ETV Bharat / bharat

EC Notice to Kejriwal and Priyanka: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কেজরিওয়াল ও প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠাল কমিশন - নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর ও ভুল মন্তব্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগ তুলেছিল বিজেপি ৷ এই অভিযোগের প্রেক্ষিতে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে শো-কজ নোটিশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Nov 14, 2023, 10:45 PM IST

নয়াদিল্লি, 14 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপমানজনক ও ভুল মন্তব্যের অভিযোগে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন ৷ বিজেপির তরফে এই দুই বিরোধী নেতা-নেত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল কমিশনে ৷ যার প্রেক্ষিতে মঙ্গলবার তাঁদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ দু'জনকেই 16 নভেম্বরের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে ৷

সোশাল মিডিয়া এক্সে (পূর্বে টুইটার) আম আদমি পার্টি (আপ)-এর দুটি পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছিল বিজেপি ৷ কমিশনে গেরুয়া শিবিরে অভিযোগ করেছিল, ওই পোস্টগুলিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করা হয়েছে ৷ ওই পোস্টগুলি শিল্পপতি গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কিছু দাবি করেছিল আপ ৷ এর বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানায় বিজেপি ৷ এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছে কমিশন ৷ নোটিশে কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে আপের ওই পোস্টগুলি নির্বাচনী বিধি ভঙ্গ করেছে ৷

  • Election Commission (EC) issues notice to AAP national convenor Arvind Kejriwal after BJP complained to EC that two tweets posted on the party's official handle allegedly portrayed PM Modi in a disparaging, insulting and defamatory manner.

    EC says, "the posts prima facie… pic.twitter.com/yYhJ3WdEiF

    — ANI (@ANI) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একইসঙ্গে এদিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকেও শো-কজ নোটিশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ বিজেপির অভিযোগ, সম্প্রতি মধ্যপ্রদেশের সানওয়ের বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অপমানজনক ও মিথ্যে মন্তব্য করেছেন ৷ বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতেই প্রিয়াঙ্কাকে এদিন নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ 16 নভেম্বর রাত 8 টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাঁকে ৷ ভোট প্রচারে গিয়ে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, নরেন্দ্র মোদি সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দিয়েছে ৷ এতেই আপত্তি তুলেছে বিজেপি ৷

  • Election Commission issues a show-cause notice to Congress General Secretary Priyanka Gandhi Vadra after BJP complained to EC that while addressing a public rally at Sanwer Assembly Constituency in Madhya Pradesh, "she made unverified and false statements in respect of PM… pic.twitter.com/Yp7A8hDX2z

    — ANI (@ANI) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অরবিন্দ কেজরিওয়াল ও প্রিয়াঙ্কা গান্ধিকে পাঠানো নোটিশে কমিশন জানিয়েছে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না-আসে তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে তাঁদের কোনও বক্তব্য নেই ৷ তখন কমিশন নিয়ম মেনে তাদের মতো করে সিদ্ধান্ত নেবে ৷

আরও পড়ুন:

  1. হাইকোর্টের 5 বিচারপতিকে বদলির বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের
  2. জয়ের বিষয়ে চরম আত্মবিশ্বাসী আজহার, তীব্র কটাক্ষ বিআরএসকে

নয়াদিল্লি, 14 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপমানজনক ও ভুল মন্তব্যের অভিযোগে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন ৷ বিজেপির তরফে এই দুই বিরোধী নেতা-নেত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল কমিশনে ৷ যার প্রেক্ষিতে মঙ্গলবার তাঁদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ দু'জনকেই 16 নভেম্বরের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে ৷

সোশাল মিডিয়া এক্সে (পূর্বে টুইটার) আম আদমি পার্টি (আপ)-এর দুটি পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছিল বিজেপি ৷ কমিশনে গেরুয়া শিবিরে অভিযোগ করেছিল, ওই পোস্টগুলিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করা হয়েছে ৷ ওই পোস্টগুলি শিল্পপতি গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কিছু দাবি করেছিল আপ ৷ এর বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানায় বিজেপি ৷ এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছে কমিশন ৷ নোটিশে কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে আপের ওই পোস্টগুলি নির্বাচনী বিধি ভঙ্গ করেছে ৷

  • Election Commission (EC) issues notice to AAP national convenor Arvind Kejriwal after BJP complained to EC that two tweets posted on the party's official handle allegedly portrayed PM Modi in a disparaging, insulting and defamatory manner.

    EC says, "the posts prima facie… pic.twitter.com/yYhJ3WdEiF

    — ANI (@ANI) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একইসঙ্গে এদিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকেও শো-কজ নোটিশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ বিজেপির অভিযোগ, সম্প্রতি মধ্যপ্রদেশের সানওয়ের বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অপমানজনক ও মিথ্যে মন্তব্য করেছেন ৷ বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতেই প্রিয়াঙ্কাকে এদিন নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ 16 নভেম্বর রাত 8 টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাঁকে ৷ ভোট প্রচারে গিয়ে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, নরেন্দ্র মোদি সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দিয়েছে ৷ এতেই আপত্তি তুলেছে বিজেপি ৷

  • Election Commission issues a show-cause notice to Congress General Secretary Priyanka Gandhi Vadra after BJP complained to EC that while addressing a public rally at Sanwer Assembly Constituency in Madhya Pradesh, "she made unverified and false statements in respect of PM… pic.twitter.com/Yp7A8hDX2z

    — ANI (@ANI) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অরবিন্দ কেজরিওয়াল ও প্রিয়াঙ্কা গান্ধিকে পাঠানো নোটিশে কমিশন জানিয়েছে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না-আসে তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে তাঁদের কোনও বক্তব্য নেই ৷ তখন কমিশন নিয়ম মেনে তাদের মতো করে সিদ্ধান্ত নেবে ৷

আরও পড়ুন:

  1. হাইকোর্টের 5 বিচারপতিকে বদলির বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের
  2. জয়ের বিষয়ে চরম আত্মবিশ্বাসী আজহার, তীব্র কটাক্ষ বিআরএসকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.