ETV Bharat / bharat

Maharashtra Crisis: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধবের সরকার, সুপ্রিম কোর্টে দাবি একনাথের

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) অব্যাহত ৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডে ৷ শীর্ষ আদালতে তাঁর দাবি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Maharshtra CM Uddhav Thackeray) সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ৷

Eknath Shinde claims in SC that Maharashtra MVA government lost its majority
Maharashtra Crisis : সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধবের সরকার, সুপ্রিম কোর্টে দাবি একনাথের
author img

By

Published : Jun 27, 2022, 2:02 PM IST

Updated : Jun 27, 2022, 2:10 PM IST

মুম্বই, 27 জুন : মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি সরকার (MVA Government of Maharashtra) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ৷ সোমবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া পিটিশনে এমনই দাবি করেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Shiv Sena Rebel MLA Eknath Shinde) ৷ তাঁর দাবি, শিবসেনার 38 জন বিধায়ক ওই সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিদ্রোহী 16 জন বিধায়কের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন ৷ ওই বিধায়কদের সদস্যপদ কেন বাতিল করা হবে না, 48 ঘণ্টার মধ্যে সেই জবাব চেয়েছেন ৷ আজ বিকেল 5টায় সেই সময়সীমা শেষ হচ্ছে ৷ নরহরির ওই নোটিশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন একনাথ শিন্ডে ৷

একনাথ শিন্ডে ছিলেন শিবসেনার (Shiv Sena) পরিষদীয় দলনেতা ৷ কিন্তু বিদ্রোহের পর তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অজয় চৌধুরিকে ৷ তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন শিন্ডে ৷ একই সঙ্গে বিদ্রোহীদের তরফে মহারাষ্ট্রে সুরক্ষা চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ৷

এ দিন দুপুরে শীর্ষ আদালতে ওই মামলার শুনানি হবে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জেবি পর্দিওয়ালার বেঞ্চে ওই মামলার শুনানি হতে চলেছে ৷ একনাথদের তরফে মামলা লড়বেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে ৷ অন্যদিকে উদ্ধব সরকারের তরফে লড়বেন কংগ্রেসের প্রাক্তনী কপিল সিব্বল ৷

এ দিকে প্রায় সপ্তাহখানেক ধরে মহারাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে ৷ বিদ্রোহী একনাথের শিবিরে বিধায়কের সংখ্যা বাড়তে শুরু করেছে ৷ আবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Maharshtra CM Uddhav Thackeray) শিবির হাল না ছেড়ে সরকার বাঁচাতে মরিয়া লড়াই করে যাচ্ছে ৷ ফলে শেষ হাসি কোনপক্ষ হাসবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷

এই পরিস্থিতিতে টুইট করেছেন একনাথ শিন্ডে ৷ তিনি লিখেছেন, ‘‘যদি হিন্দুত্বের আদর্শ অনুসরণ করতে গিয়ে আমাদের মৃত্যুও হয়, তাহলে সেটাকেই আমরা আমাদের অদৃষ্ট বলে মেনে নেব ৷’’ একই সঙ্গে তিনি আজ দুপুর 2টো নাগাদ গুয়াহাটির হোটেলে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন ৷

এর মধ্যে রবিবার তিনি দু’বার ফোনে কথা বলেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা রাজ ঠাকরের (MNS Leader Raj Thackeray) সঙ্গে ৷ রাজ শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের (Bal Thackeray) ভাইপো ৷ তিনিও একসময় শিবসেনায় ছিলেন ৷ পরে বিদ্রোহ করে সরে আসেন ৷ নতুন দল তৈরি করেন ৷ তবে তিনি মহারাষ্ট্রের রাজনীতিতে সেভাবে ছাপ ফেলতে পারেননি ৷ তাই তাঁর সঙ্গে একনাথের কী কথা হল, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ সূত্রের খবর, একনাথ রাজের কাছ থেকে মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর করেছেন ৷ রাজের স্বাস্থ্য সম্পর্কেও জেনেছেন ৷

অন্যদিকে আরেকটি সূত্রের খবর, একনাথ শিবির ইতিমধ্যেই উদ্ধবের সরকারকে ফেলার প্রস্তুতি শুরু করেছে ৷ খুব শীঘ্রই তারা বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে চায় ৷ এই নিয়ে একটি চিঠি ইতিমধ্যেই বিধানসভায় পাঠানো হয়েছে ৷

তাই মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) ঠিক কবে ও কীভাবে মিটবে, তার উত্তর জানতে উৎসুক গোটা দেশের রাজনৈতিক মহল ৷ সকলের নজরই এখন বাণিজ্যনগরীর রাজনৈতিক পরিস্থিতির দিকে ৷

