নয়াদিল্লি, 12 মার্চ : পশ্চিমবঙ্গের দু’টি আসনে উপনির্বাচন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) ৷ আগামী 12 এপ্রিল ওই ভোট নেওয়া হবে ৷ শনিবার বিকেলে এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷
পশ্চিমবঙ্গে আসানসোল লোকসভা আসন ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন গত বছর থেকে বকেয়া পড়ে রয়েছে (Bye Election of Asansol and Ballygunge) ৷ ওই দুই কেন্দ্রেই আগামী 12 এপ্রিল উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷
কমিশন জানিয়েছে, ওই দিন সারা দেশে মোট পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে ৷ তার মধ্যে চারটি বিধানসভা কেন্দ্র ও একটি লোকসভা আসন ৷ পশ্চিমবঙ্গ ছাড়াও ছত্তীশগড়, বিহার ও মহারাষ্ট্রের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে আগামী 12 এপ্রিল (ECI Announces five Seats By Poll Date including Asansol and Ballygunge) ৷
কমিশন জানিয়েছে, এই উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী 17 মার্চ ৷ মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে আগামী 24 মার্চ ৷ স্ক্রুটিনি হবে তার পর দিন ৷ 28 মার্চ মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ৷ আগামী 16 এপ্রিল ভোট গণনা হবে ৷ আগামী 18 এপ্রিলের মধ্যে এই পাঁচ আসনে নির্বাচনের প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷
-
Election Commission announces date for bye polls in West Bengal, Chhatisgarh, Bihar & Maharashtra pic.twitter.com/WqMELdk02W
— ANI (@ANI) March 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Election Commission announces date for bye polls in West Bengal, Chhatisgarh, Bihar & Maharashtra pic.twitter.com/WqMELdk02W
— ANI (@ANI) March 12, 2022Election Commission announces date for bye polls in West Bengal, Chhatisgarh, Bihar & Maharashtra pic.twitter.com/WqMELdk02W
— ANI (@ANI) March 12, 2022
এখানে উল্লেখ করা প্রয়োজন, আসানসোল লোকসভা আসনটি 2014 সাল থেকে বিজেপির দখলে ছিল ৷ ওই কেন্দ্র থেকে জিতেই সাংসদ হন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় (Former Asansol MP Babul Supriyo) ৷ মোদি সরকারের (Modi Government) মন্ত্রীও ছিলেন তিনি ৷
কিন্তু 2021-এর জুলাইয়ে মোদি মন্ত্রী পরিষদের রদবদলে বাদ পড়েন বাবুল ৷ তার পর প্রথমে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানান ৷ পরে তৃণমূলে যোগ দিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর থেকে ওই আসনটি শূন্য ছিল ৷
অন্যদিকে দীর্ঘদিনের বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায় গত নভেম্বরে প্রয়াত হন ৷ তার পর থেকে ওই আসনও শূন্য রয়েছে ৷ এবার ওই দুই কেন্দ্রই নিজেদের জনপ্রতিনিধি আবার পেতে চলেছে ৷
আরও পড়ুন : AAP in Bengal : পঞ্চায়েত ভোটে মমতার দুর্গে হানার প্রস্তুতি কেজরিওয়ালের, মালদায় আপের সদস্য সংগ্রহ অভিযান