ETV Bharat / bharat

ED arrests Prem Prakash ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ প্রেম প্রকাশকে গ্রেফতার করল ইডি - ED arrests Prem Prakash

ঝাড়খণ্ডে অবৈধ খনি কেলেঙ্কারি (Jharkhand Mining Case) মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের 'ঘনিষ্ঠ' প্রেম প্রকাশকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED arrests Prem Prakash)৷

ed-arrests-prem-prakash-in-Jharkhand mining-scam
সোরেন ঘনিষ্ঠ প্রেম প্রকাশকে গ্রেফতার করল ইডি
author img

By

Published : Aug 25, 2022, 9:50 AM IST

Updated : Aug 25, 2022, 10:10 AM IST

নয়াদিল্লি, 25 অগস্ট: ঝাড়খণ্ডে অবৈধ খনি কেলেঙ্কারির (Jharkhand Mining Case) ঘটনায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের 'ঘনিষ্ঠ' প্রেম প্রকাশকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ গতকালই তাঁর রাঁচির বাড়ি থেকে জোড়া একে 47 রাইফেল উদ্ধার করেছিল ইডি (ED arrests Prem Prakash)৷

অবৈধ খনি মামলায় তাঁর বাড়িতে দীর্ঘ সময় তল্লাশির পর বুধবার রাতে প্রেম প্রকাশকে গ্রেফতার করে ইডি ৷ বেআইনি অর্থপাচার আইনে তাঁকে রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ অবৈধ খনি মামলার তদন্তে দিনকয়েক ধরেই বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু ও দিল্লি-এনসিআর-এ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ৷ বুধবার রাঁচিতে প্রেম প্রকাশের (Prem Prakash) বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা ৷ এই প্রেম প্রকাশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসেবেই রাজনৈতিকমহলে পরিচিত ৷ তল্লাশি চালিয়ে প্রেম প্রকাশের বাসভবনের আলমারি থেকে জোড়া একে-47 রাইফেল উদ্ধার করে ইডি ৷ অবৈধ খনি মামলায় তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন বলে মনে করছে তদন্তকারী সংস্থা ।

আগেও এই প্রেম প্রকাশের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি ৷ কিন্তু সে সময় উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি ৷ সূত্রের খবর, সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই বুধবার ফের তাঁর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ একই মামলায় গত 19 জুলাই পঙ্কজ মিশ্রকেও গ্রেফতার করেছিল ইডি ৷

আরও পড়ুন: সোরেন ঘনিষ্ঠের বাড়ি থেকে বাজেয়াপ্ত জোড়া একে 47

গোড্ডায় বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এই নিয়ে টুইট করে বলেছেন, "ইডি প্রেম প্রকাশকে গ্রেফতার করেছে ৷ প্রকাশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহকারী ও পারিবারিক বন্ধু ৷ অমিত আগরওয়াল ও তাঁর (প্রকাশ) যোগ এনআইএ-র তদন্ত করে দেখা উচিত ৷"

  • प्रेम प्रकाश का खेल ख़त्म @dir_ed ने आज उसको हिरासत में लिया ।AK 47 ,दलालों की महिमा का बखान शुरू ।अधिवक्ता राजीव कुमार को जेल भेजने वाले झारखंड के नासूर जिसने मुख्यमंत्री जी को बदनामी में डाला अमित बीमार हो गया,बीमारी का इलाज @NIA_India को ढूँढना चाहिए

    — Dr Nishikant Dubey (@nishikant_dubey) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরগোরা থানার এসএইচও বিনোদ কুমার জানিয়েছেন, প্রেম প্রকাশের বাড়ি থেকে উদ্ধার হওয়া একে-47 পুলিশের দুই রক্ষীর ৷ প্রেম প্রকাশের বাড়িতে তাঁদের রাইফেল রাখার জন্য ওই দুই অফিসারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে রাঁচি পুলিশ ৷

নয়াদিল্লি, 25 অগস্ট: ঝাড়খণ্ডে অবৈধ খনি কেলেঙ্কারির (Jharkhand Mining Case) ঘটনায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের 'ঘনিষ্ঠ' প্রেম প্রকাশকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ গতকালই তাঁর রাঁচির বাড়ি থেকে জোড়া একে 47 রাইফেল উদ্ধার করেছিল ইডি (ED arrests Prem Prakash)৷

অবৈধ খনি মামলায় তাঁর বাড়িতে দীর্ঘ সময় তল্লাশির পর বুধবার রাতে প্রেম প্রকাশকে গ্রেফতার করে ইডি ৷ বেআইনি অর্থপাচার আইনে তাঁকে রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ অবৈধ খনি মামলার তদন্তে দিনকয়েক ধরেই বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু ও দিল্লি-এনসিআর-এ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ৷ বুধবার রাঁচিতে প্রেম প্রকাশের (Prem Prakash) বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা ৷ এই প্রেম প্রকাশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসেবেই রাজনৈতিকমহলে পরিচিত ৷ তল্লাশি চালিয়ে প্রেম প্রকাশের বাসভবনের আলমারি থেকে জোড়া একে-47 রাইফেল উদ্ধার করে ইডি ৷ অবৈধ খনি মামলায় তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন বলে মনে করছে তদন্তকারী সংস্থা ।

আগেও এই প্রেম প্রকাশের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি ৷ কিন্তু সে সময় উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি ৷ সূত্রের খবর, সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই বুধবার ফের তাঁর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ একই মামলায় গত 19 জুলাই পঙ্কজ মিশ্রকেও গ্রেফতার করেছিল ইডি ৷

আরও পড়ুন: সোরেন ঘনিষ্ঠের বাড়ি থেকে বাজেয়াপ্ত জোড়া একে 47

গোড্ডায় বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এই নিয়ে টুইট করে বলেছেন, "ইডি প্রেম প্রকাশকে গ্রেফতার করেছে ৷ প্রকাশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহকারী ও পারিবারিক বন্ধু ৷ অমিত আগরওয়াল ও তাঁর (প্রকাশ) যোগ এনআইএ-র তদন্ত করে দেখা উচিত ৷"

  • प्रेम प्रकाश का खेल ख़त्म @dir_ed ने आज उसको हिरासत में लिया ।AK 47 ,दलालों की महिमा का बखान शुरू ।अधिवक्ता राजीव कुमार को जेल भेजने वाले झारखंड के नासूर जिसने मुख्यमंत्री जी को बदनामी में डाला अमित बीमार हो गया,बीमारी का इलाज @NIA_India को ढूँढना चाहिए

    — Dr Nishikant Dubey (@nishikant_dubey) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরগোরা থানার এসএইচও বিনোদ কুমার জানিয়েছেন, প্রেম প্রকাশের বাড়ি থেকে উদ্ধার হওয়া একে-47 পুলিশের দুই রক্ষীর ৷ প্রেম প্রকাশের বাড়িতে তাঁদের রাইফেল রাখার জন্য ওই দুই অফিসারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে রাঁচি পুলিশ ৷

Last Updated : Aug 25, 2022, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.