ETV Bharat / bharat

Ram Nath Kovind : কেন এমন বললেন রাষ্ট্রপতি...

তিনি দেশের সর্বোচ্চ বেতনভুক কর্মচারী হলেও বেতনের অর্ধেকেরও বেশি চলে যায় কর দিতে ৷ শুক্রবার একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তাঁর দাবি, প্রতি মাসে তিনি যেটুকু টাকা সঞ্চয় করেন, তার থেকে অনেক বেশি রোজগার করেন দেশের শিক্ষকরা ৷

even teachers are earning more than me, said President Ram Nath Kovind
President Ram Nath Kovind : শিক্ষকরাও আমার থেকে বেশি রোজগার করেন
author img

By

Published : Jun 29, 2021, 1:17 PM IST

নয়াদিল্লি, 29 জুন : তিনি যা রোজগার করেন, তাঁর অর্ধেকেরও বেশি কর মেটাতেই খরচ হয়ে যায় ৷ এমনকি, শিক্ষকরাও নাকি তাঁর থেকে বেশি রোজগার করেন ! তবুও তিনি নিয়মিত করের টাকা মিটিয়ে দেন ৷ দেশবাসীর সকলেরই উচিত সময় মতো কর প্রদান করা ৷ দেশের উন্নয়নের স্বার্থেই সকলের এই নিয়ম মেনে চলা উচিত ৷ গত শুক্রবার একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ৷

আরও পড়ুন : 3 দিনের কানপুর সফরে সপরিবারে জন্মভূমি পারাউখ গ্রামে গেলেন রাষ্ট্রপতি

সম্প্রতি তিনদিনের সফরে উত্তর প্রদেশ গিয়েছিলেন রাষ্ট্রপতি ৷ বিশেষ ট্রেনে দিল্লি থেকে কানপুর পৌঁছনোর পর গত শুক্রবার ঝিনঝক শহরে যান কোবিন্দ ৷ প্রসঙ্গত, কানপুরের প্রত্যন্ত পরৌঙ্খ গ্রামে জন্ম রাষ্ট্রপতির ৷ সেই পরৌঙ্খ গ্রামের কাছেই রয়েছে ঝিনঝক শহর ৷ গত শুক্রবার ঝিনঝক স্টেশনে রেলের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ বক্তা স্বয়ং দেশের প্রথম নাগরিক ৷ বক্তব্য পেশের সময়েই দেশের উন্নয়নে করের ভূমিকা ব্যখ্যা করেন রাষ্ট্রপতি ৷ বোঝান, নিজেদের স্বার্থেই দেশবাসীর সময় মতো বকেয়া কর মিটিয়ে দেওয়া উচিত ৷ যার ব্যতিক্রম তিনি নিজেও নন ৷

  • President Ram Nath #Kovind Tells How Much He Gets Paid Monthly and How Much Income #Tax Is Deducted
    'I get #salary of 5 lakhs per month, out of which 2,75,000 goes to tax, a teacher has more savings than us', said President Ram Nath Kovind. pic.twitter.com/B2V7X2CLro

    — Sandeep Seth (@sandipseth) June 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টির ব্যখ্যা করতে গিয়ে রাষ্ট্রপতি সরকারি সম্পত্তি রক্ষারও বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের ৷ তিনি বলেন, ‘‘যখন কোনও একটি নির্দিষ্ট স্টেশনে ট্রেন থামে না, তখন অনেকেই রেগে যান ৷ জোর করে ট্রেন থামান ৷ এমনকি, ট্রেনে আগুনও লাগিয়ে দেন ৷ কিন্তু, ট্রেনে আগুন লাগালে ক্ষতিটা আসলে কার ? কিছু মানুষ বলেন, ওটা সরকারি সম্পত্তি ৷ আসলে ওটা করদাতাদের টাকা ৷’’

রাষ্ট্রপতির বার্তা, সরকারি সম্পত্তি নষ্ট করা মানে দেশবাসী কষ্টের উপার্জনকেই নষ্ট করা ৷ আর সেই প্রসঙ্গেই উঠে আসে দেশের উন্নয়নে করের ভূমিকা ৷ তিনি নিজেও যে তা উর্ধ্ব নন, সেকথাও সকলকে মনে করিয়ে দেন রাষ্ট্রপতি কোবিন্দ ৷ তিনি বলে, ‘‘সবাই জানে ৷ তাই এটা বলতে কোনও সমস্য়া নেই ৷ রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ বেতনভুক কর্মচারী ৷ কিন্তু তাঁকেও কর দিতে হয় ৷ কত টাকা আসে, সেটা নিয়ে আলোচনা হয় ৷ কিন্তু কত টাকা কর দিতে হয়, সেটা তো কেউ বলে না ৷ প্রতি মাসে আমাকে কর বাবদ পৌনে তিন (2 লাখ 75 হাজার) লাখ টাকা দিতে হয় ৷’’

আরও পড়ুন : রাষ্ট্রপতির কনভয়ের জন্য রাস্তায় যানজট, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু প্রৌঢ়ার

এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি কতটুকুই বা সঞ্চয় করতে পারি ? আমি যেটুকু সঞ্চয় করি, তার থেকে আমাদের আধিকারিকরা অনেক বেশি রোজগার করেন ৷ শিক্ষকরা, যাঁরা এখানে আছেন, তাঁদের রোজগারও আমার থেকে বেশি ৷’’ রসিকতার ছলে রাষ্ট্রপতির বলা এই কথায় মজা পান দর্শক-শ্রোতারাও ৷ তাঁরা হাসতে হাসতে হাততালি দিয়ে ওঠেন ৷ হাসি ছড়িয়ে যায় রাষ্ট্রপতির মুখেও ৷

নয়াদিল্লি, 29 জুন : তিনি যা রোজগার করেন, তাঁর অর্ধেকেরও বেশি কর মেটাতেই খরচ হয়ে যায় ৷ এমনকি, শিক্ষকরাও নাকি তাঁর থেকে বেশি রোজগার করেন ! তবুও তিনি নিয়মিত করের টাকা মিটিয়ে দেন ৷ দেশবাসীর সকলেরই উচিত সময় মতো কর প্রদান করা ৷ দেশের উন্নয়নের স্বার্থেই সকলের এই নিয়ম মেনে চলা উচিত ৷ গত শুক্রবার একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ৷

আরও পড়ুন : 3 দিনের কানপুর সফরে সপরিবারে জন্মভূমি পারাউখ গ্রামে গেলেন রাষ্ট্রপতি

সম্প্রতি তিনদিনের সফরে উত্তর প্রদেশ গিয়েছিলেন রাষ্ট্রপতি ৷ বিশেষ ট্রেনে দিল্লি থেকে কানপুর পৌঁছনোর পর গত শুক্রবার ঝিনঝক শহরে যান কোবিন্দ ৷ প্রসঙ্গত, কানপুরের প্রত্যন্ত পরৌঙ্খ গ্রামে জন্ম রাষ্ট্রপতির ৷ সেই পরৌঙ্খ গ্রামের কাছেই রয়েছে ঝিনঝক শহর ৷ গত শুক্রবার ঝিনঝক স্টেশনে রেলের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ বক্তা স্বয়ং দেশের প্রথম নাগরিক ৷ বক্তব্য পেশের সময়েই দেশের উন্নয়নে করের ভূমিকা ব্যখ্যা করেন রাষ্ট্রপতি ৷ বোঝান, নিজেদের স্বার্থেই দেশবাসীর সময় মতো বকেয়া কর মিটিয়ে দেওয়া উচিত ৷ যার ব্যতিক্রম তিনি নিজেও নন ৷

  • President Ram Nath #Kovind Tells How Much He Gets Paid Monthly and How Much Income #Tax Is Deducted
    'I get #salary of 5 lakhs per month, out of which 2,75,000 goes to tax, a teacher has more savings than us', said President Ram Nath Kovind. pic.twitter.com/B2V7X2CLro

    — Sandeep Seth (@sandipseth) June 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টির ব্যখ্যা করতে গিয়ে রাষ্ট্রপতি সরকারি সম্পত্তি রক্ষারও বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের ৷ তিনি বলেন, ‘‘যখন কোনও একটি নির্দিষ্ট স্টেশনে ট্রেন থামে না, তখন অনেকেই রেগে যান ৷ জোর করে ট্রেন থামান ৷ এমনকি, ট্রেনে আগুনও লাগিয়ে দেন ৷ কিন্তু, ট্রেনে আগুন লাগালে ক্ষতিটা আসলে কার ? কিছু মানুষ বলেন, ওটা সরকারি সম্পত্তি ৷ আসলে ওটা করদাতাদের টাকা ৷’’

রাষ্ট্রপতির বার্তা, সরকারি সম্পত্তি নষ্ট করা মানে দেশবাসী কষ্টের উপার্জনকেই নষ্ট করা ৷ আর সেই প্রসঙ্গেই উঠে আসে দেশের উন্নয়নে করের ভূমিকা ৷ তিনি নিজেও যে তা উর্ধ্ব নন, সেকথাও সকলকে মনে করিয়ে দেন রাষ্ট্রপতি কোবিন্দ ৷ তিনি বলে, ‘‘সবাই জানে ৷ তাই এটা বলতে কোনও সমস্য়া নেই ৷ রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ বেতনভুক কর্মচারী ৷ কিন্তু তাঁকেও কর দিতে হয় ৷ কত টাকা আসে, সেটা নিয়ে আলোচনা হয় ৷ কিন্তু কত টাকা কর দিতে হয়, সেটা তো কেউ বলে না ৷ প্রতি মাসে আমাকে কর বাবদ পৌনে তিন (2 লাখ 75 হাজার) লাখ টাকা দিতে হয় ৷’’

আরও পড়ুন : রাষ্ট্রপতির কনভয়ের জন্য রাস্তায় যানজট, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু প্রৌঢ়ার

এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি কতটুকুই বা সঞ্চয় করতে পারি ? আমি যেটুকু সঞ্চয় করি, তার থেকে আমাদের আধিকারিকরা অনেক বেশি রোজগার করেন ৷ শিক্ষকরা, যাঁরা এখানে আছেন, তাঁদের রোজগারও আমার থেকে বেশি ৷’’ রসিকতার ছলে রাষ্ট্রপতির বলা এই কথায় মজা পান দর্শক-শ্রোতারাও ৷ তাঁরা হাসতে হাসতে হাততালি দিয়ে ওঠেন ৷ হাসি ছড়িয়ে যায় রাষ্ট্রপতির মুখেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.