ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 10th August: বুধে প্রেমে সাফল্য পাবেন কারা জানুন রাশিফলে - Etv Bharat Horoscope for 10th August

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 10th August) ৷

Etv Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Aug 10, 2022, 12:02 AM IST

Etv Bharat Horoscope
মেষ

মেষ: ভালোবাসার মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর ফলে আনন্দে থাকবেন ৷ আর্থিক ভাগ্য আপনার সহায় আছে আজ ৷ সব মিলিয়ে আজ আপনার ভাগ্য খুবই ভালো যাবে। উপার্জন বাড়ানোর নতুন রাস্তা আপনি খুঁজে বার করতে পারবেন। তার জন্য প্রয়োজনীয় তথ্য আপনি জোগাড় করতে পারবেন। নক্ষত্রেরা আপনাকে পেশার ক্ষেত্রে সমর্থন জোগাবে।

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: ব্যক্তিগত জীবনে যা ঘটছে তা নিয়ে আপনি হয়ত খুশি থাকবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য সহকারে সমস্যা নিয়ে আলোচনা করা ও অবিলম্বে তা মিটমাট করে ফেলা ভালো। রাগকে নিয়ন্ত্রণে রাখুন ৷ সম্পর্কও মসৃণভাবে এগোবে। আজ আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে ।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: প্রেমের ক্ষেত্রে কোনওরকম সমস্যা নেই। আপনার পরিবার ও ভালোবাসার মানুষের সঙ্গে মসৃণ জীবন যাপন করবেন। যদিও দায়িত্ব নেওয়ার ব্যাপারটি আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। দিনের প্রথম ভাগে আর্থিক সমস্যা খুব একটা থাকবে না ৷ আপনার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে আর্থিক লেনদেনের নিয়ে সতর্ক থাকুন। লোকজনের ঈর্ষা আপনার উদ্যমের ওপরে প্রভাব ফেলবে।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি আজ ভালোবাসার মানুষের সঙ্গে করে কেনাকাটা করতে যেতে পারেন ৷ আজ আপনার সঙ্গীর সঙ্গে নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন । আপনার নতুন সুযোগকে ওকাজে লাগাতে হবে ৷ আপনি আজ আসবাবপত্র কেনার জন্য খরচ হবে ৷ আপনার অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে ৷ আপনার মানসিক সন্তুষ্টি থাকবে। ভাবাবেগের প্রবাহ আপনার স্বাস্থ্য ও মেজাজের উপর প্রভাব ফেলতে পারে।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: আজ আপনার কর্মস্থলে সারাদিন ভালোভাবে কাটবে ৷ প্রেয়সীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাইবেন। দিনের প্রথমার্ধে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা লাভবান হতে পারেন। সারাদিন আপনি কর্মচঞ্চল থাকবেন। বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকে নিজের কর্মশক্তিকে কাজে লাগাতে পারবেন। দিনের প্রথমার্দ্ধ ব্যস্ততার মধ্যে কাটবে। আপনি সারাদিন কঠোর পরিশ্রম করবেন।

