ETV Bharat / bharat

Ambulance Service for Trees : গাছের পরিচর্যায় অ্যাম্বুল্যান্স পরিষেবা পূর্ব দিল্লি পৌরনিগমের - East Delhi Municipal Corporation Launches Ambulance Service for Trees

দিল্লি হাইকোর্টের নির্দেশে গাছের পরিচর্যায় অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করল পূর্ব দিল্লি পৌরনিগম (East Delhi Municipal Corporation Launches Ambulance Service for Trees) ৷ কোনও মৃতপ্রায় অথবা ক্ষতিগ্রস্ত গাছের পরিচর্যার জন্য এই অ্য়াম্বুল্যান্সগুলি কাজ করবে ৷ গাছের স্বাস্থ্য় পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করবে পৌরনিগমের উদ্যানপালন বিভাগের প্রশিক্ষিত কর্মীরা ৷

Tree Ambulance
দিল্লিতে চালু হল গাছেদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা
author img

By

Published : Mar 28, 2022, 9:08 AM IST

নয়াদিল্লি, 28 মার্চ : শুকিয়ে যাওয়ার পথে যেসব গাছ, সেগুলি পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিল পূর্ব দিল্লি পৌরনিগম ৷ যেখানে শুকিয়ে যাওয়া অথবা মৃতপ্রায় গাছের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়েছে (East Delhi Municipal Corporation Launches Ambulance Service for Trees) ৷ পূর্ব দিল্লি পৌরনিগমের উদ্যানপালন বিভাগের ডিরেক্টর রাঘবেন্দ্র সিং জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে পূর্ব দিল্লি পৌরনিগম গাছেদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা (Ambulance Service for Trees) শুরু করেছে ৷

ওই আধিকারিক জানিয়েছেন, গাছ শুকিয়ে যাওয়ার কোনও খবর পেলেই সেখানে অ্যাম্বুল্যান্স পৌঁছে যাবে এবং সেই গাছটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷ তার পর রোগ অনুযায়ী প্রয়োজনীয় পরিচর্যা করা হবে গাছের ৷ সেই মত পূর্ব দিল্লি পৌরনিগমের উদ্যানপালন বিভাগের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ এই পরিচর্যায় গাছের ক্ষতিগ্রস্ত অংশটিকে দল দিয়ে পরিষ্কার করা হয় ৷ তার পর গাছের ছাল ফেলে দিয়ে মৃত কোষগুলিকে বাদ দেওয়া হয় ৷ এর পর কীটনাশক দিয়ে গাছকে জীবাণুমুক্ত করে, ফাঁপা অথবা ক্ষতিগ্রস্ত অংশে একধরনের জাল ঢুকিয়ে দেওয়া হয় ৷ তারপর সেই জায়গাগুলিকে থার্মোকল দিয়ে ভরাট করে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Narendra Modi on Cleanliness Campaign : ব্যক্তিগত উদ্যোগে স্বচ্ছতা অভিযানের প্রশংসা প্রধানমন্ত্রীর

থার্মোকল দিয়ে গাছের ক্ষতিগ্রস্ত অংশ ভরাট করার পর পিওপি প্রলেপ দেওয়া হয় এবং সবশেষে সাদা সিমেন্ট দিয়ে জায়গাটিকে ভরাট করে দেওয়া হয় ৷ যাতে ওই অংশ হাওয়া ঢুকতে না পারে ৷ উদ্যানপালন বিভাগের ওই আধিকারিক জানান, এই প্রক্রিয়ার পর আপনা থেকেই গাছের ক্ষতিগ্রস্ত অংশে নতুন কোষ তৈরি হয় এবং ফাঁপা অংশ ভিতর থেকে পরিপূর্ণ হয়ে ওঠে ৷ এমনকি ওই অংশ থেকে নতুন ডালপালা জন্মায় এবং গাছ মজবুত হয় ৷ পূর্ব দিল্লি পৌরনিগমের বিভিন্ন উদ্যানের মালিদেরও এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ যাতে উদ্যানগুলিতে মালিরাই ক্ষতিগ্রস্ত গাছগুলির পরিচর্যা করতে পারেন ৷

নয়াদিল্লি, 28 মার্চ : শুকিয়ে যাওয়ার পথে যেসব গাছ, সেগুলি পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিল পূর্ব দিল্লি পৌরনিগম ৷ যেখানে শুকিয়ে যাওয়া অথবা মৃতপ্রায় গাছের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়েছে (East Delhi Municipal Corporation Launches Ambulance Service for Trees) ৷ পূর্ব দিল্লি পৌরনিগমের উদ্যানপালন বিভাগের ডিরেক্টর রাঘবেন্দ্র সিং জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে পূর্ব দিল্লি পৌরনিগম গাছেদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা (Ambulance Service for Trees) শুরু করেছে ৷

ওই আধিকারিক জানিয়েছেন, গাছ শুকিয়ে যাওয়ার কোনও খবর পেলেই সেখানে অ্যাম্বুল্যান্স পৌঁছে যাবে এবং সেই গাছটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷ তার পর রোগ অনুযায়ী প্রয়োজনীয় পরিচর্যা করা হবে গাছের ৷ সেই মত পূর্ব দিল্লি পৌরনিগমের উদ্যানপালন বিভাগের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ এই পরিচর্যায় গাছের ক্ষতিগ্রস্ত অংশটিকে দল দিয়ে পরিষ্কার করা হয় ৷ তার পর গাছের ছাল ফেলে দিয়ে মৃত কোষগুলিকে বাদ দেওয়া হয় ৷ এর পর কীটনাশক দিয়ে গাছকে জীবাণুমুক্ত করে, ফাঁপা অথবা ক্ষতিগ্রস্ত অংশে একধরনের জাল ঢুকিয়ে দেওয়া হয় ৷ তারপর সেই জায়গাগুলিকে থার্মোকল দিয়ে ভরাট করে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Narendra Modi on Cleanliness Campaign : ব্যক্তিগত উদ্যোগে স্বচ্ছতা অভিযানের প্রশংসা প্রধানমন্ত্রীর

থার্মোকল দিয়ে গাছের ক্ষতিগ্রস্ত অংশ ভরাট করার পর পিওপি প্রলেপ দেওয়া হয় এবং সবশেষে সাদা সিমেন্ট দিয়ে জায়গাটিকে ভরাট করে দেওয়া হয় ৷ যাতে ওই অংশ হাওয়া ঢুকতে না পারে ৷ উদ্যানপালন বিভাগের ওই আধিকারিক জানান, এই প্রক্রিয়ার পর আপনা থেকেই গাছের ক্ষতিগ্রস্ত অংশে নতুন কোষ তৈরি হয় এবং ফাঁপা অংশ ভিতর থেকে পরিপূর্ণ হয়ে ওঠে ৷ এমনকি ওই অংশ থেকে নতুন ডালপালা জন্মায় এবং গাছ মজবুত হয় ৷ পূর্ব দিল্লি পৌরনিগমের বিভিন্ন উদ্যানের মালিদেরও এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ যাতে উদ্যানগুলিতে মালিরাই ক্ষতিগ্রস্ত গাছগুলির পরিচর্যা করতে পারেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.