ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 1st October: দুর্গাপুজোর মরশুমে কোন কোন রাশির অর্থ ও সম্মান প্রাপ্তি রয়েছে ? জানুন রাশিফলে - Horoscope

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে ? জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 1st October) ৷

Horoscope
রাশিফল
author img

By

Published : Oct 1, 2022, 12:01 AM IST

Horoscope
মেষ

মেষ: আপনি খুবই স্পর্শকাতর। আজ অনেকেই আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। তবে মনে রাখবেন যে, অকারণে বিরক্ত হলে শুধু জটিলতাই তৈরি হবে। সমস্যার জট খোলার জন্য নির্জন স্থানে বসে চিন্তা করুন।

Horoscope
বৃষ

বৃষ: আজ বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে নিশ্চিত করতে হবে যাতে ভুল বোঝাবুঝি বা মতামতের পার্থক্য আপনাদের মাঝে কোনওরকম ব্যবধান তৈরি করতে না পারে। যদি তা ঘটে, তাহলে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা দূর করুন। হতে পারে আপনি নিজের ধারণা ও অনুভূতি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন।

Horoscope
মিথুন

মিথুন: অন্যদের নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন এবং অনুভূতিপ্রবণ থাকবেন, এবং অনেককেই আশীর্বাদ জানাবেন। তবে, খুব বেশি আবেগপ্রবণ হওয়াও ঠিক নয়। কাজের জায়গায় এই আবেগ আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে।

Horoscope
কর্কট

কর্কট: আজকে আপনার হয়তো এমন কিছু অভিজ্ঞতা হবে, যা জীবনকে সম্পূর্ণ পালটে দেবে। ছোট ঘটনা, কোনও পর্যবেক্ষণ, কোনও দুঃখজনক ঘটনা, কোনও বিপর্যয় বা সহজ কোনও ভাবনাও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদিও আপনি এই পরিবর্তন খুব ভালোভাবে মেনে নিতে পারবেন না। আপনার স্বাস্থ্যের ওপর হয়তো এর খুব জোরালো প্রভাব পড়বে। আপনি জীবনসঙ্গীকে যত বেশি সম্মান করবেন, তার পরিবর্তে ততই বেশি ভালোবাসা পাবেন। সাংসারিক কিছু কাজকর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো আপনার প্রিয়তমের থেকে নতুন কিছু শেখার চেষ্টা করবেন।

Horoscope
সিংহ

সিংহ: ব্যস্ত থাকায় একেই বলে! আজকে হয়তো আপনাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হবে। সম্ভাবনা এই যে, আপনার দিনটি কাজ এবং ব্যবসা নিয়ে প্রবল ব্যস্ততায় কাটবে। আপনি হয়তো অফিশিয়াল কথাবার্তা এবং লেনদেনে ব্যস্ত থাকবেন। ওপরওয়ালাদের সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন। আজ খুব একটা আর্থিক লাভের সম্ভাবনা নেই। আর্থিক বিষয় নিয়ে আজ আপনি সম্ভবত খুব বেশি মাথা ঘামাবেন না।

Horoscope
কন্যা

কন্যা: আজকে আপনি খুবই শক্ত সমর্থ থাকবেন, কিন্তু আপনার মনে উষ্ণতার অভাব হবে না। ধৈর্য, ইতিবাচকতা এবং অসাধারণ শৈল্পিক দক্ষতা প্রাধান্য পাবে। আপনাকে কলা বিভাগের বিষয় নিয়ে পড়াশোনা করতে বলা হচ্ছে। আপনার গভীর জীবনবোধ সমাজের সেবা করতে আপনাকে সাহায্য করবে। আপনার সঙ্গীর ওপর কর্তৃত্ব ফলাবেন না, কেননা তা আপনার প্রিয়তমের দম বন্ধ করে দিতে পারে। গুরুত্বপূর্ণ মিটিং-এ আপনি আপনার ভাবনাচিন্তা স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারবেন।

Horoscope
তুলা

তুলা: আজকে, আপনি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি খোলাখুলি প্রকাশ করার এবং অন্যদের সঙ্গে ধারণার আদান-প্রদান করার সুযোগ পাবেন। মন খুলে কথা বলার ফলে, আপনার হৃদয় হালকা হবে এবং আপনি স্বস্তি অনুভব করবেন। আজকে, আপনার ব্যবসায়িক বুদ্ধি প্রশংসনীয়। স্বাস্থ্য ও মেজাজের দিক থেকে আজকের দিনটি ভালো। এছাড়াও, আজকে আপনি, আপনার পরিশ্রমের পুরস্কার পাবেন। এর ফলে আপনি ভাল বোধ করবেন।

Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: সামাজিকভাবে আপনি মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা পছন্দ করেন, কেননা সকল দৃষ্টি আপনার ওপরে নিবন্ধ থাকে। কিন্তু অশুভ দৃষ্টি সম্বন্ধে সতর্ক থাকুন, তাদের অভিপ্রায় ভালো হবে না। আপনি প্রবল একাগ্রতার সঙ্গে কাজ করবেন, ফলে নিজের সেরাটা দিতে পারবেন। পুরোদমে কাজ করার সঙ্গে সঙ্গে, আপনাকে আপনার প্রতিহিংসাপরায়ণ দিকটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের কারণে, অন্যদের উন্নতি আপনাকে বেশি অর্থ উপার্জনের জন্য অনুপ্রাণিত করবে।

Horoscope
ধনু

ধনু: আজকের দিনটি দীপ্তিময়, অচঞ্চল। দিনটা সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে কাটিয়ে জীবনে একটু বৈচিত্র্য আনুন, তাঁর সংসারের কাজে সাহায্যও করতে পারেন। রান্না করা, ঘর পরিষ্কার করার মতো নিত্যদিনের কাজও আপনাদের দু'জনের মধ্যে সম্পর্কের এক দৃঢ় বন্ধন তৈরি করবে।

Horoscope
মকর

মকর: আজকের দিনটা আপনারই! আপনার মনে হবে যা কিছু ঘটছে আপনার ভালোর জন্যই ঘটছে, কোনওরকম পরিশ্রমও করতে হচ্ছে না। অবচেতন মনে আপনি কিন্তু নিজের প্রতিভা ও সাফল্য দেখিয়ে সবাইকে তাক লাগাতে চান। বলাই বাহুল্য, আপনি তাতে সফল হবেন।

Horoscope
কুম্ভ

কুম্ভ: টাকাকড়ি সংক্রান্ত বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং সবধরনের আর্থিক লেনদেনে আপনার পরিবার আপনার উপস্থিতি কামনা করবে। কাজের জায়গায়, পরিস্থিতি বেশ স্বচ্ছন্দ থাকবে। নতুন প্রজেক্টও পেতে পারেন। সব মিলিয়ে আজকের দিনটি অত্যন্ত শুভ।

Horoscope
মীন

মীন: আজ নিত্যকর্ম থেকে দূরে থাকতে আপনি বিনোদন, আনন্দ ও বিশ্রামকে বেছে নেবেন। আজ নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হবে। এর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মন দিতে হবে। পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে আপনি ভালো বোধ করবেন।

Horoscope
মেষ

মেষ: আপনি খুবই স্পর্শকাতর। আজ অনেকেই আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। তবে মনে রাখবেন যে, অকারণে বিরক্ত হলে শুধু জটিলতাই তৈরি হবে। সমস্যার জট খোলার জন্য নির্জন স্থানে বসে চিন্তা করুন।

Horoscope
বৃষ

বৃষ: আজ বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে নিশ্চিত করতে হবে যাতে ভুল বোঝাবুঝি বা মতামতের পার্থক্য আপনাদের মাঝে কোনওরকম ব্যবধান তৈরি করতে না পারে। যদি তা ঘটে, তাহলে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা দূর করুন। হতে পারে আপনি নিজের ধারণা ও অনুভূতি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন।

Horoscope
মিথুন

মিথুন: অন্যদের নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন এবং অনুভূতিপ্রবণ থাকবেন, এবং অনেককেই আশীর্বাদ জানাবেন। তবে, খুব বেশি আবেগপ্রবণ হওয়াও ঠিক নয়। কাজের জায়গায় এই আবেগ আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে।

Horoscope
কর্কট

কর্কট: আজকে আপনার হয়তো এমন কিছু অভিজ্ঞতা হবে, যা জীবনকে সম্পূর্ণ পালটে দেবে। ছোট ঘটনা, কোনও পর্যবেক্ষণ, কোনও দুঃখজনক ঘটনা, কোনও বিপর্যয় বা সহজ কোনও ভাবনাও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদিও আপনি এই পরিবর্তন খুব ভালোভাবে মেনে নিতে পারবেন না। আপনার স্বাস্থ্যের ওপর হয়তো এর খুব জোরালো প্রভাব পড়বে। আপনি জীবনসঙ্গীকে যত বেশি সম্মান করবেন, তার পরিবর্তে ততই বেশি ভালোবাসা পাবেন। সাংসারিক কিছু কাজকর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো আপনার প্রিয়তমের থেকে নতুন কিছু শেখার চেষ্টা করবেন।

