ETV Bharat / bharat

কৃষি আইন প্রত্য়াহারের আর্জি, প্রধানমন্ত্রীর মা হীরাবেনকে আবেগঘন চিঠি কৃষকের

প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে আবেগ ঘন চিঠি লিখলেন আন্দোলনকারী এক কৃষক ৷ যেখানে তিনি আবেদন জানিয়েছেন, হীরাবেন যেন মা হয়ে ছেলেকে বোঝান, যাতে নয়া তিনটি কৃষি আইন প্রধানমন্ত্রী প্রত্য়াহার করে নেন ৷ যে চিঠিতে প্রতিটি লাইনে ওই আন্দোলনকারী কৃষক, তাঁদের দুঃখের কথা তুলে ধরেছেন ৷

entire-country-will-thank-you-a-farmers-letter-to-pms-mother
কৃষি আইন প্রত্য়াহারের আর্জি, প্রধানমন্ত্রীর মা হীরাবেনকে আবেগঘন চিঠি এক কৃষকের
author img

By

Published : Jan 24, 2021, 5:06 PM IST

দিল্লি, 24 জানুয়ারি : এবার আর কেন্দ্র সরকারের কাছে আর্জি নয় ৷ কেন্দ্রের নয়া তিনটি কৃষি আইন প্রত্য়াহার করতে, এবার প্রধানমন্ত্রীর মায়ের কাছে আবেদন পঞ্জাবের এক কৃষকের ৷ হরপ্রীত সিং নামে ওই কৃষক তাঁর চিঠিতে প্রায় একশো ছুঁই ছুঁই হীরাবেন মোদিকে লিখেছেন, মা হিসেবে ছেলে বোঝান, দেশের কৃষকদের কথা ভেবে নয়া তিনটি কালা কৃষি আইন যেন প্রধানমন্ত্রী প্রত্য়াহার করে নেন ৷

পঞ্জাবে গোলু কা মোধ গ্রামের বাসিন্দা ওই কৃষক তাঁর আবেগ প্রবণ চিঠিতে তিনি বলেন, ‘‘আমি এই চিঠিটি খুবই ভারাক্রান্ত মনে লিখছি ৷ আপনি জানেন যে অন্নদাতারা, যাঁরা দেশবাসী তথা বিশ্ববাসীর খাবার জোগায়, তাঁদের আজ ঠান্ডার মধ্য়ে দিল্লির রাজপথে শুতে হচ্ছে ৷ আর এটা হচ্ছে শুধুমাত্র তিন কালো কৃষি আইনের কারণে ৷ যেখানে 90 থেকে 95 বছরের বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা এমনকি শিশুরাও এই আন্দোলনে সামিল হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছে ৷’’

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে "কিষান গণতন্ত্র প্যারেড", বিভিন্ন রাজ্য থেকে দিল্লির পথে কৃষকরা

এখানেই থামেননি ওই আন্দোলনকারী কৃষক ৷ তিনি তাঁর চিঠিতে লিখেছেন, ‘‘নয়া এই তিনটি কৃষি আইন আম্বানি, আদানি সহ অন্য়ান্য় বড় বড় শিল্পপতিদের সুবিধার্থে তৈরি করা হয়েছে ৷’’ আর এই অভিযোগ এনেই প্রধানমন্ত্রীর মা হীরাবেনের কাছে অনুরোধ জানিয়ে এই চিঠি লিখেছেন হরপ্রীত সিং নামে ওই কৃষক ৷ তাঁর আর্জি হীরাবেন যেন মা হয়ে ছেলেকে গরীব কৃষকদের কষ্টের কথা বোঝান এবং এই তিনটি কৃষি আইন যেন তিনি প্রত্য়াহারের সিদ্ধান্ত নেন ৷ প্রসঙ্গত, এই হরপ্রীত সিং নামে কৃষক কয়েকদিন আগে শিমলায় বেআইনিভাবে বিক্ষোভ দেখানোর জন্য় গ্রেপ্তার হয়েছিলেন ৷

দিল্লি, 24 জানুয়ারি : এবার আর কেন্দ্র সরকারের কাছে আর্জি নয় ৷ কেন্দ্রের নয়া তিনটি কৃষি আইন প্রত্য়াহার করতে, এবার প্রধানমন্ত্রীর মায়ের কাছে আবেদন পঞ্জাবের এক কৃষকের ৷ হরপ্রীত সিং নামে ওই কৃষক তাঁর চিঠিতে প্রায় একশো ছুঁই ছুঁই হীরাবেন মোদিকে লিখেছেন, মা হিসেবে ছেলে বোঝান, দেশের কৃষকদের কথা ভেবে নয়া তিনটি কালা কৃষি আইন যেন প্রধানমন্ত্রী প্রত্য়াহার করে নেন ৷

পঞ্জাবে গোলু কা মোধ গ্রামের বাসিন্দা ওই কৃষক তাঁর আবেগ প্রবণ চিঠিতে তিনি বলেন, ‘‘আমি এই চিঠিটি খুবই ভারাক্রান্ত মনে লিখছি ৷ আপনি জানেন যে অন্নদাতারা, যাঁরা দেশবাসী তথা বিশ্ববাসীর খাবার জোগায়, তাঁদের আজ ঠান্ডার মধ্য়ে দিল্লির রাজপথে শুতে হচ্ছে ৷ আর এটা হচ্ছে শুধুমাত্র তিন কালো কৃষি আইনের কারণে ৷ যেখানে 90 থেকে 95 বছরের বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা এমনকি শিশুরাও এই আন্দোলনে সামিল হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছে ৷’’

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে "কিষান গণতন্ত্র প্যারেড", বিভিন্ন রাজ্য থেকে দিল্লির পথে কৃষকরা

এখানেই থামেননি ওই আন্দোলনকারী কৃষক ৷ তিনি তাঁর চিঠিতে লিখেছেন, ‘‘নয়া এই তিনটি কৃষি আইন আম্বানি, আদানি সহ অন্য়ান্য় বড় বড় শিল্পপতিদের সুবিধার্থে তৈরি করা হয়েছে ৷’’ আর এই অভিযোগ এনেই প্রধানমন্ত্রীর মা হীরাবেনের কাছে অনুরোধ জানিয়ে এই চিঠি লিখেছেন হরপ্রীত সিং নামে ওই কৃষক ৷ তাঁর আর্জি হীরাবেন যেন মা হয়ে ছেলেকে গরীব কৃষকদের কষ্টের কথা বোঝান এবং এই তিনটি কৃষি আইন যেন তিনি প্রত্য়াহারের সিদ্ধান্ত নেন ৷ প্রসঙ্গত, এই হরপ্রীত সিং নামে কৃষক কয়েকদিন আগে শিমলায় বেআইনিভাবে বিক্ষোভ দেখানোর জন্য় গ্রেপ্তার হয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.