ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 17th October: কর্মক্ষেত্রে পদোন্নতি কোন কোন রাশির, জানুন রাশিফলে - মেষ

দীর্ঘদিনের ফেলে রাখা কাজ সম্পন্ন করবেন কেউ ৷ আবার আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে নাজেহাল হবেন অনেকে ৷ কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 17th October) ৷

Etv Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Oct 17, 2022, 12:02 AM IST

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আপনি সৃজনশীল ৷ আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা কাজে প্রমাণিত হবে ৷ তার ফলে আপনি সফল হবেন । আপনি উচ্চাকাঙ্খী, কিন্তু এত বেশি কাজ হাতে নেবেন না, যা সামলানো অসম্ভব । আপনার দক্ষতায় বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন ও দৈবে আস্থা রাখুন । আপনার তথ্য অনুসন্ধানের স্বভাব আপনার ও আপনার ভালোবাসার মানুষের মধ্যে এক বুদ্ধিদীপ্ত সংযোগ স্থাপন করবে । জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটিয়ে আত্মাকে পুনর্জীবন দান করার চিন্তাটি ভালো । আর্থিক দিক থেকেও আজ আপনি উঁচু লক্ষ্য স্থির করবেন ৷ অপ্রত্যাশিত কিছু উপার্জনের আশা করবেন।

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: কেনাকাটা করার সময়, আজ অনিবার্য অর্থ ব্যয় আটকানো আপনার জন্য কঠিন হবে । আপনাকে কেউ দমিয়ে রাখতে পারে না ৷ আজ যদি কেউ আপনাকে হুকুম করতে যায়, তাহলে তার খুবই সমস্যা হবে । বিপরীত লিঙ্গের মানুষের জন্য আপনি আজ অর্থ খরচ করবেন । আপনি পদ্ধতি মেনে ও সুবিবেচিত উপায়ে কাজ করবেন, যাতে কর্মক্ষেত্রেও উচ্চমানের কাজ দেওয়া যায় ।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে । দ্বিতীয় স্থানে থাকা যে কি, তা আপনি জানেনই না । সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে আলাপ হওয়া, আপনার সঙ্কল্পকে আরও দৃঢ় করে তুলবে । সেরা হওয়ার বাসনা আপনাকে সেই সকল বিষয়ে আগ্রহী করে তোলে ৷ যা কিনা আপনাকে উন্নতিতে সাহায্য করতে পারে । আপনি নতুন বিষয়ও পড়তে পারেন । প্রেমের ক্ষেত্রেও দিনটি আপনার জন্য একইরকম ভালো । সব মিলিয়ে আজ আপনি খুব ভালো মেজাজে থাকবেন ।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি যদি স্টকব্রোকার হন, তাহলে আপনার মনে হতে পারে যে আপনার সময় খুব একটা ভালো যাচ্ছে না । নির্মাতাদের নতুন পণ্য বাজারজাত করার সময় পিছিয়ে দিতে হবে । যদিও অপেক্ষা করার পরে আপনি যখন পণ্যটি বাজারজাত করার পর তার চাহিদা বেড়ে যেতে পারে । দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যত নিয়ে আপনি চিন্তিত নন । আপনি এমন সব কাজে শক্তি ও সময় খরচ করবেন যা অবিলম্বে না করলেও চলে, ফলে জরুরি কাজগুলি ক্ষতিগ্রস্থ হবে ।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: আপনার সহযোগী ও অমায়িক স্বভাব লোকজনকে প্রভাবিত হবে । আপনি সমমনোভাবাপন্ন লোকজনের সান্নিধ্যে আসবেন । আর্থিক দিক থেকে নক্ষত্র আপনার অনুকূলে আছে ৷ আপনার উপার্জন বাড়তে পারে। এই সুযোগ হাতছাড়া করবেন না ৷ দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করুন । আজ কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতার কারণে আপনি প্রশংসা কুড়োবেন ।

