রামলালার কালো রংয়ের মূর্তিই থাকবে মন্দিরে, আগেই জানিয়েছিল ইটিভি ভারত - রামলালা
Ram Lalla in Ayodhya: রামলালার মূর্তিটি কালো রঙের এবং হাতে একটি ধনুক ও তীর রয়েছে ৷ ইটিভি ভারত আগেই এই বিষয়টি জানিয়েছিল ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের গর্ভগৃহে মূর্তিটি স্থাপিত হওয়ার ইটিভি ভারত-এর খবরই সত্যি হল ৷
Published : Jan 19, 2024, 1:05 PM IST
অযোধ্যা, 19 জানুয়ারি: অযোধ্যার রামমন্দিরে রামলালার মূর্তির প্রথম ছবি সামনে এসেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্ত রীতিনীতি মেনে নবনির্মিত বিশাল মন্দিরের গর্ভগৃহে মূর্তিটি স্থাপন করা হয় । 22 জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ৷
গত 16 জানুয়ারি ইটিভি ভারত নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছিল যে ভগবান রামের মূর্তিটি কালো রংয়েরই হবে ৷ সেদিন তা প্রকাশিতও হয় ইটিভি ভারত-এ ৷ বৃহস্পতিবার গভীর রাতে যখন মূর্তির ছবি সামনে আসে, তখন ইটিভি ভারত-এর দাবি 100 শতাংশ সত্য বলে প্রমাণিত হয় । ইটিভি ভারত আগেও জানিয়েছিল যে মূর্তির হাতে একটি ধনুক ও তীর থাকবে । সেই সঙ্গে রামলালার মূর্তিতে ভগবান বিষ্ণুর কোমলতা ও অবতারের প্রতিচ্ছবি দেখা যাবে ।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট যে আমন্ত্রণপত্র বিলি করছে আগামী 22 জানুয়ারির অনুষ্ঠানের জন্য, সেখানেও এই ছবিটিই রয়েছে ৷ যদিও রাম জন্মভূমি ট্রাস্ট রামলালার কোনও ছবি প্রকাশ করেনি । বিশ্বহিন্দু পরিষদের নেতা শরদ শর্মাকে উদ্ধৃত করে এএনআই সোশাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স-এ একটি ছবি প্রকাশ করেছে । সেখানেই একটি মূর্তির ছবি দেওয়া হয়৷ আর দাবি করা হয় যে এই মূর্তিটিই গর্ভগৃহে স্থাপন করা হবে ৷
মহীশূরের ভাস্কর অরুণ যোগীরাজ মূর্তিটি তৈরি করেছেন । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, রামলালাকে মন্দিরে আনার আগে বিভিন্ন আচার-অনুষ্ঠান ও পুজো করা হয়েছে । কাশী থেকে আসা পুরোহিতরা অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন । এবার 22 জানুয়ারি প্রধানমন্ত্রী মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে ।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সঙ্গে যুক্ত একজন সদস্যের মতে, বুধবার শ্রী রামলালার ঐশ্বরিক মূর্তিটি নবনির্মিত মন্দিরে আনা হয়েছিল । মূর্তিটি পুরোপুরি ঢাকা ছিল । বৃহস্পতিবার দিনভর গর্ভগৃহে বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর ভগবানের শিশুরূপকে তাঁর নির্ধারিত স্থানে স্থাপন করা হয় । সেখানে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ও ট্রাস্টের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিরা উভয় পুরোহিতের সঙ্গে উপস্থিত ছিলেন । এখন তার শ্রীমুখ (মূর্তির মুখের অংশ) ছাড়া সব জায়গা থেকে আবরণ সরানো হয়েছে ।
আগামী 22 জানুয়ারি দুপুর সাড়ে 12টায় অযোধ্যার বিশাল মন্দিরে ভগবান রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে ৷ সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই অনুষ্ঠানের জন্য ব্যাপক আয়োজন করা হচ্ছে । মূর্তির পূর্ণাঙ্গ উন্মোচন তখনই করা হবে । উল্লেখ্য, 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠান মঙ্গলবার শুরু হয়েছে ৷ এই অনুষ্ঠান চলবে সাতদিন ধরে । এই অনুষ্ঠানের জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে হাজার হাজার ভিআইপি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
আরও পড়ুন: