নয়াদিল্লি, 13 জুলাই: আভ্যন্তরীণ কারণের জন্য গো ফার্স্ট এয়ারলাইন্সের বিমান পরিষেবা বাতিলের সময়সীমা আরও বাড়ল ৷ 14 জুলাই থেকে বেড়ে তা 16 জুলাই হয়েছে ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এই বিমান সংস্থার তরফে জানান হয়েছে, 16 জুলাই পর্যন্ত বাতিল হচ্ছে বিমান পরিষেবা ৷ এদিন সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে সংস্থার তরফ থেকে ৷ তবে সমস্যায় পড়েছেন অগ্রিম টিকিট কাটা যাত্রীরা ৷
গো ফার্স্ট এয়ারলাইন্সের তরফে সোশাল মিডিয়ায় টুইট করে বলা হয়েছে, "আমরা ক্ষমাপ্রার্থী ৷ আভ্যন্তরীণ কিছু কারণের জন্য গো ফার্স্টের বিমান পরিষেবা 16 জুলাই পর্যন্ত বাতিল করা হচ্ছে ৷ বিমান পরিষেবা বাতিল করায় যাত্রীদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার জন্য আমরা দুঃখিত ৷" পাশাপাশি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই দ্রুত গতিতে আভ্যন্তীরণ সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে ৷ "খুব শীঘ্রই পুনরায় বুকিং নেওয়া হবে" বলে জানানো হয়েছে এই বিমানসংস্থার তরফ থেকে ৷
-
Due to operational reasons, Go First flights until 16th July 2023 are cancelled. We apologise for the inconvenience caused and request customers to visit https://t.co/FdMt1cRR4b for more information. For any queries or concerns, please feel free to contact us. pic.twitter.com/cD8JLYW6hJ
— GO FIRST (@GoFirstairways) July 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Due to operational reasons, Go First flights until 16th July 2023 are cancelled. We apologise for the inconvenience caused and request customers to visit https://t.co/FdMt1cRR4b for more information. For any queries or concerns, please feel free to contact us. pic.twitter.com/cD8JLYW6hJ
— GO FIRST (@GoFirstairways) July 13, 2023Due to operational reasons, Go First flights until 16th July 2023 are cancelled. We apologise for the inconvenience caused and request customers to visit https://t.co/FdMt1cRR4b for more information. For any queries or concerns, please feel free to contact us. pic.twitter.com/cD8JLYW6hJ
— GO FIRST (@GoFirstairways) July 13, 2023
প্রসঙ্গত, মে মাসের শুরুতে গো এয়ারলাইন্স (ইন্ডিয়া) লিমিটেডের গো ফার্স্ট-কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টিকিট বুকিং অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছিল দেশের অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ ৷ পাশাপাশি দক্ষ এবং নির্ভরযোগ্য পদ্ধতিতে পরিষেবা পরিচালনা করতে ব্যর্থতার জন্য বিমান আইন 1937-এর অধীনে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে কারণ দর্শানোর নোটিশও জারি করেছিল ডিজিসিএ ৷ এরপরেই গো ফার্স্ট-এর তরফ থেকে 15 মে পর্যন্ত পরিষেবা বাতিল রাখা হয়েছিল ৷ যাঁরা টিকিট কেটে ফেলেছিলেন, সেই সকল যাত্রীদের টাকাও ফেরত দেওয়ার কথা জানানো হয়েছিল ৷
আরও পড়ুন: গো ফার্স্টকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে, অবিলম্বে টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশ ডিজিসিএ-র
উল্লেখ্য, পুনরায় আর্থিক সঙ্কটের মুখে 6 জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল গো ফার্স্ট বিমান সংস্থা ৷ পরে তা বাড়িয়ে 14 জুলাই করা হয় ৷ 3 মে থেকে এই নিয়ে 12 বার ফ্লাইট বাতিল করেছে সংস্থা ৷ সেই সময়সীমা বৃহস্পতিবার আবারও বাড়ানো হল ৷ এবার সেই সময় বেড়ে দাঁড়িয়েছে 16 জুলাই পর্যন্ত ৷