ETV Bharat / bharat

বহু মূল্য দিয়ে এই জয়, বললেন কপিল সিবাল

রবিবার সকাল 8টা থেকে ভোটের গণনা শুরু হয়েছে কোভিড প্রোটোকল মেনে ৷ নির্বাচন কমিশন গণনা সংক্রান্ত বিশেষ কোভিড বিধি-নিষেধ আরোপ করেছে ৷ এদিন সকালেই টুইট করে বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিবাল লেখেন, নির্বাচনে যে-ই জিতুন, তাঁদের এই জয় আসছে বহু মূল্য দিয়ে ৷ করোনায় এই মুহূর্তে দেশের পরিস্থিতি যেমন, এমনটা আগে কখনও হয়নি ৷ এখন মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করা বেশি জরুরি ৷

কপিল সিবালের টুইট
কপিল সিবালের টুইট
author img

By

Published : May 2, 2021, 11:25 AM IST

নয়া দিল্লি, 2 মে: রবিবার দেশের চার রাজ্যে শুরু হয়েছে বিধানসভা ভোটের গণনা ৷ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এদিন সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা ৷ এদিন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিবাল বলেন, ‘‘নির্বাচনে যে-ই জিতুন, তাঁদের এই জয় আসছে বহু মূল্য দিয়ে ৷ করোনায় এই মুহূর্তে দেশের পরিস্থিতি যা পরিস্থিতি, তা আগে কখনও হয়নি ৷ এখন মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করা বেশি জরুরি ৷’’ প্রাক্তন মন্ত্রী এদিন সকালেই একথা বলে টুইট করেন ৷

রবিবার সকাল 8টা থেকে ভোটের গণনা শুরু হয়েছে কোভিড প্রোটোকল মেনে ৷ নির্বাচন কমিশন গণনা সংক্রান্ত বিশেষ কোভিড বিধি-নিষেধ আরোপ করেছে ৷ দেশের চার রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট 822টি বিধানসভার প্রত্যেকটিতেই এই নিয়ম মেনে চলতে হবে ৷ পাশাপাশি দেশের 13টি রাজ্যের 4টি লোকসভা এবং 13টি বিধানসভার বাই-ইলেকশন গণনার ক্ষেত্রেও এই একই করোনা বিধি লাগু করা হয়েছে ৷

নয়া দিল্লি, 2 মে: রবিবার দেশের চার রাজ্যে শুরু হয়েছে বিধানসভা ভোটের গণনা ৷ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এদিন সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা ৷ এদিন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিবাল বলেন, ‘‘নির্বাচনে যে-ই জিতুন, তাঁদের এই জয় আসছে বহু মূল্য দিয়ে ৷ করোনায় এই মুহূর্তে দেশের পরিস্থিতি যা পরিস্থিতি, তা আগে কখনও হয়নি ৷ এখন মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করা বেশি জরুরি ৷’’ প্রাক্তন মন্ত্রী এদিন সকালেই একথা বলে টুইট করেন ৷

রবিবার সকাল 8টা থেকে ভোটের গণনা শুরু হয়েছে কোভিড প্রোটোকল মেনে ৷ নির্বাচন কমিশন গণনা সংক্রান্ত বিশেষ কোভিড বিধি-নিষেধ আরোপ করেছে ৷ দেশের চার রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট 822টি বিধানসভার প্রত্যেকটিতেই এই নিয়ম মেনে চলতে হবে ৷ পাশাপাশি দেশের 13টি রাজ্যের 4টি লোকসভা এবং 13টি বিধানসভার বাই-ইলেকশন গণনার ক্ষেত্রেও এই একই করোনা বিধি লাগু করা হয়েছে ৷

আরও পড়ুন: সোনার বাংলার স্বপ্নে আস্থা নাকি নিজের মেয়েকেই চাইল বাংলা, রায়-দিবসে মিলবে উত্তর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.