দওসা (রাজস্থান), 12 সেপ্টেম্বর: পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) খুব শীঘ্রই ভারতের সঙ্গে যুক্ত হবে ৷ ভারতের সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিং মঙ্গলবার এমনটাই দাবি করলেন ৷ তাঁর কথায়, "পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) খুব শীঘ্রই 'নিজেই' ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হবে ৷"
প্রসঙ্গত, সামনেই তথা চলতি বছর রাজস্থানের বিধানসভা নির্বাচন ৷ মঙ্গলবার রাজস্থানের দওয়ায় বিধানসভা নির্বাচনের উপলক্ষে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনা প্রধান ভিকে সিং ৷ সেখানে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন পিওকে নিয়ে ৷ তাতেই তিনি এমনটা দাবি করলেন ৷ ভিকে সিং এদিন রাজস্থানের বর্তমান সরকার প্রসঙ্গে নানা অভিযোগ করেন ৷ সেরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উপর তীব্র কটাক্ষ করেন ৷ মন্ত্রী বলেন, "কংগ্রেস সরকারের অধীনে, রাজস্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।"
এর আগে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিক এজেন্ডা নিয়েছেন মোদি-শাহ ৷ বিভিন্ন নির্বাচনী সভায় তাঁদের দেখা গিয়েছে পাক অধিকৃত বিষয়টি সামনে আনতে ৷ সার্জিক্যাল স্ট্রাইকের তত্ত্বকে হাতিয়ার করেই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ ৷ এবার সেই ধারাকে বজায় রেখে রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে পিওকে প্রসঙ্গ তুললেন প্রাক্তন সেনাপ্রধান ৷
সম্প্রতি চিন একটি নয়া মানচিত্র প্রকাশ করেছে। যেখানে ভারতের অরুণাচল প্রদেশকে চিনের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়। যা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া প্রতিক্রিয়া জানান। এমনকী লাদাখের এক ইঞ্চি জমিও চিন দখল করতে পারেনি বলে স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে। চিনের ওই নয়া মানচিত্রের প্রেক্ষিতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভিকে সিংকে প্রশ্ন করা হলে, যার উত্তরে পাক অধিকৃত কাশ্মীর কিছু সময় পর নিজে থেকেই ভারতের অন্তর্ভুক্ত হবে বলে দাবি করেন ভিকে সিং। অরুণাচল প্রদেশকে নিয়ে ভারত-চিন টানাপড়েন দীর্ঘ দিনের ৷ নতুন মানচিত্র প্রকাশ করে অরুণাচলকে আবার তাদের দেশের অংশ বলে দাবি করল বেজিং। 2023 সালের স্ট্যান্ডার্ড ম্যাপে অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবি করেছে সি জিনপিংয়ের সরকার। বিষয়টিকে কড়া চোখেই দেখেছে দিল্লি ৷
আরও পড়ুন: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সৌদি আরব, বার্তা প্রধানমন্ত্রী মোদির