ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 23rd Jan: কর্মক্ষেত্র থেকে প্রেম, সপ্তাহের প্রথমদিন কেমন যাবে জানুন রাশিফলে - বৃষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 23rd Jan ) ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Jan 23, 2023, 12:04 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: অবিবাহিত ব্যক্তিরা বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করবেন । কেউ কেউ প্রেমের মিষ্টি ছোঁয়াচ পাবেন । বিশেষ কারোর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকতে পারে । আর্থিক অবস্থা বৃদ্ধির জন্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পেশার জগত প্রশস্ত করার জন্য আদর্শ দিন । নতুবা, আপনি কোনও পেশাগত গোষ্ঠী বা ফোরামেও যোগদান করতে ইচ্ছুক হতে পারেন । আপনার সমস্যা সমাধানের মানসিকতা অফিসে আপনার ভালো ভাবমূর্তি তৈরি করবে । কাজের প্রতি আপনার একনিষ্ঠতার জন্য আপনি প্রশংসা পাবেন । আপনি যদি অন্য চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে আজ একটি আদর্শ দিন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনার প্রিয়তমের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা আজ আপনার নির্জনতাকে উপভোগ করতে সাহায্য করবে । আর্থিক দিক থেকে আপনার জিনিসপত্র নিয়েও পরিকল্পনা করার ক্ষমতা থাকবে । আর্থিক বিষয় আপনি খুবই ভালোভাবে গোছাতে কোন বিষয়কে প্রাধান্য দিতে হবে তা ঠিক করতে পারবেন । কিন্তু ব্যবসায়ীদের যে কোনও বড় লেনদেন করার সময় সতর্ক থাকতে হবে । অফিসে হয়ত আপনাকে অন্যদের সাহায্য ছাড়াই কিছু সিদ্ধান্ত নিতে হবে । আত্মবিশ্বাসী থাকুন ৷ আপনাি আজ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারবেন ৷

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: ভালোবাসা ও সম্পর্কের জন্য আজ শুভ দিন । প্রবল কর্মব্যস্ত দিনের কারণে মানসিক চাপ ও উদ্বেগের মধ্যেও আপনি হয়ত আপনার প্রিয়তমের স্নেহময় সান্নিধ্যে কাটাতে পারবেন । আর্থিক দিক থেকেও সমস্যা হতে পারে ৷ কেননা আপনি কিছু বাধার সম্মুখীন হতে পারেন । আপনার অর্থ উপার্জনের ক্ষমতা প্রখর থাকলেও আপনি নেতিবাচকতার দিকে ঝুঁকতে পারেন । পেশাগত ক্ষেত্রে আপনার মনে হবে আপনি বাধ্যবাধকতা থেকে কাজ করছেন । কিন্তু আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে, কেননা আপনাকে আপনার প্রিয়জনকে দেখাতে হবে যে আপনি কাজের প্রতি কতটা নিষ্ঠাবান ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার পেশাগত পরিতৃপ্তির কথা আপনি আপনার প্রণয়ীর সঙ্গে ভাগ করে নেবেন । তিনি হয়ত আপনাকে সবকিছু নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করবেন । প্রিয়জনের মতামত বোঝা ও সমর্থন করার জন্য নমনীয় ও উদারমনা হতে শিখুন । আর্থিক বিষয়ে কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত আছে ৷ কিন্তু আজ সেগুলি প্রধান সমস্যা হয়ে উঠবে না । আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সেগুলির সম্মুখীন হবেন । পেশাগত বিষয়গুলি আপনার অনুকূলে যাবে ৷ কেননা আপনি সঠিক কিছু সিদ্ধান্ত নেবেন । এই মনোভাব ধরে রাখুন, এটিই আপনাকে সাফল্যের সঙ্গে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: নতুন উপায়ে ভালোবাসা প্রকাশ করে আপনার মনের মানুষকে মুগ্ধ করতে পারবেন । আপনি বাইরের কোনও উদ্দীপনার দ্বারা প্রভাবিত হতে পারেন ৷ যা আপনার প্রিয়তমকে মোহিত করতে প্ররোচিত করবে । আর্থিক ক্ষেত্রে আপনি যৌথ উদ্যোগ শুরু করতে চাইবেন । আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে । কর্মক্ষেত্রে আপনি কাজের চাপে জর্জরিত থাকবেন । পরিকল্পনা করে ও প্রাধান্য অনুযায়ী কাজগুলিকে সাজালে কাজের ভার কমতে পারে ।

