ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 12th April: ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাবেন তুলা রাশির জাতক- জাতিকারা - বৃষ

কেউ কঠোর পরিশ্রম করেও অনেক দেরিতে ফল পান আবার অনেকে সহজেই উন্নতির শিখরে পৌঁছে যান ৷ শুভকাজ শুরুর আগে আপনার রাশিতে গ্রহের অবস্থান ও আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Apr 12, 2023, 12:01 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি আবেগপ্রবণ থাকবেন ৷ যার ফলে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে । অতিরিক্ত উৎসাহের সঙ্গে আপনি পড়ে থাকা কাজ শেষ করতে পারেন ৷ বাকি সময়ে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও চিন্তা করতে পারেন । নিজের অতীত ভুলগুলি নিয়েও ভাবতে পারেন ৷ সেগুলি শোধরানোর চেষ্টা করতে পারেন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ আপনি উৎসাহ ও প্রাণশক্তিতে ভরপুর থাকবেন । মজা করতে আর নিজের সঙ্গে সঙ্গে বাকিদের মনোরঞ্জন করারও ইচ্ছে হবে । পুরানো বন্ধুদের সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে ৷ বর্তমান সময় আপনি প্রাণভরে উপভোগ করবেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ আপনার মধ্যে পরস্পরবিরোধী আবেগ কাজ করবে । আপনার ব্যক্তিগত ও কর্মজীবন দু’টোই সমান গুরুত্বপূর্ণ । আর সেইজন্যই এই দুইয়ের চাহিদা পূরণ করতে আপনাকে বেশ নাজেহাল হতে হবে । তবে, ভালো খবর হল আপনি নিজের সব দায়িত্ব পালনে সফল হবেন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আজ, আপনার প্রেমে পড়ার দিন । গভীর প্রেমের আবেগে ভাসতে চলেছেন আপনি । তবে, ঘটনা শুধুমাত্র এইটুকুতেই থেমে থাকবে না । এই অভিজ্ঞতা বারংবার উপভোগ করতেও পারেন ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: প্রশংসায় ভেসে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন । আক্ষরিক অর্থে না হলেও এটুকু বলা যায় যে, কাজের জায়গায় আপনার দীর্ঘ পরিশ্রমের স্বীকৃতি আজ অবশ্যই পাবেন । পাশাপাশি সহকর্মীদের সমর্থন আর উর্ধ্বতন ব্যক্তিদের শুভেচ্ছা পেয়ে হয়তো নতুন কোনও প্রোজেক্টের দায়িত্বও নিতে পারেন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আজ করণীয় কাজগুলি লিখে ফেলুন । তবে, শুধু কাগজে লিখে রাখলেই হবে না, প্রয়োজনীয়তা অনুযায়ী বাস্তবসম্মতভাবে লক্ষ্য স্থির করুন । সেইসঙ্গে, সবার আগে করার কাজগুলিকে তালিকার উপরে চিহ্নিত করে রাখুন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজ বন্ধুদের থেকে নিজের প্রেমিক-প্রেমিকার সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন । মনের কথা বলার ও বিভিন্ন সুযোগের সদ্ব্যবহার করার জন্য আজ দিনটি বেশ ভালো । প্রেমিক-প্রেমিকাকে বিয়ের প্রস্তাব জানানো বা অবাক করে দেওয়ার জন্য ভালো সময় ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি চৌমাথায় দাঁড়িয়ে আছেন, অথচ কোন পথে যাবেন বুঝতে পারছেন না । ব্যক্তিগত জীবন সম্পর্কিত কোনও বিশেষ সিদ্ধান্ত সম্পর্কে চিন্তা করে চলেছেন । এই কারণে আপনার রোজের জীবনযাপন ব্যাহত হতে দেবেন না ৷ অন্যথায় কাজের জায়গায় ও প্রিয়জনদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: বিশৃঙ্খলা-বিভ্রান্তির মধ্যে দিকনির্দেশ ও গন্তব্য ভুলে যাবেন না । আজ হয়তো আপনার সময় কম পড়বে এবং শান্তিপূর্ণ একটি মুহূর্তও খুঁজে পাবেন না । এই সময় একটু বিরতি নেওয়া অপরাধ নয়, নিয়েই ফেলুন । একটি আনন্দময় এবং মনোরম দিন আপনার জন্য অপেক্ষা করছে । রোম্যান্স উচ্চতার শিখরে থাকবে । আপনার ব্যয়বহুল, অপব্যয়ী স্বভাবটি আজ সক্রিয় থাকবে । জিনিসপত্র কেনার আকাঙ্ক্ষা আপনার প্রবল থাকবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আজকের নানাদিক থেকে আপনার অর্থ উপার্জন হবে ৷ কিন্তু তা আবার পকেট থেকে বেরিয়েও যাবে । আপনার উপার্জনের হিসেব রাখুন, কিন্তু খরচের দিকে বেশি নজর রাখুন । কর্মক্ষেত্রে পরিস্থিতি একটু কঠিন হতে পারে ৷ কিন্তু আপনার সহজাত ও অর্জিত দক্ষতা এবং অতীতের অভিজ্ঞতার সাহায্যে আপনি সেই সমস্যাগুলি থেকে রেহাই পাবেন । সম্পর্কের ক্ষেত্রে, আজ দিনটি বেশি দুর্ভাগ্যজনক । সম্পত্তিতে অর্থ বিনিয়োগের জন্য এটি আদর্শ সময় ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আজকের দিনটি স্বাভাবিক বলেই মনে হচ্ছে ৷ কেননা আপনার অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্ষীণ । আজ সব থেকে ভালো বিষয় হল আপনার অনিন্দ্যসুন্দর দক্ষতা ৷ যার সাহায্যে আপনি সাধারণ কাজও ভালোভাবে সামলান । নতুন লোকজনদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আপনি জীবনের নতুন অর্থ খুঁজে পাবেন । আজ সারাদিন আপনি সম্ভবত আর্থিক বিষয় নিয়ে চিন্তা করবেন । সৌভাগ্যক্রমে, আজকের দিনটি মুনাফা অর্জনের দিন । নানা উপায়ে আপনার লাভ হবে ।

