ETV Bharat / bharat

Additional Judges of HC: 11 আইনজীবী ও 2 আধিকারিককে তিনটি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ - সুপ্রিম কোর্টের কলেজিয়াম

সোমবার ইলাহাবাদ, কর্ণাটক ও মাদ্রাজ হাইকোর্টে 11জন আইনজীবী ও দুই বিচার বিভাগীয় আধিকারিককে অতিরিক্ত বিচারক (Additional Judges of HC) হিসেবে নিয়োগ করা হয়েছে । কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু টুইট করে এই তথ্য দিয়েছেন ৷

Law Minister Kiren Rijiju
Law Minister Kiren Rijiju
author img

By

Published : Feb 6, 2023, 3:06 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: 11 জন আইনজীবী ও দু’জন বিচার বিভাগীয় আধিকারিককে অতিরিক্ত বিচারপতি (Additional Judges) হিসেবে নিয়োগ করা হল ৷ সোমবার এঁদের নিয়োগের বিষয়টি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় ৷ এঁরা ইলাহাবাদ, কর্ণাটক ও মাদ্রাজ হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ করবেন ৷ যাঁরা এই নিয়োগ পেলেন, তাঁদের মধ্যে ছ’জন ইলাহাবাদ হাইকোর্টে, পাঁচজন মাদ্রাজ হাইকোর্টে ও দু’জন কর্ণাটক হাইকোর্টে কাজ করবেন ৷ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Law Minister Kiren Rijiju) টুইটারে নতুন নিয়োগের ঘোষণা করেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়েছেন ।

মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) যে পাঁচজনকে নিয়োগ করা হল, তাঁদের মধ্যে তিনজন আইনজীবী ও দু’জন বিচার বিভাগীয় আধিকারিক ৷ গত মাসে সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium) তাঁদের নাম সুপারিশ করে । মাদ্রাজ হাইকোর্টে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন হলেন অ্যাডভোকেট লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী ৷ তাঁর নিয়োগের সুপারিশ ঘিরে বিতর্ক হয়েছে ৷ কারণ, তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ ৷

সেই বিতর্কের মধ্যেই ওই ব্যক্তির নিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্র ৷ যদিও কিছু আইনজীবী সম্প্রতি কলেজিয়ামকে গৌরীর নিয়োগের সুপারিশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিল ৷ যদিও আইনজীবীদের অন্য একটি অংশ অবশ্য গৌরীর নিয়োগের সুপারিশকে সমর্থন করেছিল ৷ তাদের বক্তব্য ছিল, গৌরী কঠোর পরিশ্রম ও পেশার প্রতি দায়বদ্ধতা থেকে বিচারপতি হিসেবে কাজ করার জন্য যোগ্য ৷ তাই তাঁকে ওই পদে উন্নীত করা যেতেই পারে ৷ জানা গিয়েছে, অতিরিক্ত বিচারপতির মেয়াদ দু’বছর ৷ স্থায়ী বিচারপতি হওয়ার আগে প্রত্যেককেই দু’বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ করতে হয় ৷

এর আগে কেন্দ্রের তরফে কলেজিয়ামের তরফে সুপারিশ করা পাঁচ বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগের ছাড়পত্র দেয় ৷ ওই পাঁচজনের নাম, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথাল, পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পি ভি সঞ্জয় কুমার, পাটনা হাইকোর্টের বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র । এই নিয়োগের ছাড়পত্র মেলায় শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা হল 32 ৷ দেশের প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টে সর্বোচ্চ 34 জন বিচারপতি থাকতে পারেন ৷ এতদিন ছিলেন 27 জন ৷

আরও পড়ুন: রায় নিয়ে বিতর্ক, বিচারপতিকে স্থায়ী করার সুপারিশ ফেরাল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: 11 জন আইনজীবী ও দু’জন বিচার বিভাগীয় আধিকারিককে অতিরিক্ত বিচারপতি (Additional Judges) হিসেবে নিয়োগ করা হল ৷ সোমবার এঁদের নিয়োগের বিষয়টি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় ৷ এঁরা ইলাহাবাদ, কর্ণাটক ও মাদ্রাজ হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ করবেন ৷ যাঁরা এই নিয়োগ পেলেন, তাঁদের মধ্যে ছ’জন ইলাহাবাদ হাইকোর্টে, পাঁচজন মাদ্রাজ হাইকোর্টে ও দু’জন কর্ণাটক হাইকোর্টে কাজ করবেন ৷ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Law Minister Kiren Rijiju) টুইটারে নতুন নিয়োগের ঘোষণা করেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়েছেন ।

মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) যে পাঁচজনকে নিয়োগ করা হল, তাঁদের মধ্যে তিনজন আইনজীবী ও দু’জন বিচার বিভাগীয় আধিকারিক ৷ গত মাসে সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium) তাঁদের নাম সুপারিশ করে । মাদ্রাজ হাইকোর্টে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন হলেন অ্যাডভোকেট লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী ৷ তাঁর নিয়োগের সুপারিশ ঘিরে বিতর্ক হয়েছে ৷ কারণ, তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ ৷

সেই বিতর্কের মধ্যেই ওই ব্যক্তির নিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্র ৷ যদিও কিছু আইনজীবী সম্প্রতি কলেজিয়ামকে গৌরীর নিয়োগের সুপারিশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিল ৷ যদিও আইনজীবীদের অন্য একটি অংশ অবশ্য গৌরীর নিয়োগের সুপারিশকে সমর্থন করেছিল ৷ তাদের বক্তব্য ছিল, গৌরী কঠোর পরিশ্রম ও পেশার প্রতি দায়বদ্ধতা থেকে বিচারপতি হিসেবে কাজ করার জন্য যোগ্য ৷ তাই তাঁকে ওই পদে উন্নীত করা যেতেই পারে ৷ জানা গিয়েছে, অতিরিক্ত বিচারপতির মেয়াদ দু’বছর ৷ স্থায়ী বিচারপতি হওয়ার আগে প্রত্যেককেই দু’বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ করতে হয় ৷

এর আগে কেন্দ্রের তরফে কলেজিয়ামের তরফে সুপারিশ করা পাঁচ বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগের ছাড়পত্র দেয় ৷ ওই পাঁচজনের নাম, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথাল, পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পি ভি সঞ্জয় কুমার, পাটনা হাইকোর্টের বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র । এই নিয়োগের ছাড়পত্র মেলায় শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা হল 32 ৷ দেশের প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টে সর্বোচ্চ 34 জন বিচারপতি থাকতে পারেন ৷ এতদিন ছিলেন 27 জন ৷

আরও পড়ুন: রায় নিয়ে বিতর্ক, বিচারপতিকে স্থায়ী করার সুপারিশ ফেরাল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.