ETV Bharat / bharat

Businessman Jumps off Taj Terrace: মুম্বইয়ের তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দুবাইয়ের ব্যবসায়ীর

মুম্বইয়ের তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দুবাইয়ের এক ব্যবসায়ী (Businessman Jumps off Taj Terrace)৷ 60 বছরের ওই ব্যবসায়ীর নাম শাহরুখ ইঞ্জিনিয়ার (Businessman dies by Suicide)৷

Dubai based businessman jumped from 10th floor of Taj hotel
মুম্বইয়ের তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দুবাইয়ের ব্যবসায়ীর
author img

By

Published : Dec 4, 2022, 3:59 PM IST

মুম্বই, 4 ডিসেম্বর: মুম্বইয়ের বিলাসবহুল পাঁচতারা হোটেল তাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দুবাইয়ের এক ব্যবসায়ী (Businessman Jumps off Taj Terrace)৷ কোলাবা কমপ্লেক্সের হোটেের 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ তাঁর নাম শাহরুখ ইঞ্জিনিয়ার, বয়স 60 বছর ৷ কোলাবা থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে (Businessman dies by Suicide)।

কোলাবা থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিজয় হাতিসকর ইটিভি ভারতকে জানিয়েছেন যে, দুপুর আড়াইটের দিকে শাহরুখ ইঞ্জিনিয়ার তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দেন । তিনি গিয়ে পড়েন হোটেলের পাঁচ তলায় । রক্তাক্ত অবস্থায় তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় নিহত শাহরুখ ইঞ্জিনিয়ারের বাবা থানায় কোনও অভিযোগ দায়ের করেননি ৷ পুলিশ জানিয়েছে, শাহরুখ ইঞ্জিনিয়ার দুবাইয়ের একজন ব্যবসায়ী ৷ তিনি মুম্বইতে বসবাসকারী তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন । গতকাল বিকেলে তিনি তাজ হোটেলে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন । এরপর শাহরুখ হঠাৎ দশম তলার জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পঞ্চম তলায় এসে পড়েন ।

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, প্ররোচনা দেওয়ার অভিযোগ বন্ধুর বাবার বিরুদ্ধে

শাহরুখের বাবা-মা কোলাবা পুলিশকে জানিয়েছেন, এ ব্যাপারে তাঁদের কোনও অভিযোগ নেই । সেই অনুযায়ী, কোলাবা থানায় একটি ডেথ নোট নথিভুক্ত করা হয়েছে । শাহরুখের আত্মহত্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । শাহরুখের কি কোনও আর্থিক সমস্যা চলছিল ? নাকি মানসিক কষ্ট বা হতাশায় ভুগছিলেন তিনি ? পুলিশ এ বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করছে ৷

মুম্বইয়ে কিছুদিন আগেই আত্মহত্যার ঘটনা ঘটান এক মডেল ৷ তাঁর লেখা সুইসাইড নোটে আত্মহত্যার কারণও ব্যাখ্যা করে যান তিনি । আন্ধেরির হোটেল রুমে 30 বছর বয়সি ওই মডেল সিলিং ফ্যানে ঝুলে আত্মঘাতী হন ৷ এই নিয়ে ভারসোভা থানায় মামলা হয় ৷

মুম্বই, 4 ডিসেম্বর: মুম্বইয়ের বিলাসবহুল পাঁচতারা হোটেল তাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দুবাইয়ের এক ব্যবসায়ী (Businessman Jumps off Taj Terrace)৷ কোলাবা কমপ্লেক্সের হোটেের 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ তাঁর নাম শাহরুখ ইঞ্জিনিয়ার, বয়স 60 বছর ৷ কোলাবা থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে (Businessman dies by Suicide)।

কোলাবা থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিজয় হাতিসকর ইটিভি ভারতকে জানিয়েছেন যে, দুপুর আড়াইটের দিকে শাহরুখ ইঞ্জিনিয়ার তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দেন । তিনি গিয়ে পড়েন হোটেলের পাঁচ তলায় । রক্তাক্ত অবস্থায় তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় নিহত শাহরুখ ইঞ্জিনিয়ারের বাবা থানায় কোনও অভিযোগ দায়ের করেননি ৷ পুলিশ জানিয়েছে, শাহরুখ ইঞ্জিনিয়ার দুবাইয়ের একজন ব্যবসায়ী ৷ তিনি মুম্বইতে বসবাসকারী তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন । গতকাল বিকেলে তিনি তাজ হোটেলে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন । এরপর শাহরুখ হঠাৎ দশম তলার জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পঞ্চম তলায় এসে পড়েন ।

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, প্ররোচনা দেওয়ার অভিযোগ বন্ধুর বাবার বিরুদ্ধে

শাহরুখের বাবা-মা কোলাবা পুলিশকে জানিয়েছেন, এ ব্যাপারে তাঁদের কোনও অভিযোগ নেই । সেই অনুযায়ী, কোলাবা থানায় একটি ডেথ নোট নথিভুক্ত করা হয়েছে । শাহরুখের আত্মহত্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । শাহরুখের কি কোনও আর্থিক সমস্যা চলছিল ? নাকি মানসিক কষ্ট বা হতাশায় ভুগছিলেন তিনি ? পুলিশ এ বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করছে ৷

মুম্বইয়ে কিছুদিন আগেই আত্মহত্যার ঘটনা ঘটান এক মডেল ৷ তাঁর লেখা সুইসাইড নোটে আত্মহত্যার কারণও ব্যাখ্যা করে যান তিনি । আন্ধেরির হোটেল রুমে 30 বছর বয়সি ওই মডেল সিলিং ফ্যানে ঝুলে আত্মঘাতী হন ৷ এই নিয়ে ভারসোভা থানায় মামলা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.