ETV Bharat Horoscope
মীন

মীন: শুরু ভালোভাবে করতে পারলে, অর্ধেক কাজ হয়ে যায় । ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করতে পারেন ৷ কাজেই আপনি শান্তিতে থাকবেন । আজ সম্ভবত আপনি, আপনার পেশাগত লক্ষ্যের দিকে খুব বেশি একাগ্র থাকবেন । ভালো স্বাস্থ্য এবং সম্পূর্ণ মনোযোগের কারণে দিনটি খুবই ভালো যাবে ।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি আবেগপ্রবণ থাকবেন ৷ যার ফলে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে । অতিরিক্ত উৎসাহের সঙ্গে আপনি পড়ে থাকা কাজ শেষ করতে পারেন ৷ বাকি সময়ে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও চিন্তা করতে পারেন । নিজের অতীত ভুলগুলি নিয়েও ভাবতে পারেন ৷ সেগুলি শোধরানোর চেষ্টা করতে পারেন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ আপনি উৎসাহ ও প্রাণশক্তিতে ভরপুর থাকবেন । মজা করতে আর নিজের সঙ্গে সঙ্গে বাকিদের মনোরঞ্জন করারও ইচ্ছে হবে । পুরানো বন্ধুদের সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে ৷ বর্তমান সময় আপনি প্রাণভরে উপভোগ করবেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ আপনার মধ্যে পরস্পরবিরোধী আবেগ কাজ করবে । আপনার ব্যক্তিগত ও কর্মজীবন দু’টোই সমান গুরুত্বপূর্ণ । আর সেইজন্যই এই দুইয়ের চাহিদা পূরণ করতে আপনাকে বেশ নাজেহাল হতে হবে । তবে, ভালো খবর হল আপনি নিজের সব দায়িত্ব পালনে সফল হবেন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আজ, আপনার প্রেমে পড়ার দিন । গভীর প্রেমের আবেগে ভাসতে চলেছেন আপনি । তবে, ঘটনা শুধুমাত্র এইটুকুতেই থেমে থাকবে না । এই অভিজ্ঞতা বারংবার উপভোগ করতেও পারেন ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: প্রশংসায় ভেসে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন । আক্ষরিক অর্থে না হলেও এটুকু বলা যায় যে, কাজের জায়গায় আপনার দীর্ঘ পরিশ্রমের স্বীকৃতি আজ অবশ্যই পাবেন । পাশাপাশি সহকর্মীদের সমর্থন আর উর্ধ্বতন ব্যক্তিদের শুভেচ্ছা পেয়ে হয়তো নতুন কোনও প্রোজেক্টের দায়িত্বও নিতে পারেন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আজ করণীয় কাজগুলি লিখে ফেলুন । তবে, শুধু কাগজে লিখে রাখলেই হবে না, প্রয়োজনীয়তা অনুযায়ী বাস্তবসম্মতভাবে লক্ষ্য স্থির করুন । সেইসঙ্গে, সবার আগে করার কাজগুলিকে তালিকার উপরে চিহ্নিত করে রাখুন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজ বন্ধুদের থেকে নিজের প্রেমিক-প্রেমিকার সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন । মনের