোনও নির্দিষ্ট একটি রাজ্যকে বাড়তি গুরুত্ব দেওয়ার প্রশ্ন নেই ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে মিলে নতুন ভারত গঠনে যোগদান করছে ডিভিসি ৷" ডিভিসি'র ছাড়া জলে বাংলায় বন্যা হয় বলে অভিযোগ করে থাকে তৃণমূল সরকার ৷ এই প্রেক্ষিতে ডিভিসি চেয়ারম্যানের এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ ৷