ETV Bharat / bharat

India Govt on Stranded Students : ইউক্রেন থেকে সব ভারতীয়কে দ্রুত ফেরাতে চায় ভারত, জানাল বিদেশমন্ত্রক - Operation Ganga

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি জানান, ইউক্রেন থেকে সব ভারতীয়কে দ্রুত ফেরাতে চায় ভারত (EAM Spokesperson Says India wants bring its citizen back as soon as possible) ৷

eam spokesperson says india wants bring its citizen back as soon as possible
India Govt on Stranded Students : ইউক্রেন থেকে সব ভারতীয়কে দ্রুত ফেরাতে চায় ভারত, জানাল বিদেশমন্ত্রক
author img

By

Published : Mar 3, 2022, 9:09 PM IST

নয়াদিল্লি, 3 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের যত দ্রুত সম্ভব ফেরাতে চায় সরকার ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (EAM Spokesperson Says India wants bring its citizen back as soon as possible) ৷ তিনি জানান, সরকার মনে করছে ইউক্রেনের খারকিভে এখনও বেশ কয়েকজন আটকে আছেন ৷ তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে ৷

অরিন্দম বাগচী জানান, ভারতে ফিরতে চেয়ে 20 হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন করিয়েছিলেন ৷ কিন্তু এমন অনেকে আছেন, যাঁরা রেজিস্ট্রেশন করেননি ৷ তাঁদেরও ফেরানোর চেষ্টা করা হচ্ছে ৷ তাছাড়া গতকালের নির্দেশের পর খারকিভ থেকে অনেক পড়ুয়া বেরিয়ে এসেছেন ৷ ইউক্রেন সীমান্তেও পড়ুয়াদের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে ৷

  • We are in touch with all countries particularly Ukraine and Russia at various levels. Prime Minister Modi spoke to President Putin. Our only intention is to take Indian citizens out as soon as possible: MEA Spokesperson Arindam Bagchi pic.twitter.com/7NkoQYbVji

    — ANI (@ANI) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান আরও উড়ানের ব্যবস্থা করা হচ্ছে ৷ আগামী দু-তিন দিনে আরও অনেক পড়ুয়া ইউক্রেন থেকে দেশে ফিরবেন ৷ ভারতীয় পড়ুয়াদের সাহায্য করার জন্য তিনি ইউক্রেন সরকারকেও ধন্যবাদ দিয়েছেন ৷

তিনি আরও জানান, এই পরিস্থিতিতে সব দেশের সঙ্গেই ভারতের যোগাযোগ রয়েছে ৷ বিশেষ করে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে তো যোগাযোগ রয়েইছে ৷

রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেই বিষয়টিও এদিন উল্লেখ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউক্রেনে ভারতীয় দূতাবাস কাজ আগের মতোই চলছে ৷ কিন্তু রাজধানী কিভ থেকে লেভিভে দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Modi met Ukraine return Students : ইউক্রেনে আটকে পড়ুয়াদের ক্ষোভ স্বাভাবিক, মত স্বয়ং প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 3 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের যত দ্রুত সম্ভব ফেরাতে চায় সরকার ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (EAM Spokesperson Says India wants bring its citizen back as soon as possible) ৷ তিনি জানান, সরকার মনে করছে ইউক্রেনের খারকিভে এখনও বেশ কয়েকজন আটকে আছেন ৷ তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে ৷

অরিন্দম বাগচী জানান, ভারতে ফিরতে চেয়ে 20 হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন করিয়েছিলেন ৷ কিন্তু এমন অনেকে আছেন, যাঁরা রেজিস্ট্রেশন করেননি ৷ তাঁদেরও ফেরানোর চেষ্টা করা হচ্ছে ৷ তাছাড়া গতকালের নির্দেশের পর খারকিভ থেকে অনেক পড়ুয়া বেরিয়ে এসেছেন ৷ ইউক্রেন সীমান্তেও পড়ুয়াদের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে ৷

  • We are in touch with all countries particularly Ukraine and Russia at various levels. Prime Minister Modi spoke to President Putin. Our only intention is to take Indian citizens out as soon as possible: MEA Spokesperson Arindam Bagchi pic.twitter.com/7NkoQYbVji

    — ANI (@ANI) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান আরও উড়ানের ব্যবস্থা করা হচ্ছে ৷ আগামী দু-তিন দিনে আরও অনেক পড়ুয়া ইউক্রেন থেকে দেশে ফিরবেন ৷ ভারতীয় পড়ুয়াদের সাহায্য করার জন্য তিনি ইউক্রেন সরকারকেও ধন্যবাদ দিয়েছেন ৷

তিনি আরও জানান, এই পরিস্থিতিতে সব দেশের সঙ্গেই ভারতের যোগাযোগ রয়েছে ৷ বিশেষ করে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে তো যোগাযোগ রয়েইছে ৷

রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেই বিষয়টিও এদিন উল্লেখ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউক্রেনে ভারতীয় দূতাবাস কাজ আগের মতোই চলছে ৷ কিন্তু রাজধানী কিভ থেকে লেভিভে দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Modi met Ukraine return Students : ইউক্রেনে আটকে পড়ুয়াদের ক্ষোভ স্বাভাবিক, মত স্বয়ং প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.