ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 28th Dec: বুদ্ধিদীপ্ত চিন্তভাবনার দ্বারা মুশকিল আসানে পারদর্শী কারা, জানুন রাশিফলে - ETV Bharat Horoscope for 28th Dec

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 28th DEC) ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Dec 28, 2022, 12:02 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: প্রেম ও সম্পর্কের জন্য একটি মজায় ভরা দিন আসতে চলেছে । আজ আপনার প্রিয়জন চাইবে যে আপনি তাকে প্রশ্রয় দিন। এর ফলে একটি প্রেমের সম্পর্কের রাস্তা খুলে যাবে । আর্থিক ক্ষেত্রে পুরনো ঋণ পরিশোধ করার জন্য আদর্শ সময় । অতিশয় সতর্ক না হয়েও আপনি খরচের ওপর লাগাম টানতে পারবেন । পেশার ক্ষেত্রে আজ আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে । আপনার পরিচালন ক্ষমতার পরীক্ষা হবে । কর্মক্ষেত্রে আপনি ঊর্ধতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়োবেন।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন ৷ কেননা আপনার প্রিয় মানুষের জন্য আপনার সময় ও মনোযোগ দু’য়ের প্রয়োজন হতে পারে । কর্তৃত্ব দেখাবেন না ৷ প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় ধৈর্যশীল থাকুন । বিনিয়োগ করার আগে দু’বার ভাবুন । যদিও প্রখর বুদ্ধি কাজে লাগালে আপনি সহিজেই ভালো ও খারাপ লেনদেনের পার্থক্য বুঝতে পারবেন । পেশার ক্ষেত্রে অগ্রগতি আপনার মনোযোগ আকর্ষণ করবে । উৎকর্ষতার জন্য চেষ্টা করুন ও আপনার উদ্যমকে সঠিক দিকে চালিত করুন । দলগত কাজের মাধ্যমে কাঙ্খিত ফল পাওয়া যেতে পারে।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার প্রিয়জনের সান্নিধ্যে সন্ধ্যাটি অবিষ্মরণীয় হয়ে উঠবে । আপনার দৈনন্দিন জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পাবেন । আজ প্রেম জীবন উত্তেজনাপূর্ণ । আপনার খুশি আপনার আর্থিক অবস্থার ওপর নির্ভরশীল । দু’ দিকেই সমান নজর দিন ও আবশ্যক ভারসাম্য বজায় রাখুন । পেশার ক্ষেত্রে আজ একটি ব্যস্ত দিন, মিটিং ও আলাপচারিতার জন্য আপনাকে একজায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হবে । আপনি কাজের প্রতি মনোযোগী থাকবেন ও কোন কাজকে প্রাধান্য দেবেন ঠিক করতে পারবেন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি প্রিয়তমের প্রতি আপনার আবেগের কথা উজাড় করে দেবেন ৷ ফলে প্রেম জীবনে কোনও ঝামেলাই থাকবে না । বাড়িতে ও আপনার মনের মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে পেরে আনন্দ পাবেন । আর্থিক সমস্যা মিটে যাবে । কর্মক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ লাভজনক প্রমাণিত হতে পারে । দিনের প্রথম ভাগে চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগলেও, শীঘ্রই এই ভাবনা চলে যাবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আবেগ হয়ত আজ আপনাকে নিয়ন্ত্রণ করবে ৷ কারণ আপনি নিজের প্রিয়তম মানুষের সান্নিধ্য পেতে উৎসুক হয়ে থাকতে পারেন । রোম্যান্টিক চিন্তা-ভাবনা দিয়ে আপনি তাঁর মন জয় করতে চাইবেন । কর্মক্ষেত্রে