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা: বাধাবিপত্তির কারণে মনমরা হয়ে পড়বেন না ৷ কাজ সুষ্ঠভাবে শেষ করার ক্ষেত্রে আপনার যৌক্তিক ক্ষমতা ও বিচারবুদ্ধি আপনাকে সাহায্য করবে । আপনার প্রাত্যহিক রুটিন ভালো করে গুছিয়ে নিন ও জটিল সমস্যার সমাধানের আরও ভালো কৌশল খুঁজে বার করুন । বুদ্ধি, প্রতিভার মাধ্যমে আপনি আজ অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: আপনি দারুণ খুশী থাকবেন আজ ৷ আপনার সঙ্গীকে খুশি করতে যা কিছু প্রয়োজন তা করতে প্রস্তুত আপনি । আপনার প্রিয়জনের সঙ্গে একটি দুর্দান্ত সন্ধ্যা কাটাতে পেরে সন্তুষ্ট হবেন । আপনার আর্থিক অগ্রগতির জন্য আপনি ভাগ্য এবং অন্যদের উপর নির্ভর করবেন । তবে, আপনার প্রচেষ্টাটি আর্থিক সাফল্যে খুব বেশি অবদান রাখতে পারবে না । আনন্দ করুন ৷ কর্মক্ষেত্রে আপনার পারিশ্রমিক নিয়ে আলোচনা করতে পারেন । এটি আপনাকে চাকরিতে সুরক্ষিত বোধ করাতে পারে এবং আপনার উৎপাদনশীলতা বহুগুণ বেড়ে যাবে ।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: কর্মক্ষেত্রে নানা ঘটনার প্রবাহ হয়ত আপনাকে সারাদিন ব্যস্ত রাখবে । একই সঙ্গে নানা কাজ করার ফলে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হবে তা আপনি সামলাতে পারবেন না । তবে আপনার সহনশীলতার কারণে আপনি হয়ত লড়াকু হয়ে উঠবেন । আপনাকে ধীরস্থির হতে হবে ৷ তবেই সমস্যার সমাধান করতে পারবেন । ইতিবাচক ও আশাবাদী ভাবনাচিন্তা আপনার খুবই উপকার করবে ।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আজ সবার মন জয় করে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন । অন্যদের মন নিয়ে আপনার যে মনজ্ঞ মতামত, তা নিয়ে আপনি বই লিখে ফেলতে পারেন ৷ প্রেমের যুদ্ধক্ষেত্রে আপনি নতুন করে আপনার প্রিয়তমের মন জয় করে নেবেন ৷ আপনার প্রিয়জনের প্রতি আপনি হয়ত মনোযোগ হারাবেন । নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দূরত্বও বেড়ে যেতে পারে । ভালোবাসার মানুষটির প্রতি অমায়িক থাকুন ৷ তার দিকে মনোযোগ দিন, তাতে আপনার লাভ হবে ।

Etv Bharat Horoscope
মকর

মকর: কাজের চাপে আপনার প্রাণোশক্তি নিঃশেষ করে আপনাকে ক্লান্ত ও অবসন্ন করে তুলবে ৷ কিন্তু এই পরিস্থিতি আপনার সুনামের কোনও ক্ষতি করার আগেই আপনি তার থেকে বেরিয়ে আসবেন । মিটিং-এ মনোযোগ দিলেও সজাগ থাকলে ভবিষ্যতে আপনার লাভ হবে ৷ আজকের দিনের আপনার মন্ত্র হলো স্বাস্থ্যই সম্পদ । আপনি নিজের মঙ্গল নিয়ে সচেতন থাকবেন, কেননা সম্প্রতি দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে আপনার স্বাস্থ্য খারাপ হয়েছিল ।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনি যোগাযোগ স্থাপনে দক্ষ ৷ কিন্তু, সমস্যা একটাই । আপনার আবেগ আপনি নিজেই স্পষ্টভাবে বোঝেন না, যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে ৷ নিজের আবেগ-অনুভূতি স্পষ্টভাবে বোঝা নিশ্চিত করুন ৷ এই বিভ্রান্তির ভিত্তিতে কোনও সর্বনাশা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না । আর্থিক বিষয়ে আপনার সহজাত বুদ্ধি প্রখর থাকবে ৷ কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবনাচিন্তা করলে মাথা ঘেঁটে যেতে পারে ।

Etv Bharat Horoscope
মীন

মীন: কর্মক্ষেত্রে যারা পদোন্নতি চাইছেন, দাবি জানানোর এটিই সঠিক সময় । ফ্রিলান্সারদের হাতে কোনও চিত্তাকর্ষক কাজ এসে পড়তে পারে । ব্যবসার ক্ষেত্রে লাভের অঙ্ক বৃদ্ধির সম্ভাবনা আছে । ব্যক্তিগত জীবনে কোনও দ্বন্দ্বের ইঙ্গিত নেই । আপনি যুক্তিযুক্ত ভাবেই চিন্তা করবেন ৷ কিন্তু আপনি মনের নরম কথা শুনেই কাজ করবেন । এর ফলে আপনার উদ্যোম দিশা হারাতে পারে ৷ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন।

