কলকাতা, 23 জুলাই: ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় ৷ এবার ফের আরেক পার্থ 'ঘনিষ্ঠ'র খোঁঁজ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ রাজ্যের শিল্পমন্ত্রীর ওই পরিচিতের নাম মোনালিসা দাস, পেশায় আসানসোল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ৷ এসএসসি দুর্নীতি মামলায় জড়িত কি না, জানতে তাঁর সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (ED eyes proceedings against Monalisa Das) ।
ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই গোয়েন্দারা জানতে পেরেছেন বীরভূমের শান্তিনিকেতনে 10টি জমি এবং কলকাতা-সহ নিউটাউনের একাধিক জায়গায় বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে তাঁর । পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টেড গোয়েন্দারা । সেই সূত্রেই মোনালিসা দাসের হদিশ পেয়েছেন তদন্তকারীরা । নিজেদের হেফাজতে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে মোনালিসার বিষয়ে তথ্য জানতে চান গোয়েন্দারা ৷
আরও পড়ুন : গ্রেফতার অর্পিতা, ফ্ল্যাট থেকে উদ্ধার উচ্চশিক্ষা পর্ষদ ও এসএসসি’র নথি
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় গবেষণা করেন মোনালিসা দাস ৷ পরে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা শুরু করেন ৷ অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের নামে-বেনামে শান্তিনিকেতনে দু'টি বাড়ি, একটি গেস্ট হাউসের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা । গোয়ালপাড়ায় একটি বাগান বাড়ি, ফুলডাঙ্গায় একটি বাগান বাড়ি ও গেস্ট হাউস রয়েছে বলে জানা গিয়েছে । শান্তিনিকেতনে প্রায়ই আসতেন মোনালিসাও ৷ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িগুলিতেই থাকতেন তিনি ।