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা: প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আরও বেশি মনোযোগী এবং ধৈর্য্যশীল হতে হবে। আপনি আপনার সঙ্গীর কাছে কিছু একান্ত সময় চাইতে পারেন। আপনি নিজের প্রেমের গভীরতা প্রকাশ করতে সচেষ্ট হবেন। আপনাকে হয়তো নিজের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মানিয়ে চলতে হতে পারে। আজ আপনি সংসার খরচের ক্ষেত্রে কোনও কাটছাঁট করবেন না। সময়ের সদ্ব্যবহার করবেন। দিনের প্রথম ভাগে, নিজের কাছের এবং প্রিয়জনদের জন্য প্রচুর খরচ করবেন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: আপনি আজ সান্ত্বনাপূর্ণ এবং সহিষ্ণুভাবে অপরূপ আবহের অভিজ্ঞতা অর্জন করবেন। আজ অর্থনৈতিক ক্ষেত্র গড়পড়তা । আপনি পূর্বে লগ্নি করা ব্যবসা থেকে খুব বেশি টাকা উপার্জন করতে পারবেন না ৷ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অখুশি হবেন না। স্বাস্থ্যের দিক বিচার করে দিনটি শুভ বলা যায় । কর্মক্ষেত্রে আপনাকে দায়িত্বশীল হতে হবে ৷ নিজের কাজে মগ্ন থাকবেন।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আজ আপনার সঙ্গে এমন কারোর দেখা হতে পারে যিনি আপনার মনকে প্রশমিত করতে পারেন। আপনার কর্মচাপযুক্ত মন আপনার প্রিয় মানুষের সঙ্গলাভ করে এবং দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে আলাপচারিতা করে আনন্দলাভ করবে। আপনি হয়তো ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন ভালোবাসার মানুষের সঙ্গে ৷ দিনের শুরুতে আপনি ভালোভাবে আয় করবেন। আপনার সমস্ত পরিকল্পনা সাবলীল গতিতে এগোবে ৷ আপনার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত চিন্তাভাবনা ইতিবাচক হবে। স্বাস্থ্যসম্পর্কিত কোনও সমস্যা দেখা দেবে না।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আপনি আজ সুখের সাগরে ভাসবেন ঠিক যেন বাতাসে প্রেমে ভেসে বেড়াচ্ছেন। আপনি আপনার প্রিয়তম-র সঙ্গে একটি দারুণ সান্ধ্যসময় অতিবাহিত করবেন। দিনের শুরুতে, অপ্রয়োজনীয়ভাবে আপনি টাকা ওড়াবেন উত্তেজনার বশবর্তী হয়ে। আপনি এমন কিছু কিনতে চাইবেন যেটা আপনার মনে হচ্ছে পরে আর পাওয়া যাবে না। আজ আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকবেন। আপনার আত্মবিশ্বাসের মাত্রা থাকবে উচ্চপর্যায়ে।

Etv Bharat Horoscope
মকর

মকর: দিনের শুরুতে আপনি এমন কিছু জিনিস কেনার জন্য টাকা খরচ করবেন যেটার সম্পর্কে আপনি ভেবেছিলেন বিনা পয়সাতেই হয়ে যাবে। কিন্তু আপনি পরে উপলব্ধি করবেন যে বিষয়টা যতটা সহজ ভাবে ভেবেছিলেন ততটাও সহজ নয়। দিনের শুরুর ভালো না গেলেও, দ্বিতীয়ার্দ্ধ ভালো কাটবে ।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনার অতি ব্যস্ততার কারণে আপনার প্রিয় কাছের মানুষটি একাকী অনুভব করবে। যাইহোক আপনারা দুজনেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পরস্পরের অংশীদার হয়ে থাকেন ৷ আপনার ভালোবাসার মানুষকে সেটা বোঝাতে সক্ষম হবেন। যেটি স্মরণীয়ভাবে উল্লেখযোগ্য হবে, তা হলো আপনি দিনের শুরুতে নানাবিধ কাজকর্ম করবার উদ্যম পাবেন ৷ কিন্তু দিনের মাঝামাঝি সময়ে এসে আপনার উদ্যমে ভাটা পড়তে পারে। শরীর ভালো রাখতে যোগ ব্যায়াম করুন ৷

Etv Bharat Horoscope
মীন

মীন: আপনার অর্থনৈতিক পরিস্থিতির বিচারে, আপনি আজ কয়েক কোটি টাকা উপার্জন করতে পারবেন। সব ধরণের অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক শান্তি, সৃষ্টিশীল কাজ এবং উন্নতি। আপনার উদ্যম এবং উৎসাহ কাজে লাগিয়ে, আপনি আপনার কর্মভার লাঘব করতে পারবেন।আপনি আপনার কাজের গুণগত মানোন্নয়নের ক্ষেত্রেও সচেষ্ট হবেন। আপনার কাজের মূল্যায়ন করে আপনাকে প্রচুর সমাদর করা হবে, যাতে আপনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত বোধ করবেন।