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আপনি সৃজনশীল ৷ আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা কাজে প্রমাণিত হবে ৷ তার ফলে আপনি সফল হবেন । আপনি উচ্চাকাঙ্খী, কিন্তু এত বেশি কাজ হাতে নেবেন না, যা সামলানো অসম্ভব । আপনার দক্ষতায় বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন ও দৈবে আস্থা রাখুন । আপনার তথ্য অনুসন্ধানের স্বভাব আপনার ও আপনার ভালোবাসার মানুষের মধ্যে এক বুদ্ধিদীপ্ত সংযোগ স্থাপন করবে । জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটিয়ে আত্মাকে পুনর্জীবন দান করার চিন্তাটি ভালো । আর্থিক দিক থেকেও আজ আপনি উঁচু লক্ষ্য স্থির করবেন ৷ অপ্রত্যাশিত কিছু উপার্জনের আশা করবেন।

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: কেনাকাটা করার সময়, আজ অনিবার্য অর্থ ব্যয় আটকানো আপনার জন্য কঠিন হবে । আপনাকে কেউ দমিয়ে রাখতে পারে না ৷ আজ যদি কেউ আপনাকে হুকুম করতে যায়, তাহলে তার খুবই সমস্যা হবে । বিপরীত লিঙ্গের মানুষের জন্য আপনি আজ অর্থ খরচ করবেন । আপনি পদ্ধতি মেনে ও সুবিবেচিত উপায়ে কাজ করবেন, যাতে কর্মক্ষেত্রেও উচ্চমানের কাজ দেওয়া যায় ।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে । দ্বিতীয় স্থানে থাকা যে কি, তা আপনি জানেনই না । সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে আলাপ হওয়া, আপনার সঙ্কল্পকে আরও দৃঢ় করে তুলবে । সেরা হওয়ার বাসনা আপনাকে সেই সকল বিষয়ে আগ্রহী করে তোলে ৷ যা কিনা আপনাকে উন্নতিতে সাহায্য করতে পারে । আপনি নতুন বিষয়ও পড়তে পারেন । প্রেমের ক্ষেত্রেও দিনটি আপনার জন্য একইরকম ভালো । সব মিলিয়ে আজ আপনি খুব ভালো মেজাজে থাকবেন ।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি যদি স্টকব্রোকার হন, তাহলে আপনার মনে হতে পারে যে আপনার সময় খুব একটা ভালো যাচ্ছে না । নির্মাতাদের নতুন পণ্য বাজারজাত করার সময় পিছিয়ে দিতে হবে । যদিও অপেক্ষা করার পরে আপনি যখন পণ্যটি বাজারজাত করার পর তার চাহিদা বেড়ে যেতে পারে । দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যত নিয়ে আপনি চিন্তিত নন । আপনি এমন সব কাজে শক্তি ও সময় খরচ করবেন যা অবিলম্বে না করলেও চলে, ফলে জরুরি কাজগুলি ক্ষতিগ্রস্থ হবে ।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: আপনার সহযোগী ও অমায়িক স্বভাব লোকজনকে প্রভাবিত হবে । আপনি সমমনোভাবাপন্ন লোকজনের সান্নিধ্যে আসবেন । আর্থিক দিক থেকে নক্ষত্র আপনার অনুকূলে আছে ৷ আপনার উপার্জন বাড়তে পারে। এই সুযোগ হাতছাড়া করবেন না ৷ দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করুন । আজ কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতার কারণে আপনি প্রশংসা কুড়োবেন ।