ETV Bharat Horoscope
কন্য়া

কন্যা: আপনার মজার ও দুঃসাহসিক স্বভাব আপনার প্রিয়তমকে আকর্ষণ করবে । আপনার প্রতিভা প্রশংসিত হবে ও আপনি রোম্যান্সকে অন্য মাত্রায় নিয়ে যাবেন ৷ ফলে খুশির সময় আসতে চলেছে । টাকাপয়সার ক্ষেত্রে আপনি মার্কেট ট্রেন্ড নিয়ে গবেষণা করে সময়ের সদ্ব্যবহার করবেন । দীর্ঘমেয়াদী লাভের কথা মাথায় রেখে আপনাকে বিনিয়োগেরও পরিকল্পনা করতে হবে । কর্মক্ষেত্রে আপনি কিছু অ্যাডভেঞ্চারের মেজাজে থাকবেন । যা আপনাকে প্রাত্যহিক রুটিন থেকে বহু প্রতীক্ষিত বিরতি নিতে প্ররোচিত করবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আপনি সম্ভবত আপনার প্রিয়তমের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখবেন । আপনাদের সম্পর্কের সেরা দিকটি হলো এই যে আপনি কখনোই নির্লিপ্ততা বৃদ্ধির সুযোগ দেবেন না ৷ প্রেমের শিখা প্রজ্জ্বলিত রাখবেন । আর্থিক বিষয়ে একটি ঘটনাবিহীন দিন । স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী, কোনওরকম বিনিয়োগের পরিকল্পনার জন্যই এটা আদর্শ সময় নয় । চ্যালেঞ্জ বেড়ে যাবে ঠিকই ৷ কিন্তু ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন, যাতে জীবন থেকে চিন্তা দূরে থাকে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: পরিবারের সঙ্গে হওয়া আনন্দোৎসব আপনাকে নতুন জীবন দান করবে । আপনার প্রিয়তম আশ্বস্ত বোধ করবেন ৷ কেননা আপনি তাদের সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেবেন । আজ আর্থিক বিষয়েও উদ্বেগ থাকবে না । তা তসত্ত্বেও আপনি খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা নিয়ে চিন্তিত থাকবেন । কর্মক্ষেত্রে আপনার প্রয়াস সমাদৃত হবে ৷ ফলে সেদিক থেকে দিনটি আপনার অনুকূলে যাবে । আজ আপনি যে কোনও সমস্যা খুব দ্রুত সমাধান করে ফেলবেন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: দার্শনিক বিষয়েও আপনাকে মোহিত করবে ৷ কিন্তু আপনি সম্ভবত আপনার প্রিয়তমের সঙ্গে ভালোবাসা নিয়ে আলোচনা করবেন । পরিবার পরিকল্পনা নিয়ে কিছু সুন্দর চিন্তা আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভাগ করে নেবেন । কঠোর পরিশ্রমের সাহায্যে আপনি কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন । ধৈর্যশীল হতে শিখুন, কেননা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই অনুকূল ফল নাও পাওয়া যেতে পারে । ভবিষ্যতে হয়ত তার থেকে লাভ হবে । কর্মক্ষেত্রে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে । সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে চাপ হতে পারে । গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতে হবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনি নিজের ও আপনার প্রিয়জনের ভবিষ্যত সুরক্ষিত করতে