মুজফ্ফরপুর, 11 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এবার মা সীতার জন্য বানানো হচ্ছে লাহঠি নামের বিশেষ চুড়ি ৷ প্রায় 100 বছরের পুরনো মুজফফরপুরের ইসলামপুর বাজারে তৈরি হচ্ছে এই বিখ্যাত কাঠের চুড়ি ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তি থেকে শুরু করে ট্রাস্টের সঙ্গে যুক্ত সদস্য ও অন্যান্যরাও অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য এই চুড়ি অর্ডার দিচ্ছেন ।
এই বিষয়ে ইসলামপুরের এক দোকানদার মহম্মদ আজাদ জানান, বেশিরভাগ মানুষই এই লাহঠি চুড়ির সেট অযোধ্যায় নিয়ে যেতে চাইছেন । তাই চাহিদাও বেশি । মুজফ্ফরপুরের পাশাপাশি, মিথিলার সঙ্গে যুক্ত দ্বারভাঙা, সীতামাঢ়ি এবং সমস্তিপুরের লোকেরাও অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ চুড়ি কিনতে আসছেন ।
ধর্মীয় ট্রাস্টের সদস্য থেকে ইন্টিরিয়র ডিজাইনার, সকলেই এই সেট তৈরির অর্ডার দিয়েছেন ৷ এই বিষয়ে ইন্টিরিয়র ডিজাইনার মুকেশ কুমার বলেন,"আমি আমন্ত্রণ পাইনি ৷ তবে যাঁরা যাচ্ছেন তাঁদের হাত দিয়ে সীতা মায়ের জন্য পাঠাব ৷ তাই অর্ডার দিয়েছি ৷"
এক দোকানদার জানান, মুজফ্ফরপুরের এই চুড়ি সারা দেশে বিখ্যাত । সে কারণে এখানেই সবাই আসছেন চুড়ির অর্ডার দিতে ৷ অনলাইনেও এর অর্ডারের চাহিদা বাড়ছে ৷ অনেকে ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মেও এর খোঁজ করছেন । পাশাপাশি মোবাইলেও অর্ডার নেওয়া হচ্ছে । নেপালের লোকজনও এই চুড়ি নেওয়ার জন্য যোগাযোগ করছে ৷
মহম্মদ আজাদ নামে এক কারিগর বলেন,"আমার পরিবারের সদস্যরা কাঠের এই চুড়ি তৈরির ব্যবসা করে আসছে । আমার আগে বাবা দোকানে বসতেন । 30 বছর ধরে এখানে বসেন তিনি । দোকান বেশ বিখ্যাত ।"
মুজফ্ফরপুরে তৈরি এই চুড়ি অভিনেত্রী ঐশ্বর্য রাইকে বিয়ের সময় উপহার হিসেবে দেওয়া হয়েছিল ৷ সচিন তেন্ডুলকরের স্ত্রী অঞ্জলির হাতেও শোভা পেয়েছে এই চুড়ি ৷ বিদেশেও এই লাহঠি চুড়ির চাহিদা রয়েছে ৷ বিবাহ এবং উৎসবের সময় এই চুড়ি দেওয়া হয় ৷ বিশেষত মহিলারা বিদেশে বসবাসরত আত্মীয়দের উপহার হিসাবে এটি দিয়ে থাকেন ৷
আরও পড়ুন :