ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 9th March: মন খারাপ হবে কর্কটের, বাকিদের ভাগ্যে কী আছে ? - বৃষ

কেউ কঠোর পরিশ্রম করেও অনেক দেরিতে ফল পান আবার অনেকে সহজেই উন্নতির শিখরে পৌঁছে যান ৷ শুভকাজ শুরুর আগে আপনার রাশিতে গ্রহের অবস্থান ও আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (ETV Bharat Horoscope for 9th March) ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Mar 9, 2023, 12:02 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ নিজেকে ভীষণ নিঃস্ব ও অস্তিত্বহীন মনে হবে । যার ফলে আধ্যাত্মিকতার দিকে মন যেতে পারে । ধ্যান ও প্রার্থনায় আরও বেশি মনোনিবেশ করবেন । সেই সঙ্গে যথেষ্ট পার্থিব উন্নতিও ঘটবে ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ শুরু করা যেকোনও কাজেই আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে । বিকালে করা আর্থিক লেনদেন সন্তোষজনক ও লাভজনক, উভয়ই হতে পারে । দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী উত্তেজনাপূর্ণ নাও হতে পারে । ক্লান্তিকর দিনটির প্রতিদানস্বরূপ এক উপভোগ্য সন্ধ্যা পেতে চলেছেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: এটা বিনোদন ও বিলাসিতা উপভোগ করার সময় । আপনি সাংসারিক বিষয় ও সন্তানদের প্রয়োজন সম্পর্কে আরও মনোযোগী হবেন । বিকালের পরে নিজের খাদ্যাভ্যাস ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে চিন্তা করবেন । তবে, এই চিন্তাগুলি সাময়িককালের জন্যই থাকবে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন ৷ তবে অফিস বা ব্যবসার কাজে চাপ থাকবে না । এরফলে আপনি অনেক বেশি যত্নশীল থাকবেন ৷ হাতে পাওয়া নতুন দায়িত্বগুলি পূরণ করতে পারবেন । ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা আছে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: দায়িত্বভার পেলে অনুপযুক্ত ব্যক্তিকেও কাজ করতে হয় । সেই সঙ্গে আজ দায়িত্ব একটু বাড়বে । দিনের শেষে নিজের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে বলে মনে হতে পারে । গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলানো তো সহজ কথা নয় ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: নতুন কাজকর্ম শুরু করার এটা সঠিক সময় । হাতে পড়ে থাকা পুরোনো কাজগুলিও শেষ করতে পারবেন । পরের সপ্তাহের মধ্যে আপনি নিজেকে চাঙ্গা করার চেষ্টা করবেন । বিনোদন ও আনন্দ উপভোগের জন্য পার্টিতে যেতে পারেন । বাচ্চারা পরিবারের গর্ব বাড়াতে পারে, যা আপনাকে আরও বেশি প্রেরণা দেবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আপনার ব্যাটারি রিচার্জ করার জন্য রোজের একঘেয়ে জীবন থেকে ছুটি নিতে চাইবেন । এই অত্যাবশ্যকীয় পরিবর্তন আমাদের প্রত্যেকেরই মাঝেমধ্যে দরকার হয়। দিনের শেষের দিকে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা ও অসীম শক্তি, এই হল আজকের দিন । কর্মক্ষেত্রে, আপনি উত্তেজনাপূর্ণ কাজের সন্ধানে থাকবেন । কাজ - পড়াশোনার ক্ষেত্রে যেকোনও কিছুর মোকাবিলা করার মত কর্মশক্তি আজ আপনার মধ্যে আছে । দিনের শেষে পার্টিতে গিয়ে বা বন্ধুদের নিয়ে ডিনার করার মাধ্যমে সামাজিকতা বজায় রাখবেন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী লেনদেনে আপনার উল্লেখযোগ্য ভূমিকা থাকতে চলেছে । তবে, কাজের ক্ষেত্রে আপনার প্রত্যাশিত ফল নাও পেতে পারেন । যদিও, সন্ধ্যায় প্রিয়জনদের সাহচর্যে সব নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে এবং আপনি আবার হালকা মেজাজ ফিরে পাবেন ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আজ আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকবে ৷ যেকোনও ধরণের কাজে অংশ নিতে ইচ্ছে করবে । ব্যবসায়িক সুযোগ চোখে পড়বে ৷ এই উপায়গুলির সঙ্গে আপনি অগ্রসর হতে চাইবেন । ভাগ্য আপনার সঙ্গে থাকায় এই উদ্যোগগুলিতে আপনি সফল হবেন । সামাজিকভাবে, অনেকের সঙ্গেই আপনার দেখা হবে ৷ তাদের নিজের রসবোধের মাধ্যমে খুশি করতে ব্যস্ত থাকবেন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: সাধারণত আপনি অন্যদের কাজের দায়িত্ব বুঝিয়ে দেন, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন থাকবে । আপনার উপর কাজের প্রচুর চাপ থাকবে এবং সাহায্য করার মত কাউকেই পাশে পাবেন না । তবে, হতাশ হবেন না কারণ পরিশ্রমের উপযুক্ত পুরষ্কারও আপনি পাবেন। আপনার কাজ ও দায়িত্ববোধ অন্যদেরও অনুপ্রাণিত করবে ।

