ETV Bharat / bharat

Accident in Mining Site: কচ্ছের খাদানে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, চলছে তল্লাশি - mining site in khavda

গুজরাতের (Gujarat) কচ্ছের সীমান্তবর্তী এলাকায় পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Mining Site) ৷ এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার৷ আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে আরও একজন ৷ এখনও দু’জন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা ৷

Accident in Mining Site
কচ্ছের খাদান
author img

By

Published : Dec 24, 2022, 1:05 PM IST

কচ্ছ (গুজরাত), 24 ডিসেম্বর: পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Mining Site) ৷ গুজরাতের (Gujarat) কচ্ছের সীমান্তবর্তী জেলার খাভদা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ধসের জেরে পাথরের নিচে অনেক শ্রমিক চাপা পড়ে যায় বলে জানা গিয়েছে ৷ শুক্রবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে ৷ এখনও পর্যন্ত একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আরও অনেকে চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে ৷ গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলেছে বলে জানা গিয়েছে ৷

খাভদা থানা থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ স্থানীয় পাইয়া পাহাড়ে খননের কাজ চলছিল ৷ তখনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । তখন জেসিবি মেশিন ও তিনটি ট্রাক দিয়ে খননের কাজ চলছিল । সেই সময় হঠাৎ উঁচু থেকে একটি বড় পাথর আছড়ে পড়ায় 4-5 জন শ্রমিক চাপা পড়েন । এই ঘটনার জেরে আশেপাশে কাজ করা শ্রমিকদের ভিড় জমে যায় । ঘটনার খবর পেয়ে পুলিশের একটি কনভয় ঘটনাস্থলে যায় ৷ আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ শুরু হয় ৷

48 বছর বয়সী শ্রমিক অশোক কুমার প্যাটেলের মৃতদেহ পাওয়া গিয়েছে । তিনি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বাসিন্দা ৷ এছাড়াও মধ্যপ্রদেশে বসবাসকারী আরও তিন শ্রমিক সেই সেখানে কাজ করছিলেন ৷ একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় পাওয়া ওই শ্রমিককে চিকিৎসার জন্য ভুজ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় 50 ফুট উঁচু থেকে পাথর পড়ে ৷ 20 থেকে 30 ফুট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ওই শ্রমিকরা ৷ এছাড়া তিনটি ট্রাক ও 2টি জেসিবিও চাপা পড়ে যায় ৷ জেসিবিগুলি একেবারে ভেঙে গিয়েছে ৷ ট্রাকগুলির কেবিন ভেঙে গিয়েছে ৷ পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Management Group) উদ্ধার কাজ করেছে ৷ আরও 2 জন শ্রমিক এখনও চাপা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে ।

আরও পড়ুন: দিল্লির বিকাশপুরীতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে 18টি ইঞ্জিন

কচ্ছ (গুজরাত), 24 ডিসেম্বর: পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Mining Site) ৷ গুজরাতের (Gujarat) কচ্ছের সীমান্তবর্তী জেলার খাভদা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ধসের জেরে পাথরের নিচে অনেক শ্রমিক চাপা পড়ে যায় বলে জানা গিয়েছে ৷ শুক্রবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে ৷ এখনও পর্যন্ত একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আরও অনেকে চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে ৷ গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলেছে বলে জানা গিয়েছে ৷

খাভদা থানা থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ স্থানীয় পাইয়া পাহাড়ে খননের কাজ চলছিল ৷ তখনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । তখন জেসিবি মেশিন ও তিনটি ট্রাক দিয়ে খননের কাজ চলছিল । সেই সময় হঠাৎ উঁচু থেকে একটি বড় পাথর আছড়ে পড়ায় 4-5 জন শ্রমিক চাপা পড়েন । এই ঘটনার জেরে আশেপাশে কাজ করা শ্রমিকদের ভিড় জমে যায় । ঘটনার খবর পেয়ে পুলিশের একটি কনভয় ঘটনাস্থলে যায় ৷ আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ শুরু হয় ৷

48 বছর বয়সী শ্রমিক অশোক কুমার প্যাটেলের মৃতদেহ পাওয়া গিয়েছে । তিনি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বাসিন্দা ৷ এছাড়াও মধ্যপ্রদেশে বসবাসকারী আরও তিন শ্রমিক সেই সেখানে কাজ করছিলেন ৷ একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় পাওয়া ওই শ্রমিককে চিকিৎসার জন্য ভুজ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় 50 ফুট উঁচু থেকে পাথর পড়ে ৷ 20 থেকে 30 ফুট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ওই শ্রমিকরা ৷ এছাড়া তিনটি ট্রাক ও 2টি জেসিবিও চাপা পড়ে যায় ৷ জেসিবিগুলি একেবারে ভেঙে গিয়েছে ৷ ট্রাকগুলির কেবিন ভেঙে গিয়েছে ৷ পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Management Group) উদ্ধার কাজ করেছে ৷ আরও 2 জন শ্রমিক এখনও চাপা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে ।

আরও পড়ুন: দিল্লির বিকাশপুরীতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে 18টি ইঞ্জিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.