ETV Bharat / bharat

আজ মধ্যরাতের মধ্যেই দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেন পাঠানো নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের - অক্সিজেন সিলিন্ডার

দেশে করোনা সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী ৷ সংক্রমণের সঙ্গে অক্সিজেনের অভাবে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে ৷ দিল্লিতে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনায় কেন্দ্রকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেন পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেন পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
author img

By

Published : May 3, 2021, 1:13 PM IST

Updated : May 3, 2021, 2:16 PM IST

নিউ দিল্লি, 3 মে : আজ মধ্যরাতের মধ্যে দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ৷ কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ গত সপ্তাহে অক্সিজেনের অভাবে 25 জন, আর শুধুমাত্র শনিবারই 12 জন রোগী মারা গিয়েছেন রাজধানীতে ৷ রাজ্যের সঙ্গে সহযোগিতা করে কেন্দ্রকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার মজুত করতে আর পাশাপাশি অক্সিজেন ভাণ্ডারের বিকেন্দ্রিকরণের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷

অক্সিজেনের অভাবে দিল্লির বেশিরভাগ হাসপাতালগুলি, এমনকি মধুকর রেনবো চিলড্রেন'স হসপিটালও ঘন ঘন এসওএস অ্যালার্ট জারি করতে বাধ্য হয়েছে ৷ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি শোনার পর দিল্লির বরাদ্দ অক্সিজেন নিশ্চিত করতে এই রায় দেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপচি এলএন রাও আর বিচারপতি এস রবীন্দ্র ভাট ৷ অক্সিজেন সরবরাহ নিয়ে 64 পাতার একটি বিস্তারিত নির্দেশিকা শনিবার দিয়েছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ ৷

দিল্লি হাইকোর্টও শনিবার কেন্দ্রকে এ বিষয়ে সতর্ক করে বলে, "যথেষ্ট হয়েছে ৷ কেউই বরাদ্দের বেশি অক্সিজেন চাইছে না ৷ আজই যদি বরাদ্দ অক্সিজেন সরবরাহ করতে না পারেন, তাহলে আমরা সোমবার এর ব্যাখ্যা শুনব ৷"

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের থেকে দিল্লির জন্য প্রতিদিন 970 মেট্রিক টন অক্সিজেন চেয়েছে ৷ কিন্তু কেন্দ্র মাত্র 590 এমটি পরিমাণ অক্সিজেন বরাদ্দ করেছে, তাও শনিবার 490 এমটি থেকে বাড়িয়ে ৷

আরও পড়ুন: মিডিয়ার পূর্ণাঙ্গ রিপোর্ট করা দরকার, কমিশনের মামলায় বলল সুপ্রিম কোর্ট

শুক্রবার, এই মামলার শুনানি শোনার সময় সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ভর্ৎসনা করে জানায় যে "দিল্লির প্রতি বিশেষ দায়িত্ব" রয়েছে কেন্দ্রের ৷ একই সঙ্গে দিল্লি সরকারকেও এ নিয়ে "রাজনৈতিক তরজা" না করতে সতর্ক করে ৷

সোমবারই দিল্লিতে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা 20,000 ৷ মৃত 800 ৷ আর গোটা শহরজুড়ে অ্যাকটিভ কেসের সংখ্যা পৌঁছেছে 96,000-এর কাছাকাছি ৷

অক্সিজেনের অভাবের মতোই ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলি 50 শতাংশ ভ্যাকসিন কেন্দ্রকে এক দামে বিক্রি করবে আর বাকি রাজ্যগুলিকে অনেক বেশি দামে, এই নীতি নিয়েও সরকারের কড়া সমোলাচনা চলছে সারা দেশে ৷ রবিবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ভ্যাকসিনের দাম, জোগানের মতো বিষয়গুলি আরেকবার পর্যালোচনা করে দেখতে বলে ৷ পাশাপাশি অক্সিজেন আর কোভিড-19-এর চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের সরবরাহের উপরও জোর দিতে বলা হয় ৷

কোর্ট কেন্দ্রকে জাতীয় ইমিউনাইজেশন মডেল অনুসরণ করতে নির্দেশ দিয়ে বলে, "গরিব বা প্রান্তিক মানুষেরা হাসপাতালে গিয়ে 600 টাকা দিয়ে ভ্যাকসিন কিনবে না ৷ এই বিষয়টা খতিয়ে দেখুন ৷" কেন্দ্রকে "ন্যাশনাল পলিসি অন অ্যাডমিশনস টু হসপিটাল" নীতি চূড়ান্ত করতে দু'সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই নীতি বাস্তবায়িত হলে কোনো রোগীকেই বাসস্থানের প্রমাণপত্র না থাকলেও হাসপাতাল ফিরিয়ে দিতে পারবে না, বা অন্যান্য প্রয়োজনীয় ওষুধের জন্যে হন্যে হয়ে ঘুরতে হবে না ৷ একবার এটা আইনি মান্যতা পেলে রাজ্য এই নীতি অনুসরণ করতে বাধ্য হবে, জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ৷

