নয়াদিল্লি, 1 মে : মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নির্বাচন কমিশন ৷ কিছুদিন আগে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় পাঁচ রাজ্যের ভোটের সময় করোনা পরিস্থিতি নিয়ে কার্যত তুলোধনা করেছিলেন নির্বাচন কমিশনকে ৷ করোনার বাড়বাড়ন্তের জন্য কমিশনকেই দায়ি করেছিলেন তিনি ৷ বলেছিলেন, কমিশনের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত ৷ মাদ্রাজ হাইকোর্টের এই মন্তব্যের বিরুদ্ধে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল কমিশন ৷
মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে আগেই সরব হয়েছিল নির্বাচন কমিশন ৷ তাঁদের বক্তব্য ছিল, কোভিড বৃদ্ধির জন্য কমিশনকে দায়ি করে মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণের খবর ছড়িয়ে পড়ার পর তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে ৷ কমিশনের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, আদালতের মৌখিক পর্যবেক্ষণের খবর করা থেকে বিরত থাকুক সংবাদমাধ্যম ৷
আরও পড়ুন : কোভিড নিয়ে পর্যবেক্ষণের খবরে নষ্ট হয়েছে কমিশনের ভাবমূর্তি: পিটিশন মাদ্রাজ হাইকোর্টে
আগামীকাল বিধানসভা নির্বাচনের গণনাপর্ব ৷ তারপর, 3 মে (সোমবার) সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চে কমিশনের আবেদনের শুনানি হবে । এখন দেখার কমিশন বনাম মাদ্রাজ হাইকোর্টের এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত কোনদিকে মত দেয় সুপ্রিম কোর্ট ৷