আগ্রহী ৷ তার ফলে একটি দীর্ঘ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন । আর্থিক ক্ষেত্রে আজ আপনি বেশি পরিশ্রম করতে চাইবেন না । কোনও আর্থিক দায়িত্ব নেওয়ার আগে তার ভালো-মন্দ দুই দিকই ভালো করে খতিয়ে দেখে নেবেন । আপনার দল ও সহকর্মীদের সসঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ অফিসে কাজের হার ভালো করে তুলবে । আপনি হয়ত কাজের পরিমাণের থেকে গুণগত মানের ওপরে বেশি জোর দেবেন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনি চিত্তাকর্ষক কোনও বিষয় আপনার প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেবেন । কিন্তু আপনি সুবিধাবাদী হয়ে উঠতে পারেন ৷ হৃদয়ঘটিত বিষয়গুলিকে উপেক্ষা করবেন । সম্পর্কে কোনওরকম চিড় ধরা আটকানোর জন্য ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাবেন । মেজাজ শান্ত ও ঠান্ডা রাখলে এইগুলির সমাধান করে ফেলা যাবে । কর্মক্ষেত্রে অধ্যবসায়ের জেরে কাজ শেষ করতে সুবিধা হবে । কোনও নতুন ধারণা প্রাথমিকভাবে অদ্ভুত মনে হলেও, তার ভালো-মন্দ খতিয়ে দেখে আপনি হয়ত সেটি নিয়ে এগিয়ে যাবেন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন । আপনার জন্য সম্ভবত কোনও মধুর চমক অপেক্ষা করছে । আপনার প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানো ছাড়াও আপনি আপনার বাবা-মায়ের আদর ও প্রশংসা পাবেন । গণনা বলছে আজ গড়পড়তা আর্থিক লাভের সম্ভাবনা আছে । কঠোর পরিশ্রমের ফল পাওয়া শুরু হতে পারে, কেননা আপনি হয়ত ভালো কিছু পুরস্কার পাবেন । পেশার ক্ষেত্রে ভাগ্য আপানার খুবই সহায় থাকবে । যদিও আপনাকে সবসময় ভাগ্যের ওপরে নির্ভর করার পরিবর্তে নিজের পরিশ্রমের ওপর নির্ভর করতে হবে । সময় ও মেজাজ সামলানো কঠিন হয়ে পড়তে পারে ।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: অবিবাহিত ব্যক্তিরা বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করবেন । কেউ কেউ প্রেমের মিষ্টি ছোঁয়াচ পাবেন । বিশেষ কারোর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকতে পারে । আর্থিক অবস্থা বৃদ্ধির জন্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পেশার জগত প্রশস্ত করার জন্য আদর্শ দিন । নতুবা, আপনি কোনও পেশাগত গোষ্ঠী বা ফোরামেও যোগদান করতে ইচ্ছুক হতে পারেন । আপনার সমস্যা সমাধানের মানসিকতা অফিসে আপনার ভালো ভাবমূর্তি তৈরি করবে । কাজের প্রতি আপনার একনিষ্ঠতার জন্য আপনি প্রশংসা পাবেন । আপনি যদি অন্য চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে আজ একটি আদর্শ দিন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনার প্রিয়তমের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা আজ আপনার নির্জনতাকে উপভোগ করতে সাহায্য করবে । আর্থিক দিক থেকে আপনার জিনিসপত্র নিয়েও পরিকল্পনা করার ক্ষমতা থাকবে । আর্থিক বিষয় আপনি খুবই ভালোভাবে গোছাতে কোন বিষয়কে প্রাধান্য দিতে হবে তা ঠিক করতে পারবেন । কিন্তু ব্যবসায়ীদের যে কোনও বড় লেনদেন করার সময় সতর্ক থাকতে হবে । অফিসে হয়ত আপনাকে অন্যদের সাহায্য ছাড়াই কিছু সিদ্ধান্ত নিতে হবে । আত্মবিশ্বাসী থাকুন ৷ আপনাি আজ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারবেন ৷