কথা বলার ও বিভিন্ন সুযোগের সদ্ব্যবহার করার জন্য আজ দিনটি বেশ ভালো । প্রেমিক-প্রেমিকাকে বিয়ের প্রস্তাব জানানো বা অবাক করে দেওয়ার জন্য ভালো সময় ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি চৌমাথায় দাঁড়িয়ে আছেন, অথচ কোন পথে যাবেন বুঝতে পারছেন না । ব্যক্তিগত জীবন সম্পর্কিত কোনও বিশেষ সিদ্ধান্ত সম্পর্কে চিন্তা করে চলেছেন । এই কারণে আপনার রোজের জীবনযাপন ব্যাহত হতে দেবেন না ৷ অন্যথায় কাজের জায়গায় ও প্রিয়জনদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: বিশৃঙ্খলা-বিভ্রান্তির মধ্যে দিকনির্দেশ ও গন্তব্য ভুলে যাবেন না । আজ হয়তো আপনার সময় কম পড়বে এবং শান্তিপূর্ণ একটি মুহূর্তও খুঁজে পাবেন না । এই সময় একটু বিরতি নেওয়া অপরাধ নয়, নিয়েই ফেলুন । একটি আনন্দময় এবং মনোরম দিন আপনার জন্য অপেক্ষা করছে । রোম্যান্স উচ্চতার শিখরে থাকবে । আপনার ব্যয়বহুল, অপব্যয়ী স্বভাবটি আজ সক্রিয় থাকবে । জিনিসপত্র কেনার আকাঙ্ক্ষা আপনার প্রবল থাকবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আজকের নানাদিক থেকে আপনার অর্থ উপার্জন হবে ৷ কিন্তু তা আবার পকেট থেকে বেরিয়েও যাবে । আপনার উপার্জনের হিসেব রাখুন, কিন্তু খরচের দিকে বেশি নজর রাখুন । কর্মক্ষেত্রে পরিস্থিতি একটু কঠিন হতে পারে ৷ কিন্তু আপনার সহজাত ও অর্জিত দক্ষতা এবং অতীতের অভিজ্ঞতার সাহায্যে আপনি সেই সমস্যাগুলি থেকে রেহাই পাবেন । সম্পর্কের ক্ষেত্রে, আজ দিনটি বেশি দুর্ভাগ্যজনক । সম্পত্তিতে অর্থ বিনিয়োগের জন্য এটি আদর্শ সময় ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আজকের দিনটি স্বাভাবিক বলেই মনে হচ্ছে ৷ কেননা আপনার অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্ষীণ । আজ সব থেকে ভালো বিষয় হল আপনার অনিন্দ্যসুন্দর দক্ষতা ৷ যার সাহায্যে আপনি সাধারণ কাজও ভালোভাবে সামলান । নতুন লোকজনদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আপনি জীবনের নতুন অর্থ খুঁজে পাবেন । আজ সারাদিন আপনি সম্ভবত আর্থিক বিষয় নিয়ে চিন্তা করবেন । সৌভাগ্যক্রমে, আজকের দিনটি মুনাফা অর্জনের দিন । নানা উপায়ে আপনার লাভ হবে ।

ETV Bharat Horoscope
মীন

মীন: শুরু ভালোভাবে করতে পারলে, অর্ধেক কাজ হয়ে যায় । ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করতে পারেন ৷ কাজেই আপনি শান্তিতে থাকবেন । আজ সম্ভবত আপনি, আপনার পেশাগত লক্ষ্যের দিকে খুব বেশি একাগ্র থাকবেন । ভালো স্বাস্থ্য এবং সম্পূর্ণ মনোযোগের কারণে দিনটি খুবই ভালো যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.