ETV Bharat / bharat

Nirav Modi: হংকংয়ে নীরব মোদির 250 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, জানাল ইডি - CBI

ব্যাংক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদি (Nirav Modi Accused in PNB Fraud Case) অনেক আগেই দেশ থেকে পালিয়েছেন ৷ এখন থেকে ব্রিটেনের জেলে বন্দি ৷ শুক্রবার ইডি (Enforcement Directorate) জানিয়েছে, 250 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে হংকংয়ে ৷

ED attaches moveable assets of Nirav Modi group in Hong Kong
Nirav Modi: হংকংয়ে নীরব মোদির 250 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, জানাল ইডি
author img

By

Published : Jul 22, 2022, 8:27 PM IST

নয়াদিল্লি, 22 জুলাই : ব্যাংক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদির (Nirav Modi) প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ শুক্রবার ইডির তরফে এই কথা জানানো হয়েছে ৷

ব্যাংক থেকে ঋণ নিয়ে, তা শোধ না করার অভিযোগ রয়েছে গয়নার ব্যবসায়ী নীরবের বিরুদ্ধে (Nirav Modi Accused in PNB Fraud Case) ৷ তিনি কয়েক বছর আগেই দেশ থেকে পালিয়েছেন ৷ আপাতত তিনি ব্রিটেনের কারাগারে বন্দি ৷ সেই নীরবের সম্পত্তিই এবার বাজেয়াপ্ত করল ইডি ৷

আর্থিক দুর্নীতির তদন্তকারী এই সংস্থা এদিন জানিয়েছে যে গয়না, ব্যাংকে জমা টাকা-সহ নীরবের আরও বেশ কিছু অস্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার পরিমাণ 253.62 কোটি টাকা ৷ এই সম্পত্তির পুরোটাই হংকংয়ে ছিল ৷ নীরবের একটি সংস্থার নিজস্ব ভল্টে ওই সম্পত্তি রাখা ছিল ৷ তাছাড়া সেখানকার কিছু ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা ছিল ৷ পিএমএলএ (PMLA) আইনে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

নীরব মোদি পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ৷ যার পরিমাণ ছিল প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার ৷ এই প্রতারণা মামলায় সিবিআই (CBI) তদন্ত করছে ৷ আর্থিক দুর্নীতি হওয়ায় তদন্ত করছে ইডিও ৷

অন্যদিকে তাঁকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার ৷ ইতিমধ্যে ব্রিটেনে প্রত্যার্পণ আটকানোর মামলায় হেরেছেন নীরব ৷ এখন দেখার কবে তাঁকে ফিরিয়ে আনতে পারে ভারত সরকার !

আরও পড়ুন : Nirav Modi's close aide Subhash Shankar : সিবিআইয়ের সাফল্য, পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ঘনিষ্ঠ সুভাষ শঙ্কর ভারতে

নয়াদিল্লি, 22 জুলাই : ব্যাংক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদির (Nirav Modi) প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ শুক্রবার ইডির তরফে এই কথা জানানো হয়েছে ৷

ব্যাংক থেকে ঋণ নিয়ে, তা শোধ না করার অভিযোগ রয়েছে গয়নার ব্যবসায়ী নীরবের বিরুদ্ধে (Nirav Modi Accused in PNB Fraud Case) ৷ তিনি কয়েক বছর আগেই দেশ থেকে পালিয়েছেন ৷ আপাতত তিনি ব্রিটেনের কারাগারে বন্দি ৷ সেই নীরবের সম্পত্তিই এবার বাজেয়াপ্ত করল ইডি ৷

আর্থিক দুর্নীতির তদন্তকারী এই সংস্থা এদিন জানিয়েছে যে গয়না, ব্যাংকে জমা টাকা-সহ নীরবের আরও বেশ কিছু অস্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার পরিমাণ 253.62 কোটি টাকা ৷ এই সম্পত্তির পুরোটাই হংকংয়ে ছিল ৷ নীরবের একটি সংস্থার নিজস্ব ভল্টে ওই সম্পত্তি রাখা ছিল ৷ তাছাড়া সেখানকার কিছু ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা ছিল ৷ পিএমএলএ (PMLA) আইনে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

নীরব মোদি পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ৷ যার পরিমাণ ছিল প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার ৷ এই প্রতারণা মামলায় সিবিআই (CBI) তদন্ত করছে ৷ আর্থিক দুর্নীতি হওয়ায় তদন্ত করছে ইডিও ৷

অন্যদিকে তাঁকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার ৷ ইতিমধ্যে ব্রিটেনে প্রত্যার্পণ আটকানোর মামলায় হেরেছেন নীরব ৷ এখন দেখার কবে তাঁকে ফিরিয়ে আনতে পারে ভারত সরকার !

আরও পড়ুন : Nirav Modi's close aide Subhash Shankar : সিবিআইয়ের সাফল্য, পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ঘনিষ্ঠ সুভাষ শঙ্কর ভারতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.