অংশিদারের প্রস্তাব আসতে পারে, যে ব্যাপারে হয়ত আপনি আগ্রহী নাও হতে পারেন । তাই নিশ্চিন্তে থাকুন এবং টাকাপয়সা নিয়ে চিন্তা করা বন্ধ করা ভালো । কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বা ক্ষমতাগুলি ঝালিয়ে নেওয়ার জন্য আজ একটি উপযুক্ত দিন । অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প মনোনিবেশ করুন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আপনার সন্দেহজনক হাবভাবে প্রিয়তম মানুষটি আঘাত পেতে পারেন ৷ তাই অন্যের সঙ্গে সহজ হতে শিখুন এবং অন্যের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিন । গোছানো স্বভাবের হলেও এমন সময় আসতে পারে, যখন আপনি নিজের আর্থিক পরিকল্পনাগুলি বদলানোর ব্যাপারে অনমনীয় হতে পারেন । এই অভ্যাস থেকে দূরে থাকুন ৷ নিজের সঞ্চয় ও তহবিল পরিকল্পনার বিষয়েও আবার চিন্তা-ভাবনা করুন । কর্মক্ষেত্রে আপনি আপনার অধ্যাবসায়ের জন্য প্রশংসিত হতে পারেন । তবে, দক্ষভাবে কাজ করার জন্য আপনি কিছু টেকনোলজিক্যাল কোড লিখে রাখতে পারেন এবং তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য তুলনামূলক সহজ কর্মপদ্ধতি অবলম্বন করতে পারেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটতে পারে ৷ তাই প্রেমের সম্পর্ক খুশি ও রোমাঞ্চে ভরপুর হয়ে উঠতে পারে । এর ফলে সম্পর্কের মাধুর্য বজায় থাকতে পারে । যাঁরা নিরাপদ ও সুরক্ষিত অবসর জীবন যাপন করার জন্য আর্থিক পরিকল্পনায় বিশ্বাস করেন তাঁদের জন্য আজ একটি দারুণ দিন । হাতে-কলমে কাজ করার জন্য এটি সঠিক সময় ৷ বাকি থাকা কাজ আপনি শেষ করে ফেলতে পারেন । সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে । একজন পেশাদার পরামর্শদাতার সাহায্যে আর্থিক ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার ভালোবাসার মানুষের সঙ্গে একটি রোম্যান্টিক সন্ধ্যা কাটাতে পারেন । সঙ্গীর বদলে যাওয়া আচার-আচরণের সঙ্গে মানিয়ে নিতে পারলে দীর্ঘস্থায়ী সম্পর্কের পথ তৈরি হতে পারে । অন্তর্বর্তী বিনিয়োগ লাভজনক ফল দিতে পারে । আর্থিক ঘাটতি হয়ে থাকলে ঋণ নিন কারণ বিনিয়োগ করার জন্য এটিই ভালো সময় । কর্মক্ষেত্রে পরিশ্রম আপনাকে সঠিক দিকে নিয়ে যেতে পারে, কারণ আপনি ঊর্ধ্বতনদের প্রশংসা পেতে পারেন । আপনার সহকর্মীরা আপনার নম্রতা ও ভদ্রতা দেখে অবাক হয়ে যেতে পারেন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: প্রেমজনিত সমস্যা মিটমাট হয়ে যাওয়াতে আপনি স্বস্তি পাবেন । অবিবাহিত ব্যক্তিরা বিশেষ মানুষের খোঁজ পেতে পারেন । সম্পর্কে থাকা দম্পতিরা তাদের সঙ্গীর সমর্থনে আনন্দময় জীবন কাটাবেন । যদিও বেড়াতে গিয়ে আরাম করার জন্য আদর্শ সময়, তাও আপনি কাজ করার কথা ভেবে দেখতে পারেন, কেননা প্রমোদভ্রমণ থেকেও লাভের ইঙ্গিত আছে । সারাদিন আপনি কর্মক্ষম থাকবেন । কর্মক্ষেত্রে আপনার কাজে সৃজনশীলতা দেখা যেতে পারে । আপনি সর্বাধিক প্রযুক্তিগত জ্ঞান লাভ করতে পারেন, যা কিনা চলতে থাকা কাজগুলিতে সফল হওয়া নিশ্চিত করবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনি আপনার ভালোবাসার মানুষের সাহায্য পেতে