Etv Bharat Horoscope
মেষ

মেষ: ভালোবাসার মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর ফলে আনন্দে থাকবেন ৷ আর্থিক ভাগ্য আপনার সহায় আছে আজ ৷ সব মিলিয়ে আজ আপনার ভাগ্য খুবই ভালো যাবে। উপার্জন বাড়ানোর নতুন রাস্তা আপনি খুঁজে বার করতে পারবেন। তার জন্য প্রয়োজনীয় তথ্য আপনি জোগাড় করতে পারবেন। নক্ষত্রেরা আপনাকে পেশার ক্ষেত্রে সমর্থন জোগাবে।

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: ব্যক্তিগত জীবনে যা ঘটছে তা নিয়ে আপনি হয়ত খুশি থাকবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য সহকারে সমস্যা নিয়ে আলোচনা করা ও অবিলম্বে তা মিটমাট করে ফেলা ভালো। রাগকে নিয়ন্ত্রণে রাখুন ৷ সম্পর্কও মসৃণভাবে এগোবে। আজ আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে ।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: প্রেমের ক্ষেত্রে কোনওরকম সমস্যা নেই। আপনার পরিবার ও ভালোবাসার মানুষের সঙ্গে মসৃণ জীবন যাপন করবেন। যদিও দায়িত্ব নেওয়ার ব্যাপারটি আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। দিনের প্রথম ভাগে আর্থিক সমস্যা খুব একটা থাকবে না ৷ আপনার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে আর্থিক লেনদেনের নিয়ে সতর্ক থাকুন। লোকজনের ঈর্ষা আপনার উদ্যমের ওপরে প্রভাব ফেলবে।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি আজ ভালোবাসার মানুষের সঙ্গে করে কেনাকাটা করতে যেতে পারেন ৷ আজ আপনার সঙ্গীর সঙ্গে নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন । আপনার নতুন সুযোগকে ওকাজে লাগাতে হবে ৷ আপনি আজ আসবাবপত্র কেনার জন্য খরচ হবে ৷ আপনার অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে ৷ আপনার মানসিক সন্তুষ্টি থাকবে। ভাবাবেগের প্রবাহ আপনার স্বাস্থ্য ও মেজাজের উপর প্রভাব ফেলতে পারে।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: আজ আপনার কর্মস্থলে সারাদিন ভালোভাবে কাটবে ৷ প্রেয়সীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাইবেন। দিনের প্রথমার্ধে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা লাভবান হতে পারেন। সারাদিন আপনি কর্মচঞ্চল থাকবেন। বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকে নিজের কর্মশক্তিকে কাজে লাগাতে পারবেন। দিনের প্রথমার্দ্ধ ব্যস্ততার মধ্যে কাটবে। আপনি সারাদিন কঠোর পরিশ্রম করবেন।

