ETV Bharat / bharat

Vinayak Damodar Savarkar বুলবুলির পিঠে চড়ে জেল থেকে বেরোতেন সাভারকর, কর্নাটকের পাঠ্যবইয়ের দাবি ঘিরে বিতর্ক

সম্প্রতি শিক্ষা বিভাগ অষ্টম শ্রেণির কন্নড় পাঠ্যপুস্তক (Kannada textbook for Class 8) থেকে একটি পাঠে বদল এনেছে । বিজয়মালার লেখা ব্লাড গ্রুপ পাঠ্যটির জায়গায় কেকে গাট্টির কালাভানু গেদ্দাভারুকে নিয়ে আসা হয়েছে । এই গল্পে লেখক আন্দামান সেলুলার জেলের বর্ণনা করেছেন, যেখানে বীর সাভারকরকে (Veer Savarkar) রাখা হয়েছিল । যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক (New Controversy Over vinayak Damodar Savarkar) ৷

Vinayak Damodar Savarkar
Vinayak Damodar Savarkar
author img

By

Published : Aug 29, 2022, 12:44 PM IST

Updated : Aug 29, 2022, 7:41 PM IST

বেঙ্গালুরু, 29 অগস্ট: কর্ণাটকে স্কুলের পাঠ্যপুস্তক নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক । পাঠ্যপুস্তক সংশোধন কমিটি (textbook revision committee) উচ্চ বিদ্যালয়ের পাঠ্যসূচিতে বিনায়ক দামোদর সাভারকরের (Vinayak Damodar Savarkar) উপর একটি অংশ যোগ করেছে । আর তার পরেই সোশাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে (Exaggeration of Veer Savarkar in school textbook) । বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, স্কুলের এই পাঠ্যপুস্তকে বীর সাভারকরের জীবনকে অতিরঞ্জীত করে দেখানো হয়েছে । এ বছরই রোহিত চক্রতীর্থ কমিটি ওই পাঠ্যপুস্তকটি সংশোধন করেছিল ।

সম্প্রতি শিক্ষা বিভাগ অষ্টম শ্রেণির কন্নড় পাঠ্যপুস্তকে একটি পাঠে বদল এনেছে । বিজয়মালার লেখা 'ব্লাড গ্রুপ' পাঠটির জায়গায় কেকে গাট্টির 'কালাভানু গেদ্দাভারু'-কে নিয়ে আসা হয়েছে । এই নতুন পাঠে লেখক আন্দামান সেলুলার জেলের বর্ণনা করেন । সেখানে দীর্ঘদিন বন্দি ছিলেন বীর সাভারকর।

অষ্টম শ্রেণির এই কন্নড় পাঠ্যপুস্তকে বলা হয়েছে, সাভারকর আন্দামান জেলে বন্দি থাকাকালীন একটি বুলবুল পাখির ডানায় বসতেন এবং বাড়ির উদ্দেশে পাড়ি দিতেন । এছাড়া নতুন পাঠ্যপুস্তক বলা হয়েছে, যেখানে সাভারকরকে বন্দি করা হয়েছিল সেখানে জেলখানার মধ্যে একটি ছিদ্রও ছিল না । কিন্তু বুলবুল পাখি আসত ঘরে আর সাভারকর তার ডানায় বসে প্রতিদিন বাড়ির দিকে উড়ে যেতেন ।

সোশ্যাল মিডিয়া এই নিয়ে চর্চা শুরু হয়েছে ৷ নেট নাগরিকদের অনেকেই মনে করেন এই ঘটনাগুলোকে অকারণে অতিরঞ্জিত করা হয়েছে । কংগ্রেসও সংশোধিত পাঠ্যপুস্তকে সাভারকারকে নিয়ে লেখা এই অংশটির বিরোধিতা করেছে । সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে বিজেপি । পক্ষান্তরে কংগ্রেসের দাবি , সাভারকর স্বাধীনতা সংগ্রামী নন । প্রসঙ্গত, সাভারকারের ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে সম্প্রতি কর্ণাটকে উত্তপ্ত হয়ে ওঠে ৷ তারপর আবারও নয়া বিতর্ক শুরু হল ।

