ETV Bharat / bharat

করোনা মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের - কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী

করোনা মোকাবিলায় ভারতকে পৃথিবীর অন্যতম বৃহৎ টিকা উৎপাদনকারী দেশের স্বীকৃতি দিল ইউরোপীয় ইউনিয়ন ৷ একইসঙ্গে, এই বিষয়ে নয়া দিল্লির কৌশলগত ভূমিকারও প্রশংসা করল তারা ৷

EU recognises India's strategic role as 'major vaccine producer'
কোরোনা মোকাবিলায় নয়া দিল্লির কৌশলগত ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
author img

By

Published : Feb 7, 2021, 2:15 PM IST

দিল্লি, 7 ফেব্রুয়ারি: করোনা মোকাবিলায় নয়া দিল্লির কৌশলগত ভূমিকাকে স্বীকৃতি দিল ইউরোপীয় ইউনিয়ন ৷ তাদের কাছ থেকে "বৃহৎ টিকা উৎপাদনকারী" দেশের তকমাও আদায় করে নিল ভারত ৷

করোনার টিকা উৎপাদন এবং তার ব্য়বসায়িক বিনিয়োগ নিয়ে প্রথমবারের জন্য আলোচনার টেবিলে বসে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ৷ সর্বোচ্চস্তরের এই দ্বিপাক্ষিক আলোচনা চলাকালীনই নয়া দিল্লির প্রশংসা শোনা গেল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির মুখে ৷ সূত্রের খবর, বিশ্বব্য়াপী নিরাপদ ও সহজলোভ্য টিকা সরবরাহে সহমত হয়েছে দু’পক্ষ ৷

শুক্রবার আয়োজিত ওই ভার্চুয়াল বৈঠকে ভারতের হয়ে পৌরহিত্য করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল ৷ ইউরোপীয় ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সহ-সভাপতি এবং বাণিজ্য কমিশনার ভ্য়ালদিস দমব্রভোস্কিস ৷ গত বছরের 15 জুলাই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত দ্বিপাক্ষিক ভার্চুয়াল সম্মেলন হয়েছিল, তারই প্রেক্ষিতে শুক্রবারের এই ভার্চুয়াল আলোচনা হয় ৷ 2020-এর সম্মেলনে স্থির হয়েছিল, পরবর্তীতে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে দু’তরফেই মন্ত্রীস্তরের পরামর্শ দেওয়া-নেওয়া হবে ৷

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবারের বৈঠকে দু’পক্ষই বিশ্বব্য়াপী নিরাপদ ও সহজলোভ্য টিকা সরবরাহের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে ৷ করোনা মোকাবিলায় ভারতের কৌশলগত ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ৷ একইসঙ্গে, টিকা সংক্রান্ত যে কোনও সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে খোলা মনে আলোচনার পক্ষেও সওয়াল করেছে তারা ৷

আরও পড়ুন: ভারতীয় টিকার অপেক্ষায় আরও 25টি দেশ : জয়শংকর

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে করোনা মোকাবিলায় বিশ্বের সবক’টি দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন পীযূষ গোয়েল ৷ তাঁর মতে, মহামারির পর গোটা পৃথিবীতেই দ্রুত টিকা পৌঁছে দেওয়ার জন্য পারস্পরিক সহযোগিতা একান্ত কাম্য ৷ একইসঙ্গে, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বার্তা দিয়েছেন গোয়েল ৷ দু’পক্ষের মধ্যে লাগাতার বাণিজ্যিক আদানপ্রদানের পক্ষেও সওয়াল করেছেন তিনি ৷

দিল্লি, 7 ফেব্রুয়ারি: করোনা মোকাবিলায় নয়া দিল্লির কৌশলগত ভূমিকাকে স্বীকৃতি দিল ইউরোপীয় ইউনিয়ন ৷ তাদের কাছ থেকে "বৃহৎ টিকা উৎপাদনকারী" দেশের তকমাও আদায় করে নিল ভারত ৷

করোনার টিকা উৎপাদন এবং তার ব্য়বসায়িক বিনিয়োগ নিয়ে প্রথমবারের জন্য আলোচনার টেবিলে বসে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ৷ সর্বোচ্চস্তরের এই দ্বিপাক্ষিক আলোচনা চলাকালীনই নয়া দিল্লির প্রশংসা শোনা গেল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির মুখে ৷ সূত্রের খবর, বিশ্বব্য়াপী নিরাপদ ও সহজলোভ্য টিকা সরবরাহে সহমত হয়েছে দু’পক্ষ ৷

শুক্রবার আয়োজিত ওই ভার্চুয়াল বৈঠকে ভারতের হয়ে পৌরহিত্য করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল ৷ ইউরোপীয় ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সহ-সভাপতি এবং বাণিজ্য কমিশনার ভ্য়ালদিস দমব্রভোস্কিস ৷ গত বছরের 15 জুলাই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত দ্বিপাক্ষিক ভার্চুয়াল সম্মেলন হয়েছিল, তারই প্রেক্ষিতে শুক্রবারের এই ভার্চুয়াল আলোচনা হয় ৷ 2020-এর সম্মেলনে স্থির হয়েছিল, পরবর্তীতে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে দু’তরফেই মন্ত্রীস্তরের পরামর্শ দেওয়া-নেওয়া হবে ৷

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবারের বৈঠকে দু’পক্ষই বিশ্বব্য়াপী নিরাপদ ও সহজলোভ্য টিকা সরবরাহের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে ৷ করোনা মোকাবিলায় ভারতের কৌশলগত ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ৷ একইসঙ্গে, টিকা সংক্রান্ত যে কোনও সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে খোলা মনে আলোচনার পক্ষেও সওয়াল করেছে তারা ৷

আরও পড়ুন: ভারতীয় টিকার অপেক্ষায় আরও 25টি দেশ : জয়শংকর

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে করোনা মোকাবিলায় বিশ্বের সবক’টি দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন পীযূষ গোয়েল ৷ তাঁর মতে, মহামারির পর গোটা পৃথিবীতেই দ্রুত টিকা পৌঁছে দেওয়ার জন্য পারস্পরিক সহযোগিতা একান্ত কাম্য ৷ একইসঙ্গে, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বার্তা দিয়েছেন গোয়েল ৷ দু’পক্ষের মধ্যে লাগাতার বাণিজ্যিক আদানপ্রদানের পক্ষেও সওয়াল করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.