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: ভালোবাসা ও সম্পর্কের জন্য আজ শুভ দিন । প্রবল কর্মব্যস্ত দিনের কারণে মানসিক চাপ ও উদ্বেগের মধ্যেও আপনি হয়ত আপনার প্রিয়তমের স্নেহময় সান্নিধ্যে কাটাতে পারবেন । আর্থিক দিক থেকেও সমস্যা হতে পারে ৷ কেননা আপনি কিছু বাধার সম্মুখীন হতে পারেন । আপনার অর্থ উপার্জনের ক্ষমতা প্রখর থাকলেও আপনি নেতিবাচকতার দিকে ঝুঁকতে পারেন । পেশাগত ক্ষেত্রে আপনার মনে হবে আপনি বাধ্যবাধকতা থেকে কাজ করছেন । কিন্তু আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে, কেননা আপনাকে আপনার প্রিয়জনকে দেখাতে হবে যে আপনি কাজের প্রতি কতটা নিষ্ঠাবান ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার পেশাগত পরিতৃপ্তির কথা আপনি আপনার প্রণয়ীর সঙ্গে ভাগ করে নেবেন । তিনি হয়ত আপনাকে সবকিছু নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করবেন । প্রিয়জনের মতামত বোঝা ও সমর্থন করার জন্য নমনীয় ও উদারমনা হতে শিখুন । আর্থিক বিষয়ে কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত আছে ৷ কিন্তু আজ সেগুলি প্রধান সমস্যা হয়ে উঠবে না । আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সেগুলির সম্মুখীন হবেন । পেশাগত বিষয়গুলি আপনার অনুকূলে যাবে ৷ কেননা আপনি সঠিক কিছু সিদ্ধান্ত নেবেন । এই মনোভাব ধরে রাখুন, এটিই আপনাকে সাফল্যের সঙ্গে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: নতুন উপায়ে ভালোবাসা প্রকাশ করে আপনার মনের মানুষকে মুগ্ধ করতে পারবেন । আপনি বাইরের কোনও উদ্দীপনার দ্বারা প্রভাবিত হতে পারেন ৷ যা আপনার প্রিয়তমকে মোহিত করতে প্ররোচিত করবে । আর্থিক ক্ষেত্রে আপনি যৌথ উদ্যোগ শুরু করতে চাইবেন । আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে । কর্মক্ষেত্রে আপনি কাজের চাপে জর্জরিত থাকবেন । পরিকল্পনা করে ও প্রাধান্য অনুযায়ী কাজগুলিকে সাজালে কাজের ভার কমতে পারে ।

ETV Bharat Horoscope
কন্য়া

কন্যা: আপনার মজার ও দুঃসাহসিক স্বভাব আপনার প্রিয়তমকে আকর্ষণ করবে । আপনার প্রতিভা প্রশংসিত হবে ও আপনি রোম্যান্সকে অন্য মাত্রায় নিয়ে যাবেন ৷ ফলে খুশির সময় আসতে চলেছে । টাকাপয়সার ক্ষেত্রে আপনি মার্কেট ট্রেন্ড নিয়ে গবেষণা করে সময়ের সদ্ব্যবহার করবেন । দীর্ঘমেয়াদী লাভের কথা মাথায় রেখে আপনাকে বিনিয়োগেরও পরিকল্পনা করতে হবে । কর্মক্ষেত্রে আপনি কিছু অ্যাডভেঞ্চারের মেজাজে থাকবেন । যা আপনাকে প্রাত্যহিক রুটিন থেকে বহু প্রতীক্ষিত বিরতি নিতে প্ররোচিত করবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আপনি সম্ভবত আপনার প্রিয়তমের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখবেন । আপনাদের সম্পর্কের সেরা দিকটি হলো এই যে আপনি কখনোই নির্লিপ্ততা বৃদ্ধির সুযোগ দেবেন না ৷ প্রেমের শিখা প্রজ্জ্বলিত রাখবেন । আর্থিক বিষয়ে একটি ঘটনাবিহীন দিন । স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী, কোনওরকম বিনিয়োগের পরিকল্পনার জন্যই এটা আদর্শ সময় নয় । চ্যালেঞ্জ বেড়ে যাবে ঠিকই ৷ কিন্তু ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন, যাতে জীবন থেকে চিন্তা দূরে থাকে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: পরিবারের সঙ্গে হওয়া আনন্দোৎসব আপনাকে নতুন জীবন দান