পারেন । সৎ ও সত্যবাদী স্বভাবের জন্য আপনি প্রেম ও ভালোবাসায় ভরে যেতে পারেন । আপনি আজ মানসিক দৃঢ়তা অর্জন করতে পারেন । আর্থিক ক্ষেত্রে ইতিবাচক উন্নতি আসতে পারে । টাকাপয়সার ব্যাপারটি আপনাকে ভালোভাবে সামলাতে হবে ৷ কর্মক্ষেত্রে আপনাকে একা হাতে অনেক কাজ করতে হতে পারে । নতুন কোনও উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকুন । গুণমান ও দক্ষতার দিকে নজর দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভুল সংশোধনের চেষ্টা করুন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আবেগপূর্ণ কথাবার্তায় আপনার প্রিয়তমের মন বিগলিত হয়ে যেতে পারে । একটি সুন্দর ও সমভাবাপন্ন সম্পর্ক আপনাকে সুখী করতে পারে । সম্পর্কের বন্ধন যে দৃঢ় হচ্ছে তা আপনি ধীরে ধীরে বুঝতে পারতে পারেন । অপ্রত্যাশিত খরচ আপনাকে আয়-ব্যয়ের প্রতি মনোযোগ দিতে বাধ্য করতে পারে । কর্মক্ষেত্রে সাংগঠনিক পরিকল্পনা করতেই আপনার বেশির ভাগ সময় ব্যয় হতে পারে । কাজেই, আপনার সঠিক পদ্ধতি এবং পেশাদারি মনোভাব অনুসারে কাজ করা দরকার ৷

ETV Bharat Horoscope
মীন

মীন: ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু চিন্তা-ভাবনার প্রভাব পড়তে পারে । মনে রাখবেন, মানিয়ে চলাই সুখী জীবনের চাবিকাঠি । আপনি নিজের পছন্দের কোনও জায়গায় বেড়াতে যেতে পারেন । উপার্জন বাড়ানোর সুযোগ কম থাকতে পারে । যদিও, খরচ করে আপনি মন থেকে খুশি হতে পারেন । আপনার দৃঢ়তা আপনাকে কর্মক্ষেত্রের সব রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে । কার্যত, সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পেলে আপনি নিজের কাজের সঙ্গে একাত্ম বোধ করতে পারেন ।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: প্রেম ও সম্পর্কের জন্য একটি মজায় ভরা দিন আসতে চলেছে । আজ আপনার প্রিয়জন চাইবে যে আপনি তাকে প্রশ্রয় দিন। এর ফলে একটি প্রেমের সম্পর্কের রাস্তা খুলে যাবে । আর্থিক ক্ষেত্রে পুরনো ঋণ পরিশোধ করার জন্য আদর্শ সময় । অতিশয় সতর্ক না হয়েও আপনি খরচের ওপর লাগাম টানতে পারবেন । পেশার ক্ষেত্রে আজ আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে । আপনার পরিচালন ক্ষমতার পরীক্ষা হবে । কর্মক্ষেত্রে আপনি ঊর্ধতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়োবেন।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন ৷ কেননা আপনার প্রিয় মানুষের জন্য আপনার সময় ও মনোযোগ দু’য়ের প্রয়োজন হতে পারে । কর্তৃত্ব দেখাবেন না ৷ প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় ধৈর্যশীল থাকুন । বিনিয়োগ করার আগে দু’বার ভাবুন । যদিও প্রখর বুদ্ধি কাজে লাগালে আপনি সহিজেই ভালো ও খারাপ লেনদেনের পার্থক্য বুঝতে পারবেন । পেশার ক্ষেত্রে অগ্রগতি আপনার মনোযোগ আকর্ষণ করবে । উৎকর্ষতার জন্য চেষ্টা করুন ও আপনার উদ্যমকে সঠিক দিকে চালিত করুন । দলগত কাজের মাধ্যমে কাঙ্খিত ফল পাওয়া যেতে পারে।