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা: বাধাবিপত্তির কারণে মনমরা হয়ে পড়বেন না ৷ কাজ সুষ্ঠভাবে শেষ করার ক্ষেত্রে আপনার যৌক্তিক ক্ষমতা ও বিচারবুদ্ধি আপনাকে সাহায্য করবে । আপনার প্রাত্যহিক রুটিন ভালো করে গুছিয়ে নিন ও জটিল সমস্যার সমাধানের আরও ভালো কৌশল খুঁজে বার করুন । বুদ্ধি, প্রতিভার মাধ্যমে আপনি আজ অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: আপনি দারুণ খুশী থাকবেন আজ ৷ আপনার সঙ্গীকে খুশি করতে যা কিছু প্রয়োজন তা করতে প্রস্তুত আপনি । আপনার প্রিয়জনের সঙ্গে একটি দুর্দান্ত সন্ধ্যা কাটাতে পেরে সন্তুষ্ট হবেন । আপনার আর্থিক অগ্রগতির জন্য আপনি ভাগ্য এবং অন্যদের উপর নির্ভর করবেন । তবে, আপনার প্রচেষ্টাটি আর্থিক সাফল্যে খুব বেশি অবদান রাখতে পারবে না । আনন্দ করুন ৷ কর্মক্ষেত্রে আপনার পারিশ্রমিক নিয়ে আলোচনা করতে পারেন । এটি আপনাকে চাকরিতে সুরক্ষিত বোধ করাতে পারে এবং আপনার উৎপাদনশীলতা বহুগুণ বেড়ে যাবে ।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: কর্মক্ষেত্রে নানা ঘটনার প্রবাহ হয়ত আপনাকে সারাদিন ব্যস্ত রাখবে । একই সঙ্গে নানা কাজ করার ফলে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হবে তা আপনি সামলাতে পারবেন না । তবে আপনার সহনশীলতার কারণে আপনি হয়ত লড়াকু হয়ে উঠবেন । আপনাকে ধীরস্থির হতে হবে ৷ তবেই সমস্যার সমাধান করতে পারবেন । ইতিবাচক ও আশাবাদী ভাবনাচিন্তা আপনার খুবই উপকার করবে ।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আজ সবার মন জয় করে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন । অন্যদের মন নিয়ে আপনার যে মনজ্ঞ মতামত, তা নিয়ে আপনি বই লিখে ফেলতে পারেন ৷ প্রেমের যুদ্ধক্ষেত্রে আপনি নতুন করে আপনার প্রিয়তমের মন জয় করে নেবেন ৷ আপনার প্রিয়জনের প্রতি আপনি হয়ত মনোযোগ হারাবেন । নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দূরত্বও বেড়ে যেতে পারে । ভালোবাসার মানুষটির প্রতি অমায়িক থাকুন ৷ তার দিকে মনোযোগ দিন, তাতে আপনার লাভ হবে ।

Etv Bharat Horoscope
মকর

মকর: কাজের চাপে আপনার প্রাণোশক্তি নিঃশেষ করে আপনাকে ক্লান্ত ও অবসন্ন করে তুলবে ৷ কিন্তু এই পরিস্থিতি আপনার সুনামের কোনও ক্ষতি করার আগেই আপনি তার থেকে বেরিয়ে আসবেন । মিটিং-এ মনোযোগ দিলেও সজাগ থাকলে ভবিষ্যতে আপনার লাভ হবে ৷ আজকের দিনের আপনার মন্ত্র হলো স্বাস্থ্যই সম্পদ । আপনি নিজের মঙ্গল নিয়ে সচেতন থাকবেন, কেননা সম্প্রতি দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে আপনার স্বাস্থ্য খারাপ হয়েছিল ।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনি যোগাযোগ স্থাপনে দক্ষ ৷ কিন্তু, সমস্যা একটাই । আপনার আবেগ আপনি নিজেই স্পষ্টভাবে বোঝেন না, যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে ৷ নিজের আবেগ-অনুভূতি স্পষ্টভাবে বোঝা নিশ্চিত করুন ৷ এই বিভ্রান্তির ভিত্তিতে কোনও সর্বনাশা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না । আর্থিক বিষয়ে আপনার সহজাত বুদ্ধি প্রখর থাকবে ৷ কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবনাচিন্তা করলে মাথা ঘেঁটে যেতে পারে ।

Etv Bharat Horoscope
মীন

মীন: কর্মক্ষেত্রে যারা পদোন্নতি চাইছেন, দাবি জানানোর এটিই সঠিক সময় । ফ্রিলান্সারদের হাতে কোনও চিত্তাকর্ষক কাজ এসে পড়তে পারে । ব্যবসার ক্ষেত্রে লাভের অঙ্ক বৃদ্ধির সম্ভাবনা আছে । ব্যক্তিগত জীবনে কোনও দ্বন্দ্বের ইঙ্গিত নেই । আপনি যুক্তিযুক্ত ভাবেই চিন্তা করবেন ৷ কিন্তু আপনি মনের নরম কথা শুনেই কাজ করবেন । এর ফলে আপনার উদ্যোম দিশা হারাতে পারে ৷ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.