করবে । আপনার প্রিয়তম আশ্বস্ত বোধ করবেন ৷ কেননা আপনি তাদের সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেবেন । আজ আর্থিক বিষয়েও উদ্বেগ থাকবে না । তা তসত্ত্বেও আপনি খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা নিয়ে চিন্তিত থাকবেন । কর্মক্ষেত্রে আপনার প্রয়াস সমাদৃত হবে ৷ ফলে সেদিক থেকে দিনটি আপনার অনুকূলে যাবে । আজ আপনি যে কোনও সমস্যা খুব দ্রুত সমাধান করে ফেলবেন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: দার্শনিক বিষয়েও আপনাকে মোহিত করবে ৷ কিন্তু আপনি সম্ভবত আপনার প্রিয়তমের সঙ্গে ভালোবাসা নিয়ে আলোচনা করবেন । পরিবার পরিকল্পনা নিয়ে কিছু সুন্দর চিন্তা আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভাগ করে নেবেন । কঠোর পরিশ্রমের সাহায্যে আপনি কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন । ধৈর্যশীল হতে শিখুন, কেননা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই অনুকূল ফল নাও পাওয়া যেতে পারে । ভবিষ্যতে হয়ত তার থেকে লাভ হবে । কর্মক্ষেত্রে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে । সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে চাপ হতে পারে । গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতে হবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনি নিজের ও আপনার প্রিয়জনের ভবিষ্যত সুরক্ষিত করতে আগ্রহী ৷ তার ফলে একটি দীর্ঘ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন । আর্থিক ক্ষেত্রে আজ আপনি বেশি পরিশ্রম করতে চাইবেন না । কোনও আর্থিক দায়িত্ব নেওয়ার আগে তার ভালো-মন্দ দুই দিকই ভালো করে খতিয়ে দেখে নেবেন । আপনার দল ও সহকর্মীদের সসঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ অফিসে কাজের হার ভালো করে তুলবে । আপনি হয়ত কাজের পরিমাণের থেকে গুণগত মানের ওপরে বেশি জোর দেবেন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনি চিত্তাকর্ষক কোনও বিষয় আপনার প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেবেন । কিন্তু আপনি সুবিধাবাদী হয়ে উঠতে পারেন ৷ হৃদয়ঘটিত বিষয়গুলিকে উপেক্ষা করবেন । সম্পর্কে কোনওরকম চিড় ধরা আটকানোর জন্য ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাবেন । মেজাজ শান্ত ও ঠান্ডা রাখলে এইগুলির সমাধান করে ফেলা যাবে । কর্মক্ষেত্রে অধ্যবসায়ের জেরে কাজ শেষ করতে সুবিধা হবে । কোনও নতুন ধারণা প্রাথমিকভাবে অদ্ভুত মনে হলেও, তার ভালো-মন্দ খতিয়ে দেখে আপনি হয়ত সেটি নিয়ে এগিয়ে যাবেন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন । আপনার জন্য সম্ভবত কোনও মধুর চমক অপেক্ষা করছে । আপনার প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানো ছাড়াও আপনি আপনার বাবা-মায়ের আদর ও প্রশংসা পাবেন । গণনা বলছে আজ গড়পড়তা আর্থিক লাভের সম্ভাবনা আছে । কঠোর পরিশ্রমের ফল পাওয়া শুরু হতে পারে, কেননা আপনি হয়ত ভালো কিছু পুরস্কার পাবেন । পেশার ক্ষেত্রে ভাগ্য আপানার খুবই সহায় থাকবে । যদিও আপনাকে সবসময় ভাগ্যের ওপরে নির্ভর করার পরিবর্তে নিজের পরিশ্রমের ওপর নির্ভর করতে হবে । সময় ও মেজাজ সামলানো কঠিন হয়ে পড়তে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.