ETV Bharat / bharat

'সরকারি বাংলো এখনই খালি করুন', প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়াকে নির্দেশ কেন্দ্রের

Mahua Moitra: উচ্ছেদ হতে পারেন তৃণমূলের প্রাক্তন লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁকে যত দ্রুত সম্ভব সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সংশ্লিষ্ট দফতর ৷ এর আগে জানুয়ারি মাসের প্রথম দিকে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল ৷

ETV Bharat
মহুয়া মৈত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 8:32 AM IST

Updated : Jan 17, 2024, 1:08 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: প্রাক্তন লোকসভা সাংসদ মহুয়া মৈত্রকে সংসদীয় বাংলোটি যত দ্রুত সম্ভব খালি করার নির্দেশ দেওয়া হল ৷ কেন্দ্রীয় আবাস এবং নগর বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূলের এই প্রাক্তন সাংসদকে এই নির্দেশ দিয়েছে দ্য ডিরেক্টোরেট অফ এস্টেটস বা ডিওই ৷ গত বছর শীতকালীন অধিবেশন চলাকালীন অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় তাঁকে বহিষ্কার করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ তারপর থেকেই রীতি অনুযায়ী মহুয়া মৈত্রকে সরকারি বাংলোটি খালি করার জন্য চাপ দেওয়া হয় ৷

গত বছর 8 ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কার হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এরপর 7 জানুয়ারির মধ্যে তাঁকে বাংলোটি খালি করার কথা জানানো হয়েছিল ৷ বাংলো ছেড়ে না-দেওয়ায় 8 জানুয়ারি মহুয়াকে নোটিশ পাঠায় ডিওই ৷ তাতে মহুয়ার কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি সরকারি বাংলোটি এখনও ছেড়ে দেননি ৷ এর পর 12 জানুয়ারিও তাঁকে বাংলো খালি করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয় ৷

  • #WATCH | Trinamool Congress Party (TMC) leader Mahua Moitra gets fresh notice to vacate her Government allotted accommodation in New Delhi.

    The notice of Office of the Estate Officer and Assistant Director of Estates (Litigation), Directorate of Estates reads "The Applicant vide… pic.twitter.com/IJAU6GU0yO

    — ANI (@ANI) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে 4 জানুয়ারি, দিল্লি হাইকোর্ট মহুয়াকে নির্দেশ দেয়, সরকারি বাংলোটিতে আরও কয়েক দিন থাকতে গেলে ডিওই-র কাছে আবেদন জানাতে হবে ৷ বিচারপতি সুব্রহ্মণিয়াম প্রসাদ জানান, বিশেষ পরিস্থিতিতে 6 মাস পর্যন্ত সরকারি বাংলোয় থাকা যায় ৷ কর্তৃপক্ষ সেই অনুমতি দিতে পারে ৷ তবে এর জন্য মহুয়াকে সংশ্লিষ্ট মন্ত্রককে অর্থ দিতে হবে ৷ মহুয়া মৈত্রকে তাঁর আবেদন প্রত্যাহার করে নিতে বলে দিল্লি হাইকোর্ট ৷ আদালত জানায়, ডিওই তাদের রীতিনীতি মেনে পদক্ষেপ করবে ৷ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়েছেন ৷ এর বদলে প্রাক্তন সাংসদ শিল্পপতিকে তাঁর সংসদের লগইন আইডি দিয়েছিলেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন:

  1. সরকারি বাংলো খালি না করায় মহুয়াকে নোটিশ, 3 দিনের মধ্যে জবাবের নির্দেশ
  2. সরকারি বাসভবন খালি করার নোটিশ খারিজ হল না, দিল্লি হাইকোর্টে ধাক্কা মহুয়া মৈত্রের
  3. 'এবার সিবিআই যাবে বাড়িতে, হেনস্তা হবে'; সাংসদ পদ খারিজ হতেই ক্ষোভ উগড়ে দিলেন মহুয়া

নয়াদিল্লি, 17 জানুয়ারি: প্রাক্তন লোকসভা সাংসদ মহুয়া মৈত্রকে সংসদীয় বাংলোটি যত দ্রুত সম্ভব খালি করার নির্দেশ দেওয়া হল ৷ কেন্দ্রীয় আবাস এবং নগর বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূলের এই প্রাক্তন সাংসদকে এই নির্দেশ দিয়েছে দ্য ডিরেক্টোরেট অফ এস্টেটস বা ডিওই ৷ গত বছর শীতকালীন অধিবেশন চলাকালীন অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় তাঁকে বহিষ্কার করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ তারপর থেকেই রীতি অনুযায়ী মহুয়া মৈত্রকে সরকারি বাংলোটি খালি করার জন্য চাপ দেওয়া হয় ৷

গত বছর 8 ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কার হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এরপর 7 জানুয়ারির মধ্যে তাঁকে বাংলোটি খালি করার কথা জানানো হয়েছিল ৷ বাংলো ছেড়ে না-দেওয়ায় 8 জানুয়ারি মহুয়াকে নোটিশ পাঠায় ডিওই ৷ তাতে মহুয়ার কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি সরকারি বাংলোটি এখনও ছেড়ে দেননি ৷ এর পর 12 জানুয়ারিও তাঁকে বাংলো খালি করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয় ৷

  • #WATCH | Trinamool Congress Party (TMC) leader Mahua Moitra gets fresh notice to vacate her Government allotted accommodation in New Delhi.

    The notice of Office of the Estate Officer and Assistant Director of Estates (Litigation), Directorate of Estates reads "The Applicant vide… pic.twitter.com/IJAU6GU0yO

    — ANI (@ANI) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে 4 জানুয়ারি, দিল্লি হাইকোর্ট মহুয়াকে নির্দেশ দেয়, সরকারি বাংলোটিতে আরও কয়েক দিন থাকতে গেলে ডিওই-র কাছে আবেদন জানাতে হবে ৷ বিচারপতি সুব্রহ্মণিয়াম প্রসাদ জানান, বিশেষ পরিস্থিতিতে 6 মাস পর্যন্ত সরকারি বাংলোয় থাকা যায় ৷ কর্তৃপক্ষ সেই অনুমতি দিতে পারে ৷ তবে এর জন্য মহুয়াকে সংশ্লিষ্ট মন্ত্রককে অর্থ দিতে হবে ৷ মহুয়া মৈত্রকে তাঁর আবেদন প্রত্যাহার করে নিতে বলে দিল্লি হাইকোর্ট ৷ আদালত জানায়, ডিওই তাদের রীতিনীতি মেনে পদক্ষেপ করবে ৷ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়েছেন ৷ এর বদলে প্রাক্তন সাংসদ শিল্পপতিকে তাঁর সংসদের লগইন আইডি দিয়েছিলেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন:

  1. সরকারি বাংলো খালি না করায় মহুয়াকে নোটিশ, 3 দিনের মধ্যে জবাবের নির্দেশ
  2. সরকারি বাসভবন খালি করার নোটিশ খারিজ হল না, দিল্লি হাইকোর্টে ধাক্কা মহুয়া মৈত্রের
  3. 'এবার সিবিআই যাবে বাড়িতে, হেনস্তা হবে'; সাংসদ পদ খারিজ হতেই ক্ষোভ উগড়ে দিলেন মহুয়া
Last Updated : Jan 17, 2024, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.