ETV Bharat / bharat

Encounter in Pulwama: পুলওয়ামার মিত্রিগাঁওয়ে আধাসেনা-জঙ্গি সংঘর্ষ - Encounter

পুলওয়ামার মিত্রিগাঁওয়ে আধাসেনার সঙ্গে সংঘর্ষে জড়াল জঙ্গিরা (Encounter in Pulwama) ৷ সেখানে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়েছে আধা সামরিক বাহিনী ৷ বেশ কয়েক ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে ৷

Encounter in Pulwama ETV BHARAT
Encounter in Pulwama
author img

By

Published : Mar 18, 2023, 10:25 AM IST

জম্মু ও কাশ্মীর, 18 মার্চ: পুলওয়ামার মিত্রিগাঁও এলাকায় শনিবার সকালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের এনকাউন্টার শুরু হয়েছে ৷ কাশ্মীর জোনের পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুলওয়ামা পুলিশ এবং নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়েছে জঙ্গি দমনের জন্য (Encounter Breaks Out at Mitrigam Area of Pulwama) ৷ এ নিয়ে কাশ্মীর জোনাল পুলিশের তরফে একটি টুইট করা হয়েছে ৷ সেখানে কেবল জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলি যুদ্ধের বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে করা টুইটে বলা হয়েছে, "পুলওয়ামার মিত্রিগাঁও এলাকায় সংঘর্ষ শুরু হয়েছে ৷ পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাঁদের কাজ করছে ৷ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে ৷" উল্লেখ্য, গত মাসের 28 তারিখ আওয়ান্তিপোরায় এক জঙ্গিকে নিকেশ করে বাহিনী ৷ এর ঠিক একদিন আগে একদিন আগে পুলওয়ামায় এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয় ৷ সেই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল মৃত ওই জঙ্গি ৷ আওয়ান্তিপোরায় জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই চলে বেশ কয়েকঘণ্টা ৷

আরও পড়ুন: পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, বারামুল্লায় গ্রেনেড হামলায় জখম 6

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে সেই সময় জানানো হয়েছিল, পুলওয়ামা জেলার আওয়ান্তিপোরার পদগাঁওপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ হয় ৷ যে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যুও হয় এবং পরবর্তী সময়ে তার দেহ উদ্ধার করে বাহিনী ৷ দেহ উদ্ধারের পর জানা যায়, মৃত ওই জঙ্গি 27 ফেব্রুয়ারি এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করেছিল ৷ শুধু এই ঘটনাই নয় ৷ তার একদিন আগে অর্থাৎ, 26 ফেব্রুয়ারি আরেক কাশ্মীরি পণ্ডিতকে নিশানা করে জঙ্গিরা ৷ সঞ্জয় শর্মা নামে ওই কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয় ৷ জানা গিয়েছে, সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন ৷ সেই সময় তাঁকে গুলি করে জঙ্গিরা ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর প্রাণ বাঁচানো যায়নি ৷

জম্মু ও কাশ্মীর, 18 মার্চ: পুলওয়ামার মিত্রিগাঁও এলাকায় শনিবার সকালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের এনকাউন্টার শুরু হয়েছে ৷ কাশ্মীর জোনের পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুলওয়ামা পুলিশ এবং নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়েছে জঙ্গি দমনের জন্য (Encounter Breaks Out at Mitrigam Area of Pulwama) ৷ এ নিয়ে কাশ্মীর জোনাল পুলিশের তরফে একটি টুইট করা হয়েছে ৷ সেখানে কেবল জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলি যুদ্ধের বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে করা টুইটে বলা হয়েছে, "পুলওয়ামার মিত্রিগাঁও এলাকায় সংঘর্ষ শুরু হয়েছে ৷ পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাঁদের কাজ করছে ৷ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে ৷" উল্লেখ্য, গত মাসের 28 তারিখ আওয়ান্তিপোরায় এক জঙ্গিকে নিকেশ করে বাহিনী ৷ এর ঠিক একদিন আগে একদিন আগে পুলওয়ামায় এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয় ৷ সেই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল মৃত ওই জঙ্গি ৷ আওয়ান্তিপোরায় জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই চলে বেশ কয়েকঘণ্টা ৷

আরও পড়ুন: পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, বারামুল্লায় গ্রেনেড হামলায় জখম 6

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে সেই সময় জানানো হয়েছিল, পুলওয়ামা জেলার আওয়ান্তিপোরার পদগাঁওপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ হয় ৷ যে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যুও হয় এবং পরবর্তী সময়ে তার দেহ উদ্ধার করে বাহিনী ৷ দেহ উদ্ধারের পর জানা যায়, মৃত ওই জঙ্গি 27 ফেব্রুয়ারি এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করেছিল ৷ শুধু এই ঘটনাই নয় ৷ তার একদিন আগে অর্থাৎ, 26 ফেব্রুয়ারি আরেক কাশ্মীরি পণ্ডিতকে নিশানা করে জঙ্গিরা ৷ সঞ্জয় শর্মা নামে ওই কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয় ৷ জানা গিয়েছে, সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন ৷ সেই সময় তাঁকে গুলি করে জঙ্গিরা ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর প্রাণ বাঁচানো যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.