আরও পড়ুন : ED Summons Sanjay Raut: শিবসেনার সংকটের মাঝেই সঞ্জয় রাউতকে তলব করল ইডি

মুম্বই, 27 জুন : মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি সরকার (MVA Government of Maharashtra) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ৷ সোমবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া পিটিশনে এমনই দাবি করেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Shiv Sena Rebel MLA Eknath Shinde) ৷ তাঁর দাবি, শিবসেনার 38 জন বিধায়ক ওই সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিদ্রোহী 16 জন বিধায়কের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন ৷ ওই বিধায়কদের সদস্যপদ কেন বাতিল করা হবে না, 48 ঘণ্টার মধ্যে সেই জবাব চেয়েছেন ৷ আজ বিকেল 5টায় সেই সময়সীমা শেষ হচ্ছে ৷ নরহরির ওই নোটিশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন একনাথ শিন্ডে ৷

একনাথ শিন্ডে ছিলেন শিবসেনার (Shiv Sena) পরিষদীয় দলনেতা ৷ কিন্তু বিদ্রোহের পর তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অজয় চৌধুরিকে ৷ তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন শিন্ডে ৷ একই সঙ্গে বিদ্রোহীদের তরফে মহারাষ্ট্রে সুরক্ষা চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ৷

এ দিন দুপুরে শীর্ষ আদালতে ওই মামলার শুনানি হবে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জেবি পর্দিওয়ালার বেঞ্চে ওই মামলার শুনানি হতে চলেছে ৷ একনাথদের তরফে মামলা লড়বেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে ৷ অন্যদিকে উদ্ধব সরকারের তরফে লড়বেন কংগ্রেসের প্রাক্তনী কপিল সিব্বল ৷

এ দিকে প্রায় সপ্তাহখানেক ধরে মহারাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে ৷ বিদ্রোহী একনাথের শিবিরে বিধায়কের সংখ্যা বাড়তে শুরু করেছে ৷ আবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Maharshtra CM Uddhav Thackeray) শিবির হাল না ছেড়ে সরকার বাঁচাতে মরিয়া লড়াই করে যাচ্ছে ৷ ফলে শেষ হাসি কোনপক্ষ হাসবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷

এই পরিস্থিতিতে টুইট করেছেন একনাথ শিন্ডে ৷ তিনি লিখেছেন, ‘‘যদি হিন্দুত্বের আদর্শ অনুসরণ করতে গিয়ে আমাদের মৃত্যুও হয়, তাহলে সেটাকেই আমরা আমাদের অদৃষ্ট বলে মেনে নেব ৷’’ একই সঙ্গে তিনি আজ দুপুর 2টো নাগাদ গুয়াহাটির হোটেলে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন ৷

এর মধ্যে রবিবার তিনি দু’বার ফোনে কথা বলেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা রাজ ঠাকরের (MNS Leader Raj Thackeray) সঙ্গে ৷ রাজ শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের (Bal Thackeray) ভাইপো ৷ তিনিও একসময় শিবসেনায় ছিলেন ৷ পরে বিদ্রোহ করে সরে আসেন ৷ নতুন দল তৈরি করেন ৷ তবে তিনি মহারাষ্ট্রের রাজনীতিতে সেভাবে ছাপ ফেলতে পারেননি ৷ তাই তাঁর সঙ্গে একনাথের কী কথা হল, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ সূত্রের খবর, একনাথ রাজের কাছ থেকে মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর করেছেন ৷ রাজের স্বাস্থ্য সম্পর্কেও জেনেছেন ৷

অন্যদিকে আরেকটি সূত্রের খবর, একনাথ শিবির ইতিমধ্যেই উদ্ধবের সরকারকে ফেলার প্রস্তুতি শুরু করেছে ৷ খুব শীঘ্রই তারা বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে চায় ৷ এই নিয়ে একটি চিঠি ইতিমধ্যেই বিধানসভায় পাঠানো হয়েছে ৷

তাই মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) ঠিক কবে ও কীভাবে মিটবে, তার উত্তর জানতে উৎসুক গোটা দেশের রাজনৈতিক মহল ৷ সকলের নজরই এখন বাণিজ্যনগরীর রাজনৈতিক পরিস্থিতির দিকে ৷

আরও পড়ুন : ED Summons Sanjay Raut: শিবসেনার সংকটের মাঝেই সঞ্জয় রাউতকে তলব করল ইডি

Last Updated : Jun 27, 2022, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.