ETV Bharat / bharat

দিল্লি বিধানসভায় জবাবদিহি করতে হবে না ফেসবুককে : সুপ্রিম কোর্ট - ফেসবুক

দিল্লি বিধানসভায় (Delhi Assembly) জবাবদিহি করতে হবে না ফেসবুককে (Facebook) ৷ এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ তবে দিল্লি বিধানসভায় হাজিরা এড়াতে ফেসবুক কর্তা যে পিটিশন দাখিল করেছিলেন, সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

entities-like-facebook-must-be-accountable-supreme court-upholds-delhi-assemblys-right-to-summon-in-delhi-riots-case
দিল্লি বিধানসভায় জবাবদিহি করতে হবে না ফেসবুককে : সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jul 9, 2021, 1:38 PM IST

নয়াদিল্লি, 9 জুলাই : ফেসবুকের মতো সংস্থাকে সমন পাঠানো ও হাজিরা দিতে বাধ্য করানোর অধিকার রয়েছে দিল্লি বিধানসভার (Delhi Assembly)৷ ফেসবুকের আবেদন খারিজ করে দিয়ে এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ তবে আদালত এ কথাও জানিয়ে দিয়েছে যে বিধানসভায় জবাবদিহি করতে না-চাইলে তা করতেই পারে ফেসবুক (Facebook)৷ অর্থাৎ তারা যদি কোনও প্রশ্নের উত্তর দিতে না-চায়, তবে তা এড়িয়ে যেতে পারে ৷ শীর্ষ আদালত বলেছে, ভারতে 270 মিলিয়ন ইউজার রয়েছে ফেসবুকের ৷ কাজেই এই ক্ষমতা তাদের হাতে যারা তুলে দিয়েছে, তাদের প্রতি দায়বদ্ধ থাকতে হবে ফেসবুককে ৷

2020 সালের দিল্লি হিংসার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফেসবুককে সমন পাঠিয়েছিলেন দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন ফেসবুক ইন্ডিয়ার ম্য়ানেজিং ডিরেক্টর অজিত মোহন ৷ সেই পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে ফেসবুকের মতো সংস্থাকে সমন পাঠানোর অধিকার রয়েছে দিল্লি বিধানসভার ৷ 188 পাতার নির্দেশে বিচারপতি এসকে কল, বিচারপতি দীনেশ মহেশ্বরী ও হৃষিকেশ রায়ের বেঞ্চ জানিয়েছে, ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম শক্তিক্ষেত্রে পরিণত হয়েছে ৷ তাদের মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে ৷ সেই কারণেই মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে বলে মত শীর্ষ আদালতের ৷

আরও খবর : একটা ভুলও প্রাণঘাতী হতে পারে, কোভিড নিয়ে বেপরোয়া মনোভাবে উদ্বিগ্ন মোদি

আদালতের কথায় বিশ্বজুড়ে বিভিন্ন বিষয়ে মতামত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেসবুক ৷ তবে ভুল তথ্য দিয়ে কিছু ভুল কণ্ঠস্বরও এই প্ল্যাটফর্মে গলা তোলে ৷ সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে হয় সোশ্যাল মিডিয়াকে ৷ তবে ফেসবুক যদি দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটির কোনও প্রশ্নের উত্তর দিতে না-চায়, তাহলে সে জবাব না-ও দিতে পারে ৷ এই অধিকার তাদের আছে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন : আধিকারিকদের কাজের সময় ভাগ করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

গত বছর দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি দিল্লি হিংসা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অজিত মোহনকে তলব করেছিলেন । কিন্তু তিনি হাজিরা দেননি । তিনি আগে সংসদীয় কমিটির কাছে এ ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন ৷ আর দিল্লির আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেই কারণে দিল্লি বিধানসভা তাঁকে সমন পাঠাতে পারে না বলে যুক্তি দিয়েছিলেন অজিত মোহন ৷ তবে হাজিরা এড়াতে তিনি যে আবেদন জানিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 9 জুলাই : ফেসবুকের মতো সংস্থাকে সমন পাঠানো ও হাজিরা দিতে বাধ্য করানোর অধিকার রয়েছে দিল্লি বিধানসভার (Delhi Assembly)৷ ফেসবুকের আবেদন খারিজ করে দিয়ে এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ তবে আদালত এ কথাও জানিয়ে দিয়েছে যে বিধানসভায় জবাবদিহি করতে না-চাইলে তা করতেই পারে ফেসবুক (Facebook)৷ অর্থাৎ তারা যদি কোনও প্রশ্নের উত্তর দিতে না-চায়, তবে তা এড়িয়ে যেতে পারে ৷ শীর্ষ আদালত বলেছে, ভারতে 270 মিলিয়ন ইউজার রয়েছে ফেসবুকের ৷ কাজেই এই ক্ষমতা তাদের হাতে যারা তুলে দিয়েছে, তাদের প্রতি দায়বদ্ধ থাকতে হবে ফেসবুককে ৷

2020 সালের দিল্লি হিংসার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফেসবুককে সমন পাঠিয়েছিলেন দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন ফেসবুক ইন্ডিয়ার ম্য়ানেজিং ডিরেক্টর অজিত মোহন ৷ সেই পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে ফেসবুকের মতো সংস্থাকে সমন পাঠানোর অধিকার রয়েছে দিল্লি বিধানসভার ৷ 188 পাতার নির্দেশে বিচারপতি এসকে কল, বিচারপতি দীনেশ মহেশ্বরী ও হৃষিকেশ রায়ের বেঞ্চ জানিয়েছে, ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম শক্তিক্ষেত্রে পরিণত হয়েছে ৷ তাদের মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে ৷ সেই কারণেই মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে বলে মত শীর্ষ আদালতের ৷

আরও খবর : একটা ভুলও প্রাণঘাতী হতে পারে, কোভিড নিয়ে বেপরোয়া মনোভাবে উদ্বিগ্ন মোদি

আদালতের কথায় বিশ্বজুড়ে বিভিন্ন বিষয়ে মতামত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেসবুক ৷ তবে ভুল তথ্য দিয়ে কিছু ভুল কণ্ঠস্বরও এই প্ল্যাটফর্মে গলা তোলে ৷ সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে হয় সোশ্যাল মিডিয়াকে ৷ তবে ফেসবুক যদি দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটির কোনও প্রশ্নের উত্তর দিতে না-চায়, তাহলে সে জবাব না-ও দিতে পারে ৷ এই অধিকার তাদের আছে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন : আধিকারিকদের কাজের সময় ভাগ করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

গত বছর দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি দিল্লি হিংসা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অজিত মোহনকে তলব করেছিলেন । কিন্তু তিনি হাজিরা দেননি । তিনি আগে সংসদীয় কমিটির কাছে এ ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন ৷ আর দিল্লির আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেই কারণে দিল্লি বিধানসভা তাঁকে সমন পাঠাতে পারে না বলে যুক্তি দিয়েছিলেন অজিত মোহন ৷ তবে হাজিরা এড়াতে তিনি যে আবেদন জানিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.