ETV Bharat / bharat

ECI Freezed Shivsena Symbol: 'তির-ধনুক' ফ্রিজ করল কমিশন, আসন্ন উপনির্বাচনে উদ্ধব-একনাথকে লড়তে হবে নয়া প্রতীকে

author img

By

Published : Oct 8, 2022, 11:08 PM IST

জাতীয় নির্বাচন কমিশনের (ECI) অন্তর্বর্তীকালীন নির্দেশে আপাতত ফ্রিজ করা হল শিবসেনার চিরাচরিত তির-ধনুক প্রতীক (ECI freezes bow and arrow symbol of Shivsena) ৷ আসন্ন উপনির্বাচনে নয়া প্রতীকে লড়তে হবে উদ্ধব এবং একনাথ শিবিরকে ৷

ECI Freezed Shivsena Symbol
তির-ধনুক ফ্রিজ করল কমিশন, আসন্ন উপনির্বাচনে উদ্ধব-একনাথকে লড়তে হবে নয়া প্রতীকে

মুম্বই, 8 অক্টোবর: আন্ধেরি পূর্ব উপনির্বাচনের (Andheri East Bye-poll) আগে বড় ধাক্কা উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) জন্য ৷ জাতীয় নির্বাচন কমিশনের (ECI) অন্তর্বর্তীকালীন নির্দেশে আপাতত ফ্রিজ করা হল শিবসেনার চিরাচরিত তির-ধনুক প্রতীক বাজেয়াপ্ত হল (ECI freezes bow and arrow symbol of Shivsena) ৷ আসন্ন উপনির্বাচনে নয়া প্রতীকে লড়তে হবে উদ্ধব শিবিরকে ৷ একইভাবে বিরোধী একনাথ শিন্ডের (Eknath Shinde) ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ৷ শিবসেনার প্রতীক কমিশন ফ্রিজ করায় শিন্ডে শিবিরকেও লড়তে হবে নয়া প্রতীকে ৷ আগামী 10 অক্টোবরের মধ্যে দুই শিবিরকেই নয়া প্রতীক কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

সবমিলিয়ে সুপ্রিম নির্দেশে সহজে আসল শিবসেনা বেছে নিতে ব্যর্থ হল নির্বাচন কমিশন ৷ এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, আসন্ন উপনির্বাচনে দু'পক্ষের কেউই শিবসেনার চিরাচরিত 'তির-ধনুক' নির্বাচনী প্রতীকে লড়তে পারবে না ৷ এতদ্বারা দু'পক্ষকেই জানানো হচ্ছে নির্বাচন কমিশনের বরাদ্দ করে দেওয়া যে প্রতীকগুলি এখনও ফাঁকা রয়েছে, তার মধ্যে থেকে একটি পছন্দ মতো বেছে নেওয়ার জন্য ৷

আগামী 10 অক্টোবর বেলা 1টার মধ্যে দু'পক্ষকে তাদের পছন্দের প্রতীক কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, এই ঘটনায় একনাথ শিন্ডের সামনে নিজেকে আসল শিবসেনা প্রমাণ করার সুযোগ খোলা রইল ৷ উলটোদিকে তির-ধনুক প্রতীকে নির্বাচনে লড়তে না-পারা দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে-পুত্র উদ্ধব ঠাকরের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞমহল ৷

আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি পদের ভোটে শশীর আসল লড়াই বেণুগোপালের

উল্লেখ্য, আসন্ন আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে শিবসেনার নির্বাচনী প্রতীক বণ্টনের অধিকার চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল শিন্ডে শিবির। পালটা উদ্ধব শিবির প্রতীক রাখার আবেদন জানালে তাদের উপযুক্ত কারণ দর্শানোর জন্য 24 ঘণ্টা সময় দেওয়া হয় ৷ সেই জবাব কমিশনকে সন্তুষ্ট না-করতে পারাতেই এই অন্তর্বর্তী নির্দেশ ৷

মুম্বই, 8 অক্টোবর: আন্ধেরি পূর্ব উপনির্বাচনের (Andheri East Bye-poll) আগে বড় ধাক্কা উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) জন্য ৷ জাতীয় নির্বাচন কমিশনের (ECI) অন্তর্বর্তীকালীন নির্দেশে আপাতত ফ্রিজ করা হল শিবসেনার চিরাচরিত তির-ধনুক প্রতীক বাজেয়াপ্ত হল (ECI freezes bow and arrow symbol of Shivsena) ৷ আসন্ন উপনির্বাচনে নয়া প্রতীকে লড়তে হবে উদ্ধব শিবিরকে ৷ একইভাবে বিরোধী একনাথ শিন্ডের (Eknath Shinde) ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ৷ শিবসেনার প্রতীক কমিশন ফ্রিজ করায় শিন্ডে শিবিরকেও লড়তে হবে নয়া প্রতীকে ৷ আগামী 10 অক্টোবরের মধ্যে দুই শিবিরকেই নয়া প্রতীক কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

সবমিলিয়ে সুপ্রিম নির্দেশে সহজে আসল শিবসেনা বেছে নিতে ব্যর্থ হল নির্বাচন কমিশন ৷ এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, আসন্ন উপনির্বাচনে দু'পক্ষের কেউই শিবসেনার চিরাচরিত 'তির-ধনুক' নির্বাচনী প্রতীকে লড়তে পারবে না ৷ এতদ্বারা দু'পক্ষকেই জানানো হচ্ছে নির্বাচন কমিশনের বরাদ্দ করে দেওয়া যে প্রতীকগুলি এখনও ফাঁকা রয়েছে, তার মধ্যে থেকে একটি পছন্দ মতো বেছে নেওয়ার জন্য ৷

আগামী 10 অক্টোবর বেলা 1টার মধ্যে দু'পক্ষকে তাদের পছন্দের প্রতীক কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, এই ঘটনায় একনাথ শিন্ডের সামনে নিজেকে আসল শিবসেনা প্রমাণ করার সুযোগ খোলা রইল ৷ উলটোদিকে তির-ধনুক প্রতীকে নির্বাচনে লড়তে না-পারা দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে-পুত্র উদ্ধব ঠাকরের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞমহল ৷

আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি পদের ভোটে শশীর আসল লড়াই বেণুগোপালের

উল্লেখ্য, আসন্ন আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে শিবসেনার নির্বাচনী প্রতীক বণ্টনের অধিকার চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল শিন্ডে শিবির। পালটা উদ্ধব শিবির প্রতীক রাখার আবেদন জানালে তাদের উপযুক্ত কারণ দর্শানোর জন্য 24 ঘণ্টা সময় দেওয়া হয় ৷ সেই জবাব কমিশনকে সন্তুষ্ট না-করতে পারাতেই এই অন্তর্বর্তী নির্দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.