অন্যদিকে, কর্ণাটকের তুমাকুরু বিশ্ববিদ্যালয় বীর সাভারকরের উপর গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সম্পূর্ণ প্রস্তুত । বিশ্ববিদ্যালয়ের একটি সভায় এই সিদ্ধান্তের অনুমোদনও করা হয়েছে এবং এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি চলছে ।

আরও পড়ুন: হিমাচল প্রদেশে গত পাঁচ বছরে বর্ষাকালে মৃত্যু 1553 জনের

মুখ্যমন্ত্রী বোমাই রবিবার বলেন, "তুমাকুরু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সাভারকর গবেষণা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে । তাই সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে তাদের ।"

বেঙ্গালুরু, 29 অগস্ট: কর্ণাটকে স্কুলের পাঠ্যপুস্তক নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক । পাঠ্যপুস্তক সংশোধন কমিটি (textbook revision committee) উচ্চ বিদ্যালয়ের পাঠ্যসূচিতে বিনায়ক দামোদর সাভারকরের (Vinayak Damodar Savarkar) উপর একটি অংশ যোগ করেছে । আর তার পরেই সোশাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে (Exaggeration of Veer Savarkar in school textbook) । বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, স্কুলের এই পাঠ্যপুস্তকে বীর সাভারকরের জীবনকে অতিরঞ্জীত করে দেখানো হয়েছে । এ বছরই রোহিত চক্রতীর্থ কমিটি ওই পাঠ্যপুস্তকটি সংশোধন করেছিল ।

সম্প্রতি শিক্ষা বিভাগ অষ্টম শ্রেণির কন্নড় পাঠ্যপুস্তকে একটি পাঠে বদল এনেছে । বিজয়মালার লেখা 'ব্লাড গ্রুপ' পাঠটির জায়গায় কেকে গাট্টির 'কালাভানু গেদ্দাভারু'-কে নিয়ে আসা হয়েছে । এই নতুন পাঠে লেখক আন্দামান সেলুলার জেলের বর্ণনা করেন । সেখানে দীর্ঘদিন বন্দি ছিলেন বীর সাভারকর।

অষ্টম শ্রেণির এই কন্নড় পাঠ্যপুস্তকে বলা হয়েছে, সাভারকর আন্দামান জেলে বন্দি থাকাকালীন একটি বুলবুল পাখির ডানায় বসতেন এবং বাড়ির উদ্দেশে পাড়ি দিতেন । এছাড়া নতুন পাঠ্যপুস্তক বলা হয়েছে, যেখানে সাভারকরকে বন্দি করা হয়েছিল সেখানে জেলখানার মধ্যে একটি ছিদ্রও ছিল না । কিন্তু বুলবুল পাখি আসত ঘরে আর সাভারকর তার ডানায় বসে প্রতিদিন বাড়ির দিকে উড়ে যেতেন ।

সোশ্যাল মিডিয়া এই নিয়ে চর্চা শুরু হয়েছে ৷ নেট নাগরিকদের অনেকেই মনে করেন এই ঘটনাগুলোকে অকারণে অতিরঞ্জিত করা হয়েছে । কংগ্রেসও সংশোধিত পাঠ্যপুস্তকে সাভারকারকে নিয়ে লেখা এই অংশটির বিরোধিতা করেছে । সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে বিজেপি । পক্ষান্তরে কংগ্রেসের দাবি , সাভারকর স্বাধীনতা সংগ্রামী নন । প্রসঙ্গত, সাভারকারের ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে সম্প্রতি কর্ণাটকে উত্তপ্ত হয়ে ওঠে ৷ তারপর আবারও নয়া বিতর্ক শুরু হল ।

অন্যদিকে, কর্ণাটকের তুমাকুরু বিশ্ববিদ্যালয় বীর সাভারকরের উপর গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সম্পূর্ণ প্রস্তুত । বিশ্ববিদ্যালয়ের একটি সভায় এই সিদ্ধান্তের অনুমোদনও করা হয়েছে এবং এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি চলছে ।

আরও পড়ুন: হিমাচল প্রদেশে গত পাঁচ বছরে বর্ষাকালে মৃত্যু 1553 জনের

মুখ্যমন্ত্রী বোমাই রবিবার বলেন, "তুমাকুরু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সাভারকর গবেষণা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে । তাই সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে তাদের ।"

Last Updated : Aug 29, 2022, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.