নয়াদিল্লি, 3 অগস্ট : পেগাসাস স্পাইওয়্যার নিয়ে এবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করল ভারতের এডিটরস গিল্ড ৷ যেখানে কেন্দ্রের বিরুদ্ধে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করা হয়েছে ৷ সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এডিটরস গিল্ড সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট গঠনের দাবি জানিয়েছে ৷ পাশাপাশি ওই সুপ্রিম কোর্টে দাখিল করা মামলায় গিল্ডের তরফে আবেদন করা হয়েছে, কেন্দ্রের সঙ্গে বিদেশি সংস্থার কী চুক্তি হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলা হোক সরকারকে ৷ সেই সঙ্গে কাদের ফোনে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে আড়িপাতা হয়েছে, তাও যাতে কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে আনে ৷
ভারতের এডিটরস গিল্ডের দাখিল করা রিট পিটিশনে বলা হয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে সরকার এবং তার প্রতিষ্ঠান সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ না করলে ৷ ভারতীয় নাগরিকদের জানার অধিকার রয়েছে যে, ক্ষমতায় থাকা সরকার সংবিধান মেনে তাদের অধিকারের মধ্যে কাজ করছে কি না ৷ সেই সঙ্গে সরকার সাধারণ নাগরিকের নৈতিক অধিকারকে সুরক্ষিত করতে কী ব্যবস্থা নিচ্ছে, তাও জানার অধিকার রয়েছে নাগরিকদের ৷
আরও পড়ুন : 5 অগস্ট পেগাসাস কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে
সেই সঙ্গে আদালতের কাছে আবেদন করা হয়েছে, সাধারণ মানুষের অধিকারের স্বার্থটিকে যেন গুরুত্ব দেওয়া হয় ৷ এডিটরস গিল্ডের তরফে করা এই মামলায় আইনজীবী হিসেবে রয়েছেন, রুপালি স্যামুয়েল, রাঘব তানখা, লিজাফির আহমেদ ৷ প্রসঙ্গত, পেগাসাস নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে পাঁচ সাংবাদিকের দায়ের করা মামলার শুনানি রয়েছে আগামী 5 অগস্ট ৷ যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করবে ৷ তবে, পাঁচ সাংবাদিক শুধু নন ৷ এন রাম, শশী কুমারের মতো ব্যক্তিত্বরাও পেগাসাস-কাণ্ডে অবসরপ্রাপ্ত বা বর্তমান বিচারপতিদের নজরদারিতে নিরপেক্ষ তদন্তের দাবিতে মামলা দায়ের করেছেন ৷