ETV Bharat Horoscope
মীন

মীন: কাজের জায়গায় আজ শুরুতে আপনি একাধিক সৃষ্টিশীল চিন্তাভাবনা ও পরামর্শ দেবেন ৷ তবে দিনের মাঝামাঝি সময়ে এসে ক্লান্তবোধ করবেন । হয়তো নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য সপ্তাহের শেষে ছুটি কাটাতে যেতে পারেন ।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ নিজেকে ভীষণ নিঃস্ব ও অস্তিত্বহীন মনে হবে । যার ফলে আধ্যাত্মিকতার দিকে মন যেতে পারে । ধ্যান ও প্রার্থনায় আরও বেশি মনোনিবেশ করবেন । সেই সঙ্গে যথেষ্ট পার্থিব উন্নতিও ঘটবে ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ শুরু করা যেকোনও কাজেই আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে । বিকালে করা আর্থিক লেনদেন সন্তোষজনক ও লাভজনক, উভয়ই হতে পারে । দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী উত্তেজনাপূর্ণ নাও হতে পারে । ক্লান্তিকর দিনটির প্রতিদানস্বরূপ এক উপভোগ্য সন্ধ্যা পেতে চলেছেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: এটা বিনোদন ও বিলাসিতা উপভোগ করার সময় । আপনি সাংসারিক বিষয় ও সন্তানদের প্রয়োজন সম্পর্কে আরও মনোযোগী হবেন । বিকালের পরে নিজের খাদ্যাভ্যাস ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে চিন্তা করবেন । তবে, এই চিন্তাগুলি সাময়িককালের জন্যই থাকবে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন ৷ তবে অফিস বা ব্যবসার কাজে চাপ থাকবে না । এরফলে আপনি অনেক বেশি যত্নশীল থাকবেন ৷ হাতে পাওয়া নতুন দায়িত্বগুলি পূরণ করতে পারবেন । ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা আছে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: দায়িত্বভার পেলে অনুপযুক্ত ব্যক্তিকেও কাজ করতে হয় । সেই সঙ্গে আজ দায়িত্ব একটু বাড়বে । দিনের শেষে নিজের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে বলে মনে হতে পারে । গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলানো তো সহজ কথা নয় ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: নতুন কাজকর্ম শুরু করার এটা সঠিক সময় । হাতে পড়ে থাকা পুরোনো কাজগুলিও শেষ করতে পারবেন । পরের সপ্তাহের মধ্যে আপনি নিজেকে চাঙ্গা করার চেষ্টা করবেন । বিনোদন ও আনন্দ উপভোগের জন্য পার্টিতে যেতে পারেন । বাচ্চারা পরিবারের গর্ব বাড়াতে পারে, যা আপনাকে আরও বেশি প্রেরণা দেবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আপনার ব্যাটারি রিচার্জ করার জন্য রোজের একঘেয়ে জীবন থেকে ছুটি নিতে চাইবেন । এই অত্যাবশ্যকীয় পরিবর্তন আমাদের প্রত্যেকেরই মাঝেমধ্যে দরকার হয়। দিনের শেষের দিকে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা ও অসীম শক্তি, এই হল আজকের দিন । কর্মক্ষেত্রে, আপনি উত্তেজনাপূর্ণ কাজের সন্ধানে থাকবেন । কাজ - পড়াশোনার ক্ষেত্রে যেকোনও কিছুর মোকাবিলা করার মত কর্মশক্তি আজ আপনার মধ্যে আছে । দিনের শেষে পার্টিতে গিয়ে বা বন্ধুদের নিয়ে ডিনার করার মাধ্যমে সামাজিকতা বজায় রাখবেন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী লেনদেনে আপনার উল্লেখযোগ্য ভূমিকা থাকতে চলেছে । তবে, কাজের ক্ষেত্রে আপনার প্রত্যাশিত ফল নাও পেতে পারেন । যদিও, সন্ধ্যায় প্রিয়জনদের সাহচর্যে সব নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে এবং আপনি আবার হালকা মেজাজ ফিরে পাবেন ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আজ আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকবে ৷ যেকোনও ধরণের কাজে অংশ নিতে ইচ্ছে করবে । ব্যবসায়িক সুযোগ চোখে পড়বে ৷ এই উপায়গুলির সঙ্গে আপনি অগ্রসর হতে চাইবেন । ভাগ্য আপনার সঙ্গে থাকায় এই উদ্যোগগুলিতে আপনি সফল হবেন । সামাজিকভাবে, অনেকের সঙ্গেই আপনার দেখা হবে ৷ তাদের নিজের রসবোধের মাধ্যমে খুশি করতে ব্যস্ত থাকবেন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: সাধারণত আপনি অন্যদের কাজের দায়িত্ব বুঝিয়ে দেন, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন থাকবে । আপনার উপর কাজের প্রচুর চাপ থাকবে এবং সাহায্য করার মত কাউকেই পাশে পাবেন না । তবে, হতাশ হবেন না কারণ পরিশ্রমের উপযুক্ত পুরষ্কারও আপনি পাবেন। আপনার কাজ ও দায়িত্ববোধ অন্যদেরও অনুপ্রাণিত করবে ।

ETV Bharat Horoscope
মীন

মীন: কাজের জায়গায় আজ শুরুতে আপনি একাধিক সৃষ্টিশীল চিন্তাভাবনা ও পরামর্শ দেবেন ৷ তবে দিনের মাঝামাঝি সময়ে এসে ক্লান্তবোধ করবেন । হয়তো নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য সপ্তাহের শেষে ছুটি কাটাতে যেতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.