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার প্রিয়জনের সান্নিধ্যে সন্ধ্যাটি অবিষ্মরণীয় হয়ে উঠবে । আপনার দৈনন্দিন জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পাবেন । আজ প্রেম জীবন উত্তেজনাপূর্ণ । আপনার খুশি আপনার আর্থিক অবস্থার ওপর নির্ভরশীল । দু’ দিকেই সমান নজর দিন ও আবশ্যক ভারসাম্য বজায় রাখুন । পেশার ক্ষেত্রে আজ একটি ব্যস্ত দিন, মিটিং ও আলাপচারিতার জন্য আপনাকে একজায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হবে । আপনি কাজের প্রতি মনোযোগী থাকবেন ও কোন কাজকে প্রাধান্য দেবেন ঠিক করতে পারবেন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি প্রিয়তমের প্রতি আপনার আবেগের কথা উজাড় করে দেবেন ৷ ফলে প্রেম জীবনে কোনও ঝামেলাই থাকবে না । বাড়িতে ও আপনার মনের মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে পেরে আনন্দ পাবেন । আর্থিক সমস্যা মিটে যাবে । কর্মক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ লাভজনক প্রমাণিত হতে পারে । দিনের প্রথম ভাগে চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগলেও, শীঘ্রই এই ভাবনা চলে যাবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আবেগ হয়ত আজ আপনাকে নিয়ন্ত্রণ করবে ৷ কারণ আপনি নিজের প্রিয়তম মানুষের সান্নিধ্য পেতে উৎসুক হয়ে থাকতে পারেন । রোম্যান্টিক চিন্তা-ভাবনা দিয়ে আপনি তাঁর মন জয় করতে চাইবেন । কর্মক্ষেত্রে অংশিদারের প্রস্তাব আসতে পারে, যে ব্যাপারে হয়ত আপনি আগ্রহী নাও হতে পারেন । তাই নিশ্চিন্তে থাকুন এবং টাকাপয়সা নিয়ে চিন্তা করা বন্ধ করা ভালো । কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বা ক্ষমতাগুলি ঝালিয়ে নেওয়ার জন্য আজ একটি উপযুক্ত দিন । অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প মনোনিবেশ করুন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আপনার সন্দেহজনক হাবভাবে প্রিয়তম মানুষটি আঘাত পেতে পারেন ৷ তাই অন্যের সঙ্গে সহজ হতে শিখুন এবং অন্যের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিন । গোছানো স্বভাবের হলেও এমন সময় আসতে পারে, যখন আপনি নিজের আর্থিক পরিকল্পনাগুলি বদলানোর ব্যাপারে অনমনীয় হতে পারেন । এই অভ্যাস থেকে দূরে থাকুন ৷ নিজের সঞ্চয় ও তহবিল পরিকল্পনার বিষয়েও আবার চিন্তা-ভাবনা করুন । কর্মক্ষেত্রে আপনি আপনার অধ্যাবসায়ের জন্য প্রশংসিত হতে পারেন । তবে, দক্ষভাবে কাজ করার জন্য আপনি কিছু টেকনোলজিক্যাল কোড লিখে রাখতে পারেন এবং তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য তুলনামূলক সহজ কর্মপদ্ধতি অবলম্বন করতে পারেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটতে পারে ৷ তাই প্রেমের সম্পর্ক খুশি ও রোমাঞ্চে ভরপুর হয়ে উঠতে পারে । এর ফলে সম্পর্কের মাধুর্য বজায় থাকতে পারে । যাঁরা নিরাপদ ও সুরক্ষিত অবসর জীবন যাপন করার জন্য আর্থিক পরিকল্পনায় বিশ্বাস করেন তাঁদের জন্য আজ একটি দারুণ দিন । হাতে-কলমে কাজ করার জন্য এটি সঠিক সময় ৷ বাকি থাকা কাজ আপনি শেষ করে ফেলতে পারেন । সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে । একজন পেশাদার পরামর্শদাতার সাহায্যে আর্থিক ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার ভালোবাসার মানুষের সঙ্গে একটি রোম্যান্টিক সন্ধ্যা কাটাতে পারেন । সঙ্গীর বদলে যাওয়া আচার-আচরণের সঙ্গে মানিয়ে নিতে পারলে দীর্ঘস্থায়ী সম্পর্কের পথ তৈরি হতে পারে । অন্তর্বর্তী বিনিয়োগ লাভজনক ফল দিতে পারে । আর্থিক ঘাটতি হয়ে থাকলে ঋণ নিন কারণ বিনিয়োগ করার জন্য এটিই ভালো সময় । কর্মক্ষেত্রে পরিশ্রম আপনাকে সঠিক দিকে নিয়ে যেতে পারে, কারণ আপনি ঊর্ধ্বতনদের প্রশংসা পেতে পারেন । আপনার সহকর্মীরা আপনার নম্রতা ও ভদ্রতা দেখে অবাক হয়ে যেতে পারেন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: প্রেমজনিত সমস্যা মিটমাট হয়ে যাওয়াতে আপনি স্বস্তি পাবেন । অবিবাহিত ব্যক্তিরা বিশেষ মানুষের খোঁজ পেতে পারেন । সম্পর্কে থাকা দম্পতিরা তাদের সঙ্গীর সমর্থনে আনন্দময় জীবন কাটাবেন । যদিও বেড়াতে গিয়ে আরাম করার জন্য আদর্শ সময়, তাও আপনি কাজ করার কথা ভেবে দেখতে পারেন, কেননা প্রমোদভ্রমণ থেকেও লাভের ইঙ্গিত আছে । সারাদিন আপনি কর্মক্ষম থাকবেন । কর্মক্ষেত্রে আপনার কাজে সৃজনশীলতা দেখা যেতে পারে । আপনি সর্বাধিক প্রযুক্তিগত জ্ঞান লাভ করতে পারেন, যা কিনা চলতে থাকা কাজগুলিতে সফল হওয়া নিশ্চিত করবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনি আপনার ভালোবাসার মানুষের সাহায্য পেতে পারেন । সৎ ও সত্যবাদী স্বভাবের জন্য আপনি প্রেম ও ভালোবাসায় ভরে যেতে পারেন । আপনি আজ মানসিক দৃঢ়তা অর্জন করতে পারেন । আর্থিক ক্ষেত্রে ইতিবাচক উন্নতি আসতে পারে । টাকাপয়সার ব্যাপারটি আপনাকে ভালোভাবে সামলাতে হবে ৷ কর্মক্ষেত্রে আপনাকে একা হাতে অনেক কাজ করতে হতে পারে । নতুন কোনও উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকুন । গুণমান ও দক্ষতার দিকে নজর দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভুল সংশোধনের চেষ্টা করুন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আবেগপূর্ণ কথাবার্তায় আপনার প্রিয়তমের মন বিগলিত হয়ে যেতে পারে । একটি সুন্দর ও সমভাবাপন্ন সম্পর্ক আপনাকে সুখী করতে পারে । সম্পর্কের বন্ধন যে দৃঢ় হচ্ছে তা আপনি ধীরে ধীরে বুঝতে পারতে পারেন । অপ্রত্যাশিত খরচ আপনাকে আয়-ব্যয়ের প্রতি মনোযোগ দিতে বাধ্য করতে পারে । কর্মক্ষেত্রে সাংগঠনিক পরিকল্পনা করতেই আপনার বেশির ভাগ সময় ব্যয় হতে পারে । কাজেই, আপনার সঠিক পদ্ধতি এবং পেশাদারি মনোভাব অনুসারে কাজ করা দরকার ৷

ETV Bharat Horoscope
মীন

মীন: ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু চিন্তা-ভাবনার প্রভাব পড়তে পারে । মনে রাখবেন, মানিয়ে চলাই সুখী জীবনের চাবিকাঠি । আপনি নিজের পছন্দের কোনও জায়গায় বেড়াতে যেতে পারেন । উপার্জন বাড়ানোর সুযোগ কম থাকতে পারে । যদিও, খরচ করে আপনি মন থেকে খুশি হতে পারেন । আপনার দৃঢ়তা আপনাকে কর্মক্ষেত্রের সব রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে । কার্যত, সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পেলে আপনি নিজের কাজের সঙ্গে একাত্ম বোধ করতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.