ETV Bharat / bharat

Maoist : সুকমায় 11 মাওবাদীর আত্মসমর্পণ

সরকারের পুনর্বাসন নীতিতে আস্থা রেখে নিচু তলার 11 জন মাওবাদী ধরা দিল পুলিশের কাছে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমায় ৷

ক্যাম্পে আত্মসমর্পণ
ক্যাম্পে আত্মসমর্পণ
author img

By

Published : Sep 30, 2021, 11:16 AM IST

সুকমা, 30 সেপ্টেম্বর : কমপক্ষে 2 জন মহিলা-সহ 11 জন মাওবাদী (Maoist) আত্মসমর্পণ করেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা (Sukma) জেলায় ৷ বুধবার সুকমা পুলিশের পুনা নারকোম ক্যাম্পেন (Poona Narkom Campaign) চলাকালীন সেখানে তারা নিজেরাই ধরা দেয় ৷ সরকারের পুর্নবাসন নীতির (Rehabilitation Policy) দ্বারা প্রভাবিত হয়ে তারা আত্মসমর্পণ করেছে ৷

সুকমার পুলিশ সুপার সুনীল শর্মা একটি সংবাদমাধ্যমে বলেন, "নকশাল অধ্যুষিত গাদিরা (Gadira) অঞ্চলে এরা সক্রিয় ছিল ৷ ফাঁপা মাওবাদী আদর্শের প্রতি হতাশা প্রকাশ করে তারা নিজেরাই পুলিশ আর নিরাপত্তা বাহিনীর কাছে ধরা দিয়েছে ৷"

আরও পড়ুন : Naxal : লাল সন্ত্রাসের দুনিয়া পেরিয়ে মূলস্রোতে রাজু-সুনীতা

সূত্রে জানা গিয়েছে, সব নকশালপন্থীরাই গাদিরা অঞ্চলে সক্রিয় ছিল ৷ পুলিশ আধিকারিক জানান আত্মসমর্পণকারী নকশালরা নিচু তলার কর্মী ছিল ৷ সবার বিরুদ্ধেই সমন জারি করা হয়েছে ৷

পুলিশ সুপার শর্মা বলেন, "সরকারের আত্মসমর্পণ এবং পুনর্বাসন নীতি অনুযায়ী তাদের জরুরি ভিত্তিতে সাহায্য করা হবে এবং সব রকমের সুবিধে দেওয়া হবে ৷"

সুকমা, 30 সেপ্টেম্বর : কমপক্ষে 2 জন মহিলা-সহ 11 জন মাওবাদী (Maoist) আত্মসমর্পণ করেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা (Sukma) জেলায় ৷ বুধবার সুকমা পুলিশের পুনা নারকোম ক্যাম্পেন (Poona Narkom Campaign) চলাকালীন সেখানে তারা নিজেরাই ধরা দেয় ৷ সরকারের পুর্নবাসন নীতির (Rehabilitation Policy) দ্বারা প্রভাবিত হয়ে তারা আত্মসমর্পণ করেছে ৷

সুকমার পুলিশ সুপার সুনীল শর্মা একটি সংবাদমাধ্যমে বলেন, "নকশাল অধ্যুষিত গাদিরা (Gadira) অঞ্চলে এরা সক্রিয় ছিল ৷ ফাঁপা মাওবাদী আদর্শের প্রতি হতাশা প্রকাশ করে তারা নিজেরাই পুলিশ আর নিরাপত্তা বাহিনীর কাছে ধরা দিয়েছে ৷"

আরও পড়ুন : Naxal : লাল সন্ত্রাসের দুনিয়া পেরিয়ে মূলস্রোতে রাজু-সুনীতা

সূত্রে জানা গিয়েছে, সব নকশালপন্থীরাই গাদিরা অঞ্চলে সক্রিয় ছিল ৷ পুলিশ আধিকারিক জানান আত্মসমর্পণকারী নকশালরা নিচু তলার কর্মী ছিল ৷ সবার বিরুদ্ধেই সমন জারি করা হয়েছে ৷

পুলিশ সুপার শর্মা বলেন, "সরকারের আত্মসমর্পণ এবং পুনর্বাসন নীতি অনুযায়ী তাদের জরুরি ভিত্তিতে সাহায্য করা হবে এবং সব রকমের সুবিধে দেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.