চেন্নাই, 23 নভেম্বর: অভিনেতা প্রকাশ রাজকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ তিরুচিরাপল্লির এক জুয়েলারি সংস্থার 100 কোটি টাকার তছরুপের মামলায় যুক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে তলব করা হয়েছে ৷ বৃহস্পতিবার তদন্তকারী সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে।
জানা গিয়েছে, তিরুচিরাপল্লীর একটি অংশীদারি সংস্থা প্রণব জুয়েলার্সের আর্থিক মামলা সম্পর্কিত ঘটনার তদন্ত করছে ইডি ৷ গত 20 নভেম্বর এই মামলায় অভিযান চালিয়েছিল ইডি ৷ অভিযানে 23 লক্ষ 70 হাজার টাকার নগদ এবং বেশ কিছু সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছিল বলে জানা যায় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিনেতা প্রকাশ রাজ (58) এই জুয়েলারি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাঁকে আগামী সপ্তাহে চেন্নাইয়ের এজেন্সির দফতরে হাজিরা দিয়ে জবানবন্দি দেওয়ার কথা বলা হয়েছে। প্রকাশ রাজ হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে প্রথিতযশা অভিনেতাদের মধ্যে একজন ৷
প্রকাশ রাজকে ইডি সমন পাঠাতেই পালটা খোঁচা দিয়েছে বিরোধীরা ৷ বিরোধীদের স্পষ্ট অভিযোগ, বরাবরই বিজেপির স্পষ্ট সমালোচক ছিলেন প্রকাশ রাজ। এমনকী প্রকাশ্যে মোদি বিরোধী মন্তব্য করতেও বহুবার শোনা গিয়েছে তাঁকে ৷ আর সেই কারণেই প্রকাশ রাজকে ইডি তলব করেছে ৷ উল্লেখ্য, ইডি এই মামলাটি তামিলনাড়ু পুলিশের আর্থিক অপরাধ শাখার একটি এফআইআর থেকে নিজেদের হাতে নিয়েছে ৷ পুলিশের অভিযোগ অনুসারে, প্রণব জুয়েলার্স এবং অন্যান্যরা অনেক বেশি রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে সোনায় বিনিয়োগ প্রকল্পের আড়ালে জনগণের কাছ থেকে মোট 100 কোটি টাকা সংগ্রহ করেছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। (পিটিআই)
আরও পড়ুন