নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: রাষ্ট্রপতির নৈশভোজে থাকছেন না দেশের প্রাক্তন দুই প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে খবর, জি20 উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে উপস্থিত থাকছেন না বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীও ৷ যা নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়েছে রাজধানীর অন্দরে ৷
জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষে শনিবার নৈশভোজের আয়োজন করেছেন খোদ রাষ্ট্রপতি ৷ বিদেশি রাষ্ট্রনেতা, অতিথি, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী-সহ বিরোধী শাসিত রাজ্যের অন্যান্য বিশিষ্টদেরও সেই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচ ডি দেবগৌড়া স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত জি20 নৈশভোজে যোগ দিচ্ছেন না বলে খবর ৷
অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলেই জি20 নৈশভোজে যোগ দিতে নয়াদিল্লি রওণা দিয়েছেন ৷ রাজধানীতে থাকাকালীন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করবেন বলেও জানা গিয়েছে। তবে কংগ্রেস শাসিত কর্ণাটক, ছত্তিশগড় ও রাজস্থানের মুখ্যমন্ত্রীদের এই নৈশভোজে উপস্থিত থাকার সম্ভাবনা কম। নৈশভোজে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উপস্থিতি সম্পর্কে কোনও নিশ্চয়তা মেলেনি ৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও রাষ্ট্রপতির জি20 নৈশভোজে যোগ দিচ্ছেন না বলেই তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ৷
মনমোহন সিং এবং দেবগৌড়া উভয়েই কেন্দ্রীয় সরকারকে নৈশভোজে অংশ নিতে নিজেদের অপারগতার কথা জানিয়েও দিয়েছেন। দেবগৌড়া টুইট করে লিখেছেন, "আমি জি20 শীর্ষ সম্মেলনের চূড়ান্ত সাফল্য কামনা করি ৷" তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈশভোজে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই নিশ্চিত করেছেন। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও জি20 নৈশভোজে যোগ দিতে পারেন।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নিতে 9 সেপ্টেম্বর রাজধানীতে আসছেন বলে মুখ্যমন্ত্রীর ঘণিষ্ঠ মহল সূত্রে খবর ৷ অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও নৈশভোজে যোগ দিতে পারেন বলেই জানা গিয়েছে ৷ এদিকে, কংগ্রেস সূত্রে খবর, রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে, যিনি কেন্দ্রীয় মন্ত্রী পদের সমতুল্য এবং অন্যতম একটি সাংবিধানিক পদে রয়েছেন, তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি।
আরও পড়ুন: ধূপগুড়ির জয়কে ‘ঐতিহাসিক’ বললেন মমতা, অভিনন্দন জানালেন 'ইন্ডিয়া' জোটকে
জি20 নৈশভোজে খাড়গেকে আমন্ত্রণ না জানানো নিয়ে এদিন প্রশ্ন করা হলে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, "তারা বিরোধী দলের নেতাকে আমন্ত্রণ না করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এতেই প্রমাণিত হয় তারা কতটা অসহিষ্ণু ৷" ব্রাসেলসে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধি বলেন, "এর ফলে বোঝা যায় এরা (বর্তমান কেন্দ্রীয় সরকার) ভারতের জনসংখ্যার 60 শতাংশের মানুষের রায়কে মূল্য দেয় না। এটি এমন একটি বিষয় যা মানুষের চিন্তা করা উচিত।"