নিউ দিল্লি, 3 মে : আজ মধ্যরাতের মধ্যে দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ৷ কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ গত সপ্তাহে অক্সিজেনের অভাবে 25 জন, আর শুধুমাত্র শনিবারই 12 জন রোগী মারা গিয়েছেন রাজধানীতে ৷ রাজ্যের সঙ্গে সহযোগিতা করে কেন্দ্রকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার মজুত করতে আর পাশাপাশি অক্সিজেন ভাণ্ডারের বিকেন্দ্রিকরণের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷

অক্সিজেনের অভাবে দিল্লির বেশিরভাগ হাসপাতালগুলি, এমনকি মধুকর রেনবো চিলড্রেন'স হসপিটালও ঘন ঘন এসওএস অ্যালার্ট জারি করতে বাধ্য হয়েছে ৷ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি শোনার পর দিল্লির বরাদ্দ অক্সিজেন নিশ্চিত করতে এই রায় দেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপচি এলএন রাও আর বিচারপতি এস রবীন্দ্র ভাট ৷ অক্সিজেন সরবরাহ নিয়ে 64 পাতার একটি বিস্তারিত নির্দেশিকা শনিবার দিয়েছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ ৷

দিল্লি হাইকোর্টও শনিবার কেন্দ্রকে এ বিষয়ে সতর্ক করে বলে, "যথেষ্ট হয়েছে ৷ কেউই বরাদ্দের বেশি অক্সিজেন চাইছে না ৷ আজই যদি বরাদ্দ অক্সিজেন সরবরাহ করতে না পারেন, তাহলে আমরা সোমবার এর ব্যাখ্যা শুনব ৷"

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের থেকে দিল্লির জন্য প্রতিদিন 970 মেট্রিক টন অক্সিজেন চেয়েছে ৷ কিন্তু কেন্দ্র মাত্র 590 এমটি পরিমাণ অক্সিজেন বরাদ্দ করেছে, তাও শনিবার 490 এমটি থেকে বাড়িয়ে ৷

আরও পড়ুন: মিডিয়ার পূর্ণাঙ্গ রিপোর্ট করা দরকার, কমিশনের মামলায় বলল সুপ্রিম কোর্ট

শুক্রবার, এই মামলার শুনানি শোনার সময় সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ভর্ৎসনা করে জানায় যে "দিল্লির প্রতি বিশেষ দায়িত্ব" রয়েছে কেন্দ্রের ৷ একই সঙ্গে দিল্লি সরকারকেও এ নিয়ে "রাজনৈতিক তরজা" না করতে সতর্ক করে ৷

সোমবারই দিল্লিতে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা 20,000 ৷ মৃত 800 ৷ আর গোটা শহরজুড়ে অ্যাকটিভ কেসের সংখ্যা পৌঁছেছে 96,000-এর কাছাকাছি ৷

অক্সিজেনের অভাবের মতোই ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলি 50 শতাংশ ভ্যাকসিন কেন্দ্রকে এক দামে বিক্রি করবে আর বাকি রাজ্যগুলিকে অনেক বেশি দামে, এই নীতি নিয়েও সরকারের কড়া সমোলাচনা চলছে সারা দেশে ৷ রবিবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ভ্যাকসিনের দাম, জোগানের মতো বিষয়গুলি আরেকবার পর্যালোচনা করে দেখতে বলে ৷ পাশাপাশি অক্সিজেন আর কোভিড-19-এর চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের সরবরাহের উপরও জোর দিতে বলা হয় ৷

কোর্ট কেন্দ্রকে জাতীয় ইমিউনাইজেশন মডেল অনুসরণ করতে নির্দেশ দিয়ে বলে, "গরিব বা প্রান্তিক মানুষেরা হাসপাতালে গিয়ে 600 টাকা দিয়ে ভ্যাকসিন কিনবে না ৷ এই বিষয়টা খতিয়ে দেখুন ৷" কেন্দ্রকে "ন্যাশনাল পলিসি অন অ্যাডমিশনস টু হসপিটাল" নীতি চূড়ান্ত করতে দু'সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই নীতি বাস্তবায়িত হলে কোনো রোগীকেই বাসস্থানের প্রমাণপত্র না থাকলেও হাসপাতাল ফিরিয়ে দিতে পারবে না, বা অন্যান্য প্রয়োজনীয় ওষুধের জন্যে হন্যে হয়ে ঘুরতে হবে না ৷ একবার এটা আইনি মান্যতা পেলে রাজ্য এই নীতি অনুসরণ করতে বাধ্য হবে, জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ৷

Last Updated : May 3, 2021, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.