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা: প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আরও বেশি মনোযোগী এবং ধৈর্য্যশীল হতে হবে। আপনি আপনার সঙ্গীর কাছে কিছু একান্ত সময় চাইতে পারেন। আপনি নিজের প্রেমের গভীরতা প্রকাশ করতে সচেষ্ট হবেন। আপনাকে হয়তো নিজের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মানিয়ে চলতে হতে পারে। আজ আপনি সংসার খরচের ক্ষেত্রে কোনও কাটছাঁট করবেন না। সময়ের সদ্ব্যবহার করবেন। দিনের প্রথম ভাগে, নিজের কাছের এবং প্রিয়জনদের জন্য প্রচুর খরচ করবেন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: আপনি আজ সান্ত্বনাপূর্ণ এবং সহিষ্ণুভাবে অপরূপ আবহের অভিজ্ঞতা অর্জন করবেন। আজ অর্থনৈতিক ক্ষেত্র গড়পড়তা । আপনি পূর্বে লগ্নি করা ব্যবসা থেকে খুব বেশি টাকা উপার্জন করতে পারবেন না ৷ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অখুশি হবেন না। স্বাস্থ্যের দিক বিচার করে দিনটি শুভ বলা যায় । কর্মক্ষেত্রে আপনাকে দায়িত্বশীল হতে হবে ৷ নিজের কাজে মগ্ন থাকবেন।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আজ আপনার সঙ্গে এমন কারোর দেখা হতে পারে যিনি আপনার মনকে প্রশমিত করতে পারেন। আপনার কর্মচাপযুক্ত মন আপনার প্রিয় মানুষের সঙ্গলাভ করে এবং দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে আলাপচারিতা করে আনন্দলাভ করবে। আপনি হয়তো ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন ভালোবাসার মানুষের সঙ্গে ৷ দিনের শুরুতে আপনি ভালোভাবে আয় করবেন। আপনার সমস্ত পরিকল্পনা সাবলীল গতিতে এগোবে ৷ আপনার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত চিন্তাভাবনা ইতিবাচক হবে। স্বাস্থ্যসম্পর্কিত কোনও সমস্যা দেখা দেবে না।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আপনি আজ সুখের সাগরে ভাসবেন ঠিক যেন বাতাসে প্রেমে ভেসে বেড়াচ্ছেন। আপনি আপনার প্রিয়তম-র সঙ্গে একটি দারুণ সান্ধ্যসময় অতিবাহিত করবেন। দিনের শুরুতে, অপ্রয়োজনীয়ভাবে আপনি টাকা ওড়াবেন উত্তেজনার বশবর্তী হয়ে। আপনি এমন কিছু কিনতে চাইবেন যেটা আপনার মনে হচ্ছে পরে আর পাওয়া যাবে না। আজ আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকবেন। আপনার আত্মবিশ্বাসের মাত্রা থাকবে উচ্চপর্যায়ে।

Etv Bharat Horoscope
মকর

মকর: দিনের শুরুতে আপনি এমন কিছু জিনিস কেনার জন্য টাকা খরচ করবেন যেটার সম্পর্কে আপনি ভেবেছিলেন বিনা পয়সাতেই হয়ে যাবে। কিন্তু আপনি পরে উপলব্ধি করবেন যে বিষয়টা যতটা সহজ ভাবে ভেবেছিলেন ততটাও সহজ নয়। দিনের শুরুর ভালো না গেলেও, দ্বিতীয়ার্দ্ধ ভালো কাটবে ।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনার অতি ব্যস্ততার কারণে আপনার প্রিয় কাছের মানুষটি একাকী অনুভব করবে। যাইহোক আপনারা দুজনেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পরস্পরের অংশীদার হয়ে থাকেন ৷ আপনার ভালোবাসার মানুষকে সেটা বোঝাতে সক্ষম হবেন। যেটি স্মরণীয়ভাবে উল্লেখযোগ্য হবে, তা হলো আপনি দিনের শুরুতে নানাবিধ কাজকর্ম করবার উদ্যম পাবেন ৷ কিন্তু দিনের মাঝামাঝি সময়ে এসে আপনার উদ্যমে ভাটা পড়তে পারে। শরীর ভালো রাখতে যোগ ব্যায়াম করুন ৷

Etv Bharat Horoscope
মীন

মীন: আপনার অর্থনৈতিক পরিস্থিতির বিচারে, আপনি আজ কয়েক কোটি টাকা উপার্জন করতে পারবেন। সব ধরণের অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক শান্তি, সৃষ্টিশীল কাজ এবং উন্নতি। আপনার উদ্যম এবং উৎসাহ কাজে লাগিয়ে, আপনি আপনার কর্মভার লাঘব করতে পারবেন।আপনি আপনার কাজের গুণগত মানোন্নয়নের ক্ষেত্রেও সচেষ্ট হবেন। আপনার কাজের মূল্যায়ন করে আপনাকে প্রচুর সমাদর করা হবে, যাতে আপনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত বোধ করবেন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.