Horoscope
সিংহ

সিংহ: ব্যস্ত থাকায় একেই বলে! আজকে হয়তো আপনাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হবে। সম্ভাবনা এই যে, আপনার দিনটি কাজ এবং ব্যবসা নিয়ে প্রবল ব্যস্ততায় কাটবে। আপনি হয়তো অফিশিয়াল কথাবার্তা এবং লেনদেনে ব্যস্ত থাকবেন। ওপরওয়ালাদের সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন। আজ খুব একটা আর্থিক লাভের সম্ভাবনা নেই। আর্থিক বিষয় নিয়ে আজ আপনি সম্ভবত খুব বেশি মাথা ঘামাবেন না।

Horoscope
কন্যা

কন্যা: আজকে আপনি খুবই শক্ত সমর্থ থাকবেন, কিন্তু আপনার মনে উষ্ণতার অভাব হবে না। ধৈর্য, ইতিবাচকতা এবং অসাধারণ শৈল্পিক দক্ষতা প্রাধান্য পাবে। আপনাকে কলা বিভাগের বিষয় নিয়ে পড়াশোনা করতে বলা হচ্ছে। আপনার গভীর জীবনবোধ সমাজের সেবা করতে আপনাকে সাহায্য করবে। আপনার সঙ্গীর ওপর কর্তৃত্ব ফলাবেন না, কেননা তা আপনার প্রিয়তমের দম বন্ধ করে দিতে পারে। গুরুত্বপূর্ণ মিটিং-এ আপনি আপনার ভাবনাচিন্তা স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারবেন।

Horoscope
তুলা

তুলা: আজকে, আপনি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি খোলাখুলি প্রকাশ করার এবং অন্যদের সঙ্গে ধারণার আদান-প্রদান করার সুযোগ পাবেন। মন খুলে কথা বলার ফলে, আপনার হৃদয় হালকা হবে এবং আপনি স্বস্তি অনুভব করবেন। আজকে, আপনার ব্যবসায়িক বুদ্ধি প্রশংসনীয়। স্বাস্থ্য ও মেজাজের দিক থেকে আজকের দিনটি ভালো। এছাড়াও, আজকে আপনি, আপনার পরিশ্রমের পুরস্কার পাবেন। এর ফলে আপনি ভাল বোধ করবেন।

Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: সামাজিকভাবে আপনি মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা পছন্দ করেন, কেননা সকল দৃষ্টি আপনার ওপরে নিবন্ধ থাকে। কিন্তু অশুভ দৃষ্টি সম্বন্ধে সতর্ক থাকুন, তাদের অভিপ্রায় ভালো হবে না। আপনি প্রবল একাগ্রতার সঙ্গে কাজ করবেন, ফলে নিজের সেরাটা দিতে পারবেন। পুরোদমে কাজ করার সঙ্গে সঙ্গে, আপনাকে আপনার প্রতিহিংসাপরায়ণ দিকটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের কারণে, অন্যদের উন্নতি আপনাকে বেশি অর্থ উপার্জনের জন্য অনুপ্রাণিত করবে।

Horoscope
ধনু

ধনু: আজকের দিনটি দীপ্তিময়, অচঞ্চল। দিনটা সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে কাটিয়ে জীবনে একটু বৈচিত্র্য আনুন, তাঁর সংসারের কাজে সাহায্যও করতে পারেন। রান্না করা, ঘর পরিষ্কার করার মতো নিত্যদিনের কাজও আপনাদের দু'জনের মধ্যে সম্পর্কের এক দৃঢ় বন্ধন তৈরি করবে।

Horoscope
মকর

মকর: আজকের দিনটা আপনারই! আপনার মনে হবে যা কিছু ঘটছে আপনার ভালোর জন্যই ঘটছে, কোনওরকম পরিশ্রমও করতে হচ্ছে না। অবচেতন মনে আপনি কিন্তু নিজের প্রতিভা ও সাফল্য দেখিয়ে সবাইকে তাক লাগাতে চান। বলাই বাহুল্য, আপনি তাতে সফল হবেন।

Horoscope
কুম্ভ

কুম্ভ: টাকাকড়ি সংক্রান্ত বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং সবধরনের আর্থিক লেনদেনে আপনার পরিবার আপনার উপস্থিতি কামনা করবে। কাজের জায়গায়, পরিস্থিতি বেশ স্বচ্ছন্দ থাকবে। নতুন প্রজেক্টও পেতে পারেন। সব মিলিয়ে আজকের দিনটি অত্যন্ত শুভ।

Horoscope
মীন

মীন: আজ নিত্যকর্ম থেকে দূরে থাকতে আপনি বিনোদন, আনন্দ ও বিশ্রামকে বেছে নেবেন। আজ নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হবে। এর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মন দিতে হবে। পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে আপনি ভালো বোধ করবেন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.