ETV Bharat / bharat

Awantipora Encounter: আমরিন ভাটের হত্যাকারীদের সঙ্গে অবন্তীপুরায় সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর

কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন অবন্তিপুরার আগনহাঁজিপুরা এলাকায় দুই জঙ্গিকে ঘিরে এনকাউন্টার অপারেশন শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা (Awantipora Encounter) ৷

Encounter breaks out at awantipora
অবন্তীপুরায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর
author img

By

Published : May 26, 2022, 10:17 PM IST

Updated : May 26, 2022, 11:04 PM IST

শ্রীনগর, 26 মে : জম্মু-কাশ্মীরের টেলি তারকা আমরিন ভাটের হত্যাকারীদের সঙ্গে বৃহস্পতিবার রাতে সংঘর্ষ শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের (encounter breaks out in Awantipora) ৷ কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন অবন্তিপুরার আগনহাঁজিপুরা এলাকায় দুই জঙ্গিকে ঘিরে এনকাউন্টার অপারেশন শুরু করেছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷

আরও পড়ুন : বদগামে টেলি-তারকার বাড়িতে ঢুকে গুলি, লস্কর-ই-তইবা জঙ্গি হানায় মৃত আমরিন ভাট

কাশ্মীর পুলিশের তরফে টুইট বার্তায় জানানো হয়েছে, আমরিন ভাটের দুই হত্যাকারীকে চিহ্নিত করে ধরে ফেলতে সফল হয়েছে নিরাপত্তা বাহিনী ৷ বুধবার সন্ধে নাগাদ জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার হাশুরা চাদুরা এলাকায় 3 লস্কর-ই-তইবা জঙ্গির গুলিতে মারা যান আমরিন ভাট ৷ জখম হন তাঁর আত্মীয় 10 বছরের ফারহান জুবের ৷

জানা গিয়েছে, এদিন গোপন তথ্যের ভিত্তিতে অবন্তিপুরার ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ জওয়ানদের দেখতে পেয়েই লুকনো ডেরা থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনী ৷

শ্রীনগর, 26 মে : জম্মু-কাশ্মীরের টেলি তারকা আমরিন ভাটের হত্যাকারীদের সঙ্গে বৃহস্পতিবার রাতে সংঘর্ষ শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের (encounter breaks out in Awantipora) ৷ কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন অবন্তিপুরার আগনহাঁজিপুরা এলাকায় দুই জঙ্গিকে ঘিরে এনকাউন্টার অপারেশন শুরু করেছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷

আরও পড়ুন : বদগামে টেলি-তারকার বাড়িতে ঢুকে গুলি, লস্কর-ই-তইবা জঙ্গি হানায় মৃত আমরিন ভাট

কাশ্মীর পুলিশের তরফে টুইট বার্তায় জানানো হয়েছে, আমরিন ভাটের দুই হত্যাকারীকে চিহ্নিত করে ধরে ফেলতে সফল হয়েছে নিরাপত্তা বাহিনী ৷ বুধবার সন্ধে নাগাদ জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার হাশুরা চাদুরা এলাকায় 3 লস্কর-ই-তইবা জঙ্গির গুলিতে মারা যান আমরিন ভাট ৷ জখম হন তাঁর আত্মীয় 10 বছরের ফারহান জুবের ৷

জানা গিয়েছে, এদিন গোপন তথ্যের ভিত্তিতে অবন্তিপুরার ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ জওয়ানদের দেখতে পেয়েই লুকনো ডেরা থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনী ৷